আমি নিজের কানে শিবিরের সভাপতির মুখে শুনেছি যে ৭১-এ তারা স্বাধীনতার বিরোধীতা করে মারাত্মক ভুল করেছিল।

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ এপ্রিল, ২০১৪, ০৯:১৮:৩৭ রাত

আপনি শিবির সভাপ্তির মুখে কি শুনেছেন আর কি শুনেননি তা নিয়ে আমি বিতর্কে যাবনা। আমি ধরে নিলাম আপনি শুনেছেন। আমি শিবিরের দায়িত্বশীল হলে নিন্মের জবাব দিতামঃ

জামায়াত শিবির তথা ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশী দেশপ্রেমিক। আমাদের দেশটা বন্ধুরূপী শত্রু রাষ্ট্র ইন্ডিয়া দারা ঘেরা। মুসলিম এই ভূখন্ডের স্বাধীনতা যেন অর্থবহ হয় সেজন্যই আমাদের পূর্বপুরুষেরা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে যুক্ত করেছিল।

ভারতের হুমকি মোকাবেলার উপযুক্ত হলেই কেবল পাকিস্তান থেকে আলাদা হওয়ার স্বপ্নেই তারা এটা করেছিলেন। কারণ, শুধুমাত্র ধর্ম ছাড়া পাকিস্তানীদের সাথে আমাদের আর কোন মিল ছিলনা এখনও নেই।

১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশ সেই স্বক্ষমতা অর্যন করতে পারেনি বলেই শেখ মুজিব স্বাধীনতার আন্দোলন করেননি। করেছেন ৬ দফার আন্দোলন।

৭০এর নির্বাচনে জিতেও স্বাধীনতার ডাক দেননি। আলোচনা করেছেন পাকিস্তানের প্রাধানমন্ত্রীর পদের জন্য।

জামায়াতও শেখ মুজিবের মতই বুঝেছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার ওটা উপযুক্ত সময় নয়।

দেশকে ভারতের গোলামী ও অনৈতিক খবরদারী থেকে বাচাতে, পানির ন্যয্য হিস্যা, বানিজ্য ঘাটতি ও হিন্দি সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিম এই ভূখণ্ডকে বাচানর জন্যই মূলত জামায়ত তথা সকল ইসলামী দল ও ব্যক্তি পাকিস্তানের ঐক্যের পক্ষে ছিল। এমন কি চীন পন্থী কমিউনিস্টরাও। বিশ্বর সমুদয় মুসলিম দেশ গুলোও আমাদের স্বাধীনতার পক্ষে সমর্থন দেয়নি।

এখন প্রশ্ন হল জামায়াত নেতারা যুদ্ধকালিন সময়ে কোন অন্যায় করেছেন কিনা?

উত্তরঃ না।

সরকার এ পর্যন্ত অথেন্টিকভাবে তা প্রমাণ করতে পারেনি। খ্যতিমান কোন মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। এমনকি উল্লেখ করার মত কেউ স্বক্ষী দিতেও আসেনি। এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার পক্ষে যারা স্বাক্ষি দিয়েছে তারা কেউ মুরগী চোর, কেউ কলা কচু চোর নাহয় বৌ ভাবির মামলার সাজাপ্রাপ্ত আসামি।

সাজানো এই বিচার মূলত আমাদের মাথা উঁচু করা মুক্তিযোদ্ধাদেরই আপমান করছে। মানুষ আদালতের বারান্দায় মুক্তিযোদ্ধাদের পরিবর্তে কিছু মুরগী চোর, কলা কচু চোরের পদাচারণা দেখে লজ্জিত হচ্ছে!

জাতির শ্রেষ্ঠ্য আলেমদের অপমান করতে দেখে স্তম্ভিত হয়েছে। নিরবে চোখের পানি ফেলছে। নাটকের কুশীলবদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিচ্ছে। অযুত মানুষের ফরিয়াদ কোনদিন বৃথা যাবেনা। যেতে পারেনা।

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

নিন্মের প্রশ্নের উপরোক্ত জবাবঃ

হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমি নিজের কানে শিবিরের সভাপতির মুখে শুনেছি যে ৭১-এ তারা স্বাধীনতার বিরোধীতা করে মারাত্মক ভুল করেছিল। তাদের ভাষ্যমতে যদি ভুল করে থাকে তাহলে তাদের ভিতর দেশপ্রেম নাই। আর দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা হাদিসে বলা আছে। তাহলে জামাত শিবিরের নেতাকর্মীরা দেশবিরোধী কাজ করে কি রাসুল (স.) কে অপমানিত করলো না? আপনি সুস্থ মস্তিষ্কে জামাতের নেতাদের কিভাবে নির্দোষ দাবি করেন?

বিষয়: রাজনীতি

১৬৫৩ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212876
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০৩
161132
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
212882
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫০
ফেরারী মন লিখেছেন : জামাত শিবির ৭১ এ বিরোধীতা করে পাহাড় উল্টাইছে দেশের। রাজাকারী চেতনা লইয়া জীবনভর কাটাতে হবে সেটা শুনতে খুব ভালো লাগে আপনাদের। নিজেরা তো মরছেনই সেইসাথে ইসলামটারে পচাইছেন আপনারা।
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
161142
আবু জারীর লিখেছেন : তিস্তার পানি কই? দেশী ইলিশের জোড়া ২৪ হাজার টাকা কেন? পদ্মায় চর কেন? স্টেডিয়ামে হিন্দি অনুষ্ঠান কেন? ৭১এ যুদ্ধ হয়েছ ২ সেকুলারের মধ্যে সেখানে ইসলাম পন্থীদের কোন ভুমিকা ছিলনা। জামায়ত ইসলামের ১২টা বাজায়নি। ৫৪টা মুসলিম দেশ সহ আমেরিকা চীন সমর্থন করেনি কেন? শেখ মুজিব এত বড় নেতা হয়েও স্বাধীনতার ঘোষনা দিলনা কেন?
আজ যত দোষ নন্দ ঘোষ।

বিজেপি নেতার স্পষ্ট হুমকির পরেও যারা এখনও জামায়াতকে রাজাকার বলে তাদের মাথায় দোষ আছে।

৭১এ বাংলাদেশের বাল্য বিবাহ হয়েছ। জামায়ত এবং শেখ মুজিব চেয়েছিল মেচিউরিটি।

ধন্যবাদ।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৭
161524
আল সাঈদ লিখেছেন : What do you do for Islam?
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৮
161557
আহমদ মুসা লিখেছেন : জামায়াত যেটা তাৎক্ষণিকভাবে ১৯৭১ সালেই বুঝতে পেরেছিল অদূর ভবিষ্যতে বাংলাদেশের কপালে চরম দূর্গতি ধেয়ে আসছে।
সেটা তৎকালীন বিদেশী ক্রিড়ানকগুলোর বুঝতে সময় লেগেছিল ৪৩ বছর। দেশ আজ মগের মুল্লকে পরিনত হয়েছে। সীমান্তে ফেলানীদের লাশের মিছিল হলেও ক্রিড়নকগুলো এটাকে বলে সীমান্তে কিছুই হচ্ছে না। বাংলাদেশের অবস্থা আজ এমন হয়েছে যে, ইন্ডিয়ার অঙ্গরাজ্যেগুলো যতটুকু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা ভোগ করছে ততটুকু অধিকার আদায়ের কাছাকাছিও যেতে পারছে না বাংলাদেশ।
212883
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫১
জোনাকি লিখেছেন : well said. thanks vaijan.
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
161141
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
212888
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
পুস্পিতা লিখেছেন : হেডিং দেখে তো আমি ভেবেছিলাম নিশ্চয় কোন শিবির সভাপতি এই ধরনের মন্তব্য করেছেন! কোন ধরনের আগাম প্রস্তুতি ও লক্ষ্য ছাড়া স্বাধীনতা বাংলাদেশ ছাড়া আর কোন দেশের এসেছে বলে মনে হয় না। আওয়ামী লীগ প্রধান দল থাকার পরও স্বাধীনতায় তাদের স্পষ্ট ভূমিকা বলতে গেলে নেই। তাই সেই স্বাধীনতা যখন চলেই আসল তখন নানা রকম কল্পকাহিনী তাদেরকে এখনও পর্যন্ত সাজাতে হচ্ছে নিজেদের আমিত্ব জাহির করার জন্য। সেই ধরনের কল্পকাহিনীর সবচেয়ে বড় অংশটি হলো জামায়াত ও জামায়াত নেতাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা।
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৮
161145
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। তারেক রহমান মুখ খুলেছে বলে আওয়ামিলীগের মাথা খারাপ হয়ে গেছে।
ধন্যবাদ।
212891
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:০৯
হতভাগা লিখেছেন : জামায়াত চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকুক এবং এর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে পাকিস্তানীদের ।

বাংলাদেশের আর সবাই চাইছিল পশ্চিমাদের শোষন থেকে বের হয়ে আসতে ।

জামায়াত যদি পাকিস্তানের প্রতি দেশপ্রেম দেখিয়ে হাদিসের সঠিক অনুসরণ করেই থাকে , তাহলে এখন তারা কি করছে ? তারা তো এখন তাদের বিরোধিতার দেশ বাংলাদেশে বসে আছে তাদের প্রেমের দেশ পাকিস্তানে না গিয়ে ?

তাদের এখন কার অবস্থান কি দেশপ্রেমের বিরোধী তথা হাদিসের বরখেলাফ নয় ?
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:২৩
161148
আবু জারীর লিখেছেন : জ্ঞানী মানুষের সহজ সমীকরণ দেখে বিস্মিত হলাম।

জামায়াত বাংলাদেশ ভূখন্ডের প্রেমেই তখনকার ভুমিকা রেখেছিল। এই ভূখন্ডের অখন্ডতা এবং স্বাধীনতা রক্ষায় জামায়াত শিবির তথা ইসলাম প্রিয় প্রতিটি জনতা বদ্ধপরিকর।
ধন্যবাদ।
212893
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
shaidur rahman siddik লিখেছেন : অসাধারণ বিশ্লেষন ভাই॥ খুব ভালো লাগলো।
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:২৪
161149
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
212905
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
egypt12 লিখেছেন : ভালো বলেছেন জারীর ভাই Happy
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
161150
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
212910
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
নীল জোছনা লিখেছেন : যা করছেন করছেনই এখন দেশ ও জাতির হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে দেশে বসবাস করুন। নইলে সব জামাত শিবির তালেবানদের ফাঁসিতে ঝুলিয়ে দেশকে রাজাকার মুক্ত করা হবে কিন্তু। ৪৩ বছর গেছে আপনাদের অনেক বাড় বেড়েছে। কিছু বলছি না দেখে ভেবে নিয়েন না কয়দিন পর আপনাদের জামাই আদর করা হবে।
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
161155
আবু জারীর লিখেছেন : কয়দিন পর বরং আপনারাই আমাদের পিছনে কাতার বন্ধী হবেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য। একটু চোখ মেলে দেখুন কান খুলে শুনুন আপনাদের বন্ধুরা কি বলছে? কি করছে? জাতি মুক্তি চায়। মুক্তি দূত হিসেবে আমাদের চায়। উপজেলায় কি তা প্রমাণীত হয়নি?
ধন্যবাদ।
212917
২৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
মোবারক লিখেছেন : সরকার এ পর্যন্ত অথেন্টিকভাবে তা প্রমাণ করতে পারেনি। খ্যতিমান কোন মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। এমনকি উল্লেখ করার মত কেউ স্বক্ষী দিতেও আসেনি। এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার পক্ষে যারা স্বাক্ষি দিয়েছে তারা কেউ মুরগী চোর, কেউ কলা কচু চোর নাহয় বৌ ভাবির মামলার সাজাপ্রাপ্ত আসামি।
ভালো লাগলো
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
161159
আবু জারীর লিখেছেন : চেতনাবাজ সরকার মুক্তিযোদ্ধাদের এভাবে অপমান না করলেই বরং ভালো হত।
ধন্যবাদ।
১০
212929
২৪ এপ্রিল ২০১৪ রাত ১১:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাময়াতের তখনকার লক্ষ্য ছিল ভুখন্ড রক্ষা করা সেটা ঈমানী দায়িত্ব ছিল।
এখন বিচার বিচার নাটক মঞ্চস্থ করে কদু চুর আর বউ পেটানোর মামলায় আসামীদের এনে টাকার বিনিময়ে সাক্ষীর মাধ্যমে ফিল্ম করা যায় বিচার করা যায় না।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
161179
আবু জারীর লিখেছেন : জামায়াত নেতাদের বিচারের নামে কলা কচু চোরদের মুক্তিযোদ্ধা সাজিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।
১১
212946
২৫ এপ্রিল ২০১৪ রাত ১২:২৭
__সীমান্ত ঈগল__ লিখেছেন : জাতি হয়তো বুঝবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে...........
২৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
161180
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।
ধন্যবাদ।
১২
212962
২৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৯
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ আবু জারির ভাই, আপনার থেকে এমন পোস্ট ই সব সময় কাম্য।
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
161245
আবু জারীর লিখেছেন : দোয়া চাই ইবনে হাসেম ভাই। আল্লাহ যেন লেখার যোগ্যতা এবং অফুরন্ত সময় দান করেন। আমিন।
ধন্যবাদ।
১৩
212966
২৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
161246
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ ভাই।
১৪
212972
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৪
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : অতিতের অপকর্মের জন্য জাতির কাছে করজোড় ক্ষমা চান। জাতি ক্ষমা করে দিলে আপনাদের কপাল ভাল। তা না হলে পঁচনশীল ইসলামের গোদের ভাঁড় হয়েই থাকতে হবে, যেমনটি আছেন জন্মের ৭০ বছর।
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
161248
আবু জারীর লিখেছেন : ইসলাম পচনশীল না বরং চিরন্তুন সত্য এক সভ্যতার নাম। পাপ করলে মাফ চাইতে হয়। স্বচ্ছ বিচার করা হোক। ন্যায় বিচারে ডরেনা মুমিন।

বিচারের নামে কলা কচু চোরদের দারা দেশের স্বাধীনতার দুই রক্ষাকব্জ মাক্তিযোদ্ধা ও আলেম সমাজের এমন অপমান কাম্য নয়। বুঝেছেন নানী।
আপনাকে কোনদিন সামনে পেলে এমন ঝগড়া করমু যে জীবনের তরে সিধা হয়ে যাবেন।
১৫
213164
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫০
161349
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৬
213232
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫০
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : আপনার হেডিং দেখে তো হার্ট অ্যাটাক করতে গেছিলাম । ধন্যবাদ ।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৫
161421
আবু জারীর লিখেছেন : ধিরে বন্ধু ধিরে। এত তারা তারি হার্ট এয়াটাক হলে কেমনে হবে? ধন্যবাদ।
১৭
213352
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৩
আল সাঈদ লিখেছেন : চরম বাস্তব বিশ্লেষণ। খুবই ভালো লাগলো

নানী উপাধীটা খুব ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
161543
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন আল সাঈদ ভাই।
১৮
213368
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৮
ডাঃ নোমান লিখেছেন : ইতিহাস থেকে মানুষ অনুপ্রেরণা নেয় আর আমরা ইতিহাস থেকে খুঁজে বেড়াই কাকে কিভাবে সাইজ করতে হবে। সেলুকাস
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩২
161546
আবু জারীর লিখেছেন : দুনিয়া যখন নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে এগিয়ে চলছে আমরা তখন বিরোধ সৃষ্টি করে জাতিকে শতধা বিভক্ত করে শ্ত্রুদের সুযোগ করে দিচ্ছে!
ধন্যবাদ।
১৯
213403
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সম্ভবত আওয়ামী লীগের নাম নিশানা থাকবে যতদিন তারা অবৈধভাবে ক্ষমতা থাকতে পারে ততদিন। কোন রকমে ক্ষমতা থেকে বিতাড়ণ করতে পারলে হয়তো দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুর্ণজন্ম দিতে কেউ এগিয়ে আসবে না। কারণ জেনারেল জিয়াউর রহমান সাহেব মৃতপ্রায় আওয়ামী লীগকে একবার রাজনীতি করার সুযোগ দিয়ে নিজের এবং দেশের যে পরিমাণ ক্ষতি ডেকে এনেছিলেন তা দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। জামাতী ও ইসলামওলাদের ভাষায় যদি বলতে হয় তবে বলতে পারি যে "কোন মু'মিন একই ভূল দ্বিতীয়বার করে না"। মজার বিষয় হচ্ছে ইসলামওয়ালাদের পক্ষ থেকে কাউকে উৎখাত করতে কোনদিন এগিয়ে আসলো না। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। অতীতে যে কয়েকটা উৎখাত অভিযান বাংলাদেশে ঘটেছিল তাতে জামাতীদের অথবা অন্য কোন সাম্প্রদায়িক গোষ্টীর কোন ভূমিকা দেখলো না জাতি। যারা উৎখাতকারী তাদের মিশন ও ভিশন পরিস্কার না হওয়ার কারণে জাতি সঠিক পথে পরিচালিত হতে পারেনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File