আমি নিজের কানে শিবিরের সভাপতির মুখে শুনেছি যে ৭১-এ তারা স্বাধীনতার বিরোধীতা করে মারাত্মক ভুল করেছিল।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ এপ্রিল, ২০১৪, ০৯:১৮:৩৭ রাত
আপনি শিবির সভাপ্তির মুখে কি শুনেছেন আর কি শুনেননি তা নিয়ে আমি বিতর্কে যাবনা। আমি ধরে নিলাম আপনি শুনেছেন। আমি শিবিরের দায়িত্বশীল হলে নিন্মের জবাব দিতামঃ
জামায়াত শিবির তথা ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশী দেশপ্রেমিক। আমাদের দেশটা বন্ধুরূপী শত্রু রাষ্ট্র ইন্ডিয়া দারা ঘেরা। মুসলিম এই ভূখন্ডের স্বাধীনতা যেন অর্থবহ হয় সেজন্যই আমাদের পূর্বপুরুষেরা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে যুক্ত করেছিল।
ভারতের হুমকি মোকাবেলার উপযুক্ত হলেই কেবল পাকিস্তান থেকে আলাদা হওয়ার স্বপ্নেই তারা এটা করেছিলেন। কারণ, শুধুমাত্র ধর্ম ছাড়া পাকিস্তানীদের সাথে আমাদের আর কোন মিল ছিলনা এখনও নেই।
১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশ সেই স্বক্ষমতা অর্যন করতে পারেনি বলেই শেখ মুজিব স্বাধীনতার আন্দোলন করেননি। করেছেন ৬ দফার আন্দোলন।
৭০এর নির্বাচনে জিতেও স্বাধীনতার ডাক দেননি। আলোচনা করেছেন পাকিস্তানের প্রাধানমন্ত্রীর পদের জন্য।
জামায়াতও শেখ মুজিবের মতই বুঝেছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার ওটা উপযুক্ত সময় নয়।
দেশকে ভারতের গোলামী ও অনৈতিক খবরদারী থেকে বাচাতে, পানির ন্যয্য হিস্যা, বানিজ্য ঘাটতি ও হিন্দি সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিম এই ভূখণ্ডকে বাচানর জন্যই মূলত জামায়ত তথা সকল ইসলামী দল ও ব্যক্তি পাকিস্তানের ঐক্যের পক্ষে ছিল। এমন কি চীন পন্থী কমিউনিস্টরাও। বিশ্বর সমুদয় মুসলিম দেশ গুলোও আমাদের স্বাধীনতার পক্ষে সমর্থন দেয়নি।
এখন প্রশ্ন হল জামায়াত নেতারা যুদ্ধকালিন সময়ে কোন অন্যায় করেছেন কিনা?
উত্তরঃ না।
সরকার এ পর্যন্ত অথেন্টিকভাবে তা প্রমাণ করতে পারেনি। খ্যতিমান কোন মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। এমনকি উল্লেখ করার মত কেউ স্বক্ষী দিতেও আসেনি। এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার পক্ষে যারা স্বাক্ষি দিয়েছে তারা কেউ মুরগী চোর, কেউ কলা কচু চোর নাহয় বৌ ভাবির মামলার সাজাপ্রাপ্ত আসামি।
সাজানো এই বিচার মূলত আমাদের মাথা উঁচু করা মুক্তিযোদ্ধাদেরই আপমান করছে। মানুষ আদালতের বারান্দায় মুক্তিযোদ্ধাদের পরিবর্তে কিছু মুরগী চোর, কলা কচু চোরের পদাচারণা দেখে লজ্জিত হচ্ছে!
জাতির শ্রেষ্ঠ্য আলেমদের অপমান করতে দেখে স্তম্ভিত হয়েছে। নিরবে চোখের পানি ফেলছে। নাটকের কুশীলবদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিচ্ছে। অযুত মানুষের ফরিয়াদ কোনদিন বৃথা যাবেনা। যেতে পারেনা।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
নিন্মের প্রশ্নের উপরোক্ত জবাবঃ
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমি নিজের কানে শিবিরের সভাপতির মুখে শুনেছি যে ৭১-এ তারা স্বাধীনতার বিরোধীতা করে মারাত্মক ভুল করেছিল। তাদের ভাষ্যমতে যদি ভুল করে থাকে তাহলে তাদের ভিতর দেশপ্রেম নাই। আর দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা হাদিসে বলা আছে। তাহলে জামাত শিবিরের নেতাকর্মীরা দেশবিরোধী কাজ করে কি রাসুল (স.) কে অপমানিত করলো না? আপনি সুস্থ মস্তিষ্কে জামাতের নেতাদের কিভাবে নির্দোষ দাবি করেন?
বিষয়: রাজনীতি
১৬৪৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ যত দোষ নন্দ ঘোষ।
বিজেপি নেতার স্পষ্ট হুমকির পরেও যারা এখনও জামায়াতকে রাজাকার বলে তাদের মাথায় দোষ আছে।
৭১এ বাংলাদেশের বাল্য বিবাহ হয়েছ। জামায়ত এবং শেখ মুজিব চেয়েছিল মেচিউরিটি।
ধন্যবাদ।
সেটা তৎকালীন বিদেশী ক্রিড়ানকগুলোর বুঝতে সময় লেগেছিল ৪৩ বছর। দেশ আজ মগের মুল্লকে পরিনত হয়েছে। সীমান্তে ফেলানীদের লাশের মিছিল হলেও ক্রিড়নকগুলো এটাকে বলে সীমান্তে কিছুই হচ্ছে না। বাংলাদেশের অবস্থা আজ এমন হয়েছে যে, ইন্ডিয়ার অঙ্গরাজ্যেগুলো যতটুকু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা ভোগ করছে ততটুকু অধিকার আদায়ের কাছাকাছিও যেতে পারছে না বাংলাদেশ।
ধন্যবাদ।
বাংলাদেশের আর সবাই চাইছিল পশ্চিমাদের শোষন থেকে বের হয়ে আসতে ।
জামায়াত যদি পাকিস্তানের প্রতি দেশপ্রেম দেখিয়ে হাদিসের সঠিক অনুসরণ করেই থাকে , তাহলে এখন তারা কি করছে ? তারা তো এখন তাদের বিরোধিতার দেশ বাংলাদেশে বসে আছে তাদের প্রেমের দেশ পাকিস্তানে না গিয়ে ?
তাদের এখন কার অবস্থান কি দেশপ্রেমের বিরোধী তথা হাদিসের বরখেলাফ নয় ?
জামায়াত বাংলাদেশ ভূখন্ডের প্রেমেই তখনকার ভুমিকা রেখেছিল। এই ভূখন্ডের অখন্ডতা এবং স্বাধীনতা রক্ষায় জামায়াত শিবির তথা ইসলাম প্রিয় প্রতিটি জনতা বদ্ধপরিকর।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ভালো লাগলো
ধন্যবাদ।
এখন বিচার বিচার নাটক মঞ্চস্থ করে কদু চুর আর বউ পেটানোর মামলায় আসামীদের এনে টাকার বিনিময়ে সাক্ষীর মাধ্যমে ফিল্ম করা যায় বিচার করা যায় না।
ধন্যবাদ।
ধন্যবাদ।
বিচারের নামে কলা কচু চোরদের দারা দেশের স্বাধীনতার দুই রক্ষাকব্জ মাক্তিযোদ্ধা ও আলেম সমাজের এমন অপমান কাম্য নয়। বুঝেছেন নানী।
আপনাকে কোনদিন সামনে পেলে এমন ঝগড়া করমু যে জীবনের তরে সিধা হয়ে যাবেন।
নানী উপাধীটা খুব ভালো লাগলো
ভালো থাকুন আল সাঈদ ভাই।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন