বাংলার জমি

লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৩৮:১০ সকাল

বিজেপির চাই বাংলার জমি

কংগ্রেসের চাই পানি

বাংলা মায়ের দালাল সন্তান

বাকশালীরা জানি।

মক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধার

কথা বলে বলে

বাংলার আযাদী বিকিয়ে দিচ্ছে

বাকশালীরা তলে তলে!

দালাল দেখেছ দামাল দেখনি

ভুলে গেছকি বখতিয়ারের কথা

গো বতসরা খেপিওনা

গো খোড়দের আযথা।

বিষয়: সাহিত্য

১২৬৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211028
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বাংলা হবে আফগান?
২১ এপ্রিল ২০১৪ সকাল ১০:১০
159465
আওণ রাহ'বার লিখেছেন : চেতনাবাদী ইন্ডিয়ার পা চাটা গোলাম।
এখন কোথায় আপনার প্রতিবাদ কোথায় আপনার বিবৃতি ।
আপনার মত দেশদ্রোহিদের দেশ থেকে বিতারিত করা উচিৎ।
যারা দেশের খেয়ে বাংলাদেশকে ভারতের হাতে দেয়ার জন্য এরকম আজগুবী পোষ্ট বহির্ভূত মন্তব্য করে তার চেহারায় থু থু দিলাম।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
159507
আবু জারীর লিখেছেন : নো নেভার। আপনাদের সে আশা পূরণ হবেনা।

বাংলা হবে বাকশাল মুক্ত সোনার বাংলাদেশ।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
159508
আবু জারীর লিখেছেন : নো নেভার। আপনাদের সে আশা পূরণ হবেনা।

বাংলা হবে বাকশাল মুক্ত সোনার বাংলাদেশ।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৭
159522
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : জন্মের ১৪০০ বছরে ১.৫ বিলিয়ন মুসলিম উইপোকা জন্ম দেয়া ছাড়া আপনাদের আর কোন আশাটা পুরন করেছেন আপনাদের আল্লা?
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৪
159587
আবু জারীর লিখেছেন : আপনিি অমুসলিম হলে ভিন্ন কথা কিন্ত মুসলিম হলে আপনার দাদা নানাও একই কাজ করেছে বলে আপনি আজ নেটে।
211029
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৩
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2014/04/21/241818

প্রধান ও কোরেশী মামাও কাউন্টার দিতেছে ভালই
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
159509
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
211030
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৮
egypt12 লিখেছেন : গো বতসরা খেপিওনা

গো খোড়দের আযথা। Thumbs Up Thumbs Up
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
159511
আবু জারীর লিখেছেন : গো'বতসদের বুঝে শুনে কথা বলা উচিৎ।
211038
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৮
জুমানা লিখেছেন : চেতনার তালে পইরা সরকার গেছে দালাদ হইয়া।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
159512
আবু জারীর লিখেছেন : না। বরং দালালীকে চেতনা দিয়ে ঢেকে রাখতে চেয়েছিল কিন্তু বিজেপি নেতা চেতনার সে আবরণ হরণ করে নিয়েছে।
211059
২১ এপ্রিল ২০১৪ সকাল ১০:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তা ব্যাটা চাইবি যখন পুরো বাংলাদেশটাই চাইতি, এক তৃতীয়াংশ চাইলি ক্যান? আধ্ধেক ডিম খাওয়ার অভ্যাসটা গেলনা আর!
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
159513
আবু জারীর লিখেছেন : গো-সাবক বলে কথা।
211070
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
159516
আবু জারীর লিখেছেন : বাংলার দামাল ছেলেরা খেপেছে।
211072
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
সিটিজি৪বিডি লিখেছেন : সখী চেতনা কাহারে বলে..সখী বাকশাল কাহারে বলে..
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
159518
আবু জারীর লিখেছেন : চেতনা দিয়ে বাকশাল ঢাকার ব্যার্থ চেষ্টা।
211097
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৭
আব্দুল গাফফার লিখেছেন : কি দেখার কথা দেখছি , কি শুনার কথা শুনছি
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
159520
আবু জারীর লিখেছেন : চেতনার আবরণে বাকশালের প্রেতাত্মা দেখছি।
211128
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৪
প্রবাসী আশরাফ লিখেছেন : আশ্চার্য হই যখন দেখি আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দূর্বল যে এহেন দাম্ভিক উক্তির বিন্দু মাত্র প্রতিবাদ এখনো করে নাই। কোথায় তাদের দেশপ্রেম?
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
159683
আবু জারীর লিখেছেন : বাকশালীদের দেশ প্রেম চেতনায় ঢেকে গেছে।
১০
211140
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৮
ফখরুল লিখেছেন : কোথায় তথাকথিত চেতনাবাজ গুলো??? আজকে তাদের চেতনা খাড়ায় না কেন??
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
159686
আবু জারীর লিখেছেন : চেতনা বাজদের চেতনা জাগ্রত করার জন্য চোতরা পাতার মাজন দিতে হবে মনে হচ্ছে।
১১
211256
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
ভিশু লিখেছেন : ভারত-সরকারের চেয়েও বেশি ভারতীয় সরকারের কবলে পড়েছে বাংলাদেশ!
২১ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৬
159834
আবু জারীর লিখেছেন : ভারতীয় সরকার ভারত সরকারকে যে দাসখত দিয়েছে সেজন্য একদিন তাদেরি পস্তাতে হবে।
১২
211322
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বন্ধুর কাছে বন্ধুর চাওয়া যে বন্ধু চাহিবার আগেই দিয়ে দেয় তার কাছে চাইলে দুষ কি ?
২১ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
159835
আবু জারীর লিখেছেন : বন্ধু দেখলেন কোথায়? আমিতো রক্ষিতার কাছে রক্ষকের দাবীর গন্ধ পাচ্ছি।
১৩
211548
২২ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন :
ওরা বাংলার দালাল দেখেছে
দামাল সন্তান দেখেনি।
ড.তুহিন মালিকের এই একটি কথাই যথেষ্ট।
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
160296
আবু জারীর লিখেছেন : তুহীন মালিককে লাল গোলাপ শুভেচ্ছা।
১৪
212491
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৭
ইবনে হাসেম লিখেছেন : আজ যদি পাকিস্তানী কোন নেতা এমন দাবী করতো তাহলে ওদের চেতনার পাছায় আগুন লেগেে যেতো, পাক হাই কমিশন ঘেরাও, ওদরে বহিষ্কার দাবী ইত্যাদির সাথে সাথে জামায়াত শিবিরকেও নুতন নুতন নির্যাতনের মুখোমুখি হতে হোত। শাহবাগের প্রজম্মও নূতন করে জেগে উঠতো....
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৯
160805
আবু জারীর লিখেছেন : শিষ্টাচার বহির্ভূত এমন বাজে কথা কারও বলা উচিৎ না। পাকিস্তান এমন কথা বললে চেতনা বাজরা রীতিমত যুদ্ধ ঘোষণা করত। ভারতীয় মৌলবাদী নেতার এমন উদ্ভট দাবীর পরেও চেনাবাজরা যেহেতু নিরব সেহেতু প্রমাণীত হল আসলে ওরা চেতনার নামে ভারতীয় মৌলবাদীদের পাচাটা কুকুর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File