বিয়ে করবে আশরাফ দাদা
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ এপ্রিল, ২০১৪, ০১:১৯:৫১ দুপুর
বিয়ে করবে আশরাফ দাদা
দাদী কোথায় পাই
তার জন্য এই জগতে কি
একটা দাদীও নাই?
দাদী আছে মায়ের কাছে
খবর নেয়া চাই
সেই জন্য ঘটক পাখি
কোথায় বল পাই?
দাদীরা কি কেউ আওয়জ দিবেন
দাদার দিকে চাইয়া
আশরাফ দাদা প্রেমিক পুরুষ
ভাটি গাঙের নাইয়া।
লেখা পড়ায় উচ্চ ডিগ্রী
চাকরী খানও ভালো
আছেন নাকি কোন দাদী
জ্বালবেন একটু আলো?
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটক দাদার হাত ধরে
বিয়ে এবার হবেই হবে
দেখি কোন রমনী হ্যাঁ করে।
ওরে দেহি ডিজিটাল যুগ আইয়া গেছে
বিয়া করতাম চাই
কে আগে কে পিছে জানিনা
বউ একখান চাই।
মিলেনাকো কোন দেবদাসী।
সেই রকম কাহারো লাগিয়া কি,
আমাদের আশরাফ ভাই প্রবাসী।
তাহার একাকীত্ব ঘোচাতে ,সবাই নেমেছি কোমর বেধে।
যেখানে গিয়েছি, ফিরে-ই এসেছি, তার প্রবাসটা বাধ-সাধে।
কি করবো,পাখি ভাই busy, কাজি ভাইও busy
তবে দুজনেই সমাধান দিলেন, এরশাদ গুরুজী।
দিন কয়েক অপেক্ষার পর মিলিল appointment,
ফ্রি ছিলেন গুরুজী সেদিন, ছিলনা কোন ডেট।
সব শুনে গুরুজি, উঠিলেন হাসিয়া,
এক যায়গাতেই আমি গিয়াছি হারিয়া।
তোমরা সবে, জলদি যাও এখন,
হয়তো জাগিবে সেই নারীর মন।
সে নারী এখনো একা, নিঃস্ব , দিশেহারা,
সকলের সুপরিচিত তিনি, আমাদের প্রিয়......।
আশরাফ ভাই, যদি রাজী থাকেন,
ছুটি নিয়া দেশে আসেন।
টু,ডে ব্লগের সবাই মিলে,
অনুষ্ঠান করবো হাতির ঝিলে।
আরে ভাই কি লিখলেন
কবিতার ছন্দে -
চিত্ত নাচে আনন্দে
তাকধিনা-ধিন ধিন...
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
নদে এলো বান
বুড়ো দাদার বিয়ে হলো
তিন কণ্যে দান
এক কণ্যে রাধেন বাড়েন
এক কণ্যে খান
এক কণ্যে না খেয়েই
বাপের বাড়ি যান।
সেই দাদী ইয়াবড়-বিড়াল ছানা পুষতো
দাদা সাদে নতুন সুর মুটকি দাদীর লাগি
মুটকি দাদি অবশেষে চইলা গেলো ভাগি!
দাদি এখন মহাষ্টার ছড়া ছন্দের গল্পকার
কিন্তু দাদি দিনে দিনে হইতে আছেন বৃত্তাকার,,
আশরাফ ভাই এমন বিয়া করবেন যেনো ঘরে বাত্তি লাগান না লাগে....,তবে খেয়াল রাখবেন যেন না ভাগে।(ফান করার জন্য আমাকে ক্ষমিবেন নিজণুনে ধন্যবাদ) পিলাচ
মান্নান ভাই ফান জগতের রাজা মহা রাজা।
বিয়েতে তার জুড়ি চাই
মন্তব্য করতে লগইন করুন