গৃহস্বামী নাচের ডামি
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ মার্চ, ২০১৪, ০২:৫৬:৪৭ দুপুর
গৃহস্বামী নাচের ডামি
নাচে হেলে দুলে
বৌ বাচ্চার মায়ায় পরে
প্রভূকে যায় ভুলে!
বৌর চাই সাড়ি চুড়ি
স্বর্নে অলঙ্কার
বাচ্চাদের চাই বাড়ি গাড়ি
দামি ফার্নিচার।
প্রতিদিনই খরচ বাড়ে
বাড়ে নাকো আয়
সাধের সাথে সাদ্ধ মিলাতে
স্বামী খাবি খায়।
হালাল হারম বাছে যারা
তাদের বিপদ বেশী
মুখ তুলে তাকায়ও না
কোন বন্ধু প্রতিবেশী!
সাধ্যের মধ্যে থাক বা না থাক
প্রেস্টিজ রাখা চাই
আয়ের চেয়ে বেশী ব্যয়ের
আছে কি উপায়?
পার টাইম ওভার টাইমে
ব্যস্ত সারাক্ষন
দাওয়াতি কাজের সময় মোটেও
পায়না এখন!
এত কিছুর পরেও সবার
যায়না পাওয়া মন
এরই মাঝে হঠাত’ একদিন
এসে যায় মরণ।
বৌ কান্দে ঝী কান্দে
না পাওয়ার বেদনায়
পুত্র শোকে কান্দে শুধু
গৃহস্বামীর মায়।
বিষয়: সাহিত্য
১৩০০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেস্টিজ রাখা চাই
আয়ের চেয়ে বেশী ব্যয়ের
আছে কি উপায়? ভালো লাগলো
সুন্দর কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
আমাদের আয়ের বেশিরভাগটাই এখন শুধু প্রদর্শনির জন্য খরচ হয়।
তবু কবি খুশি,যদি আল্লাহ থাকে রাজি
যাজ্জাকাল্লাহ খায়ের
ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
বৌ কান্দে ঝী কান্দে
না পাওয়ার বেদনায়
পুত্র শোকে কান্দে শুধু
গৃহস্বামীর মায়।
ধন্যবাদ হে কবি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
জয় বাংলা বলে আগে বাড়েন।
জীবন সার্থক হবে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন