গৃহস্বামী নাচের ডামি

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ মার্চ, ২০১৪, ০২:৫৬:৪৭ দুপুর

গৃহস্বামী নাচের ডামি

নাচে হেলে দুলে

বৌ বাচ্চার মায়ায় পরে

প্রভূকে যায় ভুলে!

বৌর চাই সাড়ি চুড়ি

স্বর্নে অলঙ্কার

বাচ্চাদের চাই বাড়ি গাড়ি

দামি ফার্নিচার।

প্রতিদিনই খরচ বাড়ে

বাড়ে নাকো আয়

সাধের সাথে সাদ্ধ মিলাতে

স্বামী খাবি খায়।

হালাল হারম বাছে যারা

তাদের বিপদ বেশী

মুখ তুলে তাকায়ও না

কোন বন্ধু প্রতিবেশী!

সাধ্যের মধ্যে থাক বা না থাক

প্রেস্টিজ রাখা চাই

আয়ের চেয়ে বেশী ব্যয়ের

আছে কি উপায়?

পার টাইম ওভার টাইমে

ব্যস্ত সারাক্ষন

দাওয়াতি কাজের সময় মোটেও

পায়না এখন!

এত কিছুর পরেও সবার

যায়না পাওয়া মন

এরই মাঝে হঠাত’ একদিন

এসে যায় মরণ।

বৌ কান্দে ঝী কান্দে

না পাওয়ার বেদনায়

পুত্র শোকে কান্দে শুধু

গৃহস্বামীর মায়।

বিষয়: সাহিত্য

১৩০০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197067
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
147145
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
197068
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
মোবারক লিখেছেন : সাধ্যের মধ্যে থাক বা না থাক

প্রেস্টিজ রাখা চাই

আয়ের চেয়ে বেশী ব্যয়ের

আছে কি উপায়? ভালো লাগলো
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১০
147144
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
197070
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১০
147143
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
197081
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% সঠিক!!
সুন্দর কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
আমাদের আয়ের বেশিরভাগটাই এখন শুধু প্রদর্শনির জন্য খরচ হয়।
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
147151
আবু জারীর লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
197093
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
জেদ্দাবাসী লিখেছেন : মুখ তুলে না তাকাক বন্ধু প্রতিবেশী
তবু কবি খুশি,যদি আল্লাহ থাকে রাজি

যাজ্জাকাল্লাহ খায়ের



২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
147184
আবু জারীর লিখেছেন : আল্লাহকে খুশি করাই কবির আসল উদ্দেশ্য।
ধন্যবাদ।
197130
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০০
ইবনে আহমাদ লিখেছেন : আবু জারীর আর প্রবাসী মজুমদারকে নিয়ে একটি কবিতার আসর করা যেতে পারে। দুজনই যখন লিখেন তখন ভালই লিখেন। কিন্তু মাঝে মাঝে তাদেরকে হারিয়ে ফেলি। কবিতা বুঝিনা তবে অন্যের মত বলতে পারি ভাল হচ্ছে।
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
147223
আবু জারীর লিখেছেন : তা যা বলেছেন। জেদ্দায় থাকলে অবশ্যই আসর করতাম।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
197142
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : বড় অনুভুতির কবিত। হৃদয় ছোয়া কবিতা।

বৌ কান্দে ঝী কান্দে
না পাওয়ার বেদনায়
পুত্র শোকে কান্দে শুধু
গৃহস্বামীর মায়।


ধন্যবাদ হে কবি।
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
147224
আবু জারীর লিখেছেন : উৎসাহিত হলাম।
ধন্যবাদ।
197158
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : আজকাল অনেকে রাতারাতি বড় লোক হবার আশায় হালাল-হারাম বিচার না করেই টাকা ইনকাম করে চলেছে।
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
147225
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।
197172
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখা। ভাল লাগলো। ধন্যবাদ কবি।
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
147226
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
197208
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম । পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
147230
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১১
197281
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ইদানিং সময় কি পাচ্ছেন না।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১২
147533
আবু জারীর লিখেছেন : খুবই কম,
ধন্যবাদ।
১২
197345
২৪ মার্চ ২০১৪ রাত ১১:১৮
ইক্লিপ্স লিখেছেন : আবু জারীর ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। লেখাটা খুব ভালো লেগেছে।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
147536
আবু জারীর লিখেছেন : আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি এবং তিনি মানে আপনারা কেমন আছেন?
২৫ মার্চ ২০১৪ রাত ১১:০৮
147930
ইক্লিপ্স লিখেছেন : আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তিনি আবার কে!!! Surprised Surprised Surprised
১৩
197467
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৩২
আয়নাশাহ লিখেছেন :
জয় বাংলা বলে আগে বাড়েন।
জীবন সার্থক হবে।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
147537
আবু জারীর লিখেছেন : ভালনা ছাই, জীবন ছাড়খাড় হওয়ার একমাত্র পথ হল জয়বাংলা।
১৪
197672
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
egypt12 লিখেছেন : সবাই এখন দুনিয়া নিয়ে ব্যস্ত তাই এমন হচ্ছে আরও হবে
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৩
148114
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।
১৫
198070
২৬ মার্চ ২০১৪ রাত ০৩:৩৯
ভিশু লিখেছেন : খুব অল্প কথায় সুন্দর করে তুলে ধরলেন একজন গৃহস্বামীর জীবন! ভালো লাগ্লো!
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৪
148115
আবু জারীর লিখেছেন : অভিজ্ঞতা ভাই।
ধন্যবাদ।
১৬
211223
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৯
কুশপুতুল লিখেছেন : আসসালামুআলাইকুম। পরসমাচার এই যে...
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
159678
আবু জারীর লিখেছেন : গৃহস্বামীর কোন খবর?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File