অমর'২১
লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৪:২৯ সকাল
আমার ভাইয়ের রক্তে
রাঙান একুশে ফেব্রুয়ারী
শহীদ দিবস হচ্ছে পালন
টুডে ব্লগের বাড়ি।
শিশু কিশোর যুবক বুড়
আসছে সকলে
প্রভাত ফেরীতে যাই চল যাই
সব বিডিরা মিলে।
নগ্ন পায়ে ফুল ছিটাতে
বিডিরা সব রেডি
মডু ভাইয়েরা আসেনিতো
হচ্ছে তাদের দেরি।
মডু ভাইয়েরা
মডারেশন এখানেও চালাচ্ছে
এই গ্রুপে মুসলমান
কে কে বল আছে?
উলকি আঁকা ফুল চড়ান
নয়ত, মুসল মানের কাজ
তার চেয়ে চল দোয়া করি
শহীদদের জন্য আজ।
অমুসলিম যত বিডি আছ
আজকের অনুষ্ঠানে
নিজ রীতিতে কর পালন
আপন আপন মনে।
ফূল চড়ালে আল্পনা আঁকলে
শহীদের কি লাভ
দোয়া দুরুদে কমতে পারে
গোরেরও আজাব।
মুডু ভাইয়ের মডারেশনে
বিডিরা সব প্রেশান
৬০ বছরের রীতি রেওয়াজ
যাবে কি বদলান?
বদলে দাও বদলে যাও
এই যদি হয় গান
চেষ্টা করেই দেখিনা
যায় নাকি বদলান।
বিষয়: সাহিত্য
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন