কুত্তার গায়ে জাতীয় পতাকা!!

লিখেছেন লিখেছেন আবু জারীর ২০ মার্চ, ২০১৪, ০১:০২:১১ দুপুর

কুত্তার গায়ে পতাকা জড়ায়

কোন সে কুত্তি

সেই কুত্তিদের দেশ প্রেম নিয়ে

আছে আপত্তি।

অসাম্প্রদায়িকতার বুলি আওড়ায়

আসলে সাম্প্রদায়িক

বেহায়া কুত্তির জন্ম পরিচয়ের

আছে নাকি ঠিক?

কুত্তার ঘরে কুত্তির জন্ম

কুত্তার সাথে সংসার

মানুষ রূপী কুত্তা কুত্তি থেকে

করছি খবরদার।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195144
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
ভিশু লিখেছেন : সগোত্রীয় ভেবে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে কথা প্রাণীধিকার-বিরোধীও বলা হতে পারে...Don't Tell Anyone Worried
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
145766
আবু জারীর লিখেছেন : হাজার কথার এক কথা।
195152
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৭
গেরিলা লিখেছেন : ছবিটা দেন
২১ মার্চ ২০১৪ রাত ০১:০০
145767
আবু জারীর লিখেছেন : ডাইরেক্ট হীট করা থেকে বিরত রইলাম।
195175
২০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : যে আই কাজটা করসে ওরে পাইলে.....
২১ মার্চ ২০১৪ রাত ০১:০০
145768
আবু জারীর লিখেছেন : ওরে একদিন পাগলা কুত্তায় কামড়াবে।
195199
২০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ । ভালোবাসা থাকলে কুত্তা কেন আরো নীচু জাতের গায়েও পতাকা দেয়া যায়।
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৩
145769
আবু জারীর লিখেছেন : অনেকেতো ভিন্ন প্রণীকে জীবসাথীও বানায়।
195224
২০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : কুত্তার নয়টি গুন আছে, তার পাচটি গুন গ্রহণ করলে মানুষ আল্লাহর ওলী হয়ে যায়। চারটি গুণ গ্রহণ করলে সে আর মানুষ থাকেনা, অমানুষ তো হয়ই। সেই মানুষ শয়তানের খ্যাতি, যোগ্যতা ও দক্ষতা পেরিয়ে যায়। তখন শয়তানও লজ্জিত হয় মানুষের এত কর্মক্ষমতা দেখে। ধন্যবাদ
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৫
145772
আবু জারীর লিখেছেন : চেতনাজীবিরা ৪টি শয়তানি গুণ অর্জনের আপ্রাণ চেষ্টায় রত।
ধন্যবাদ।
195232
২০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশটা কি শুধু মানুষের ? এদেশটা কি অন্যান্য পশুপাখিরও না ?
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৭
145774
আবু জারীর লিখেছেন : প্রণীটা যদি নিজেই পতাকাটা গায়ে জড়াত তাইলে ওটাকে নিয়ে গর্ব করতাম।
195244
২০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৪
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে বলা হয় চেতনা ধারী আর এই চেতনা ধারীদেরই একজন এমন কাম করেছে তাতে কি এমন জাত গিয়াছে ?
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৮
145776
আবু জারীর লিখেছেন : চেতনার ধড়িবাজরা পশুকেও লজ্জায় ফেলছে!!
195271
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : কুত্তি।
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৯
145777
আবু জারীর লিখেছেন : বরং তার চয়েও নিকৃষ্ট।
195408
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৪৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের পক্ষের মানুষ কিছু করলে কোন সমস্যা নাই।
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৯
145778
আবু জারীর লিখেছেন : মুক্তিযুদ্ধের ভূয়া ঠিকাদার।
১০
196144
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৯
egypt12 লিখেছেন : ভাই ওদের পেয়ারা ভারতের পতাকা দামি...আমাদের বাংলাদেশেরটা সস্তা :(
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৭
146341
আবু জারীর লিখেছেন : শুধু সস্তাই না বরং ফেলনা।
১১
196437
২৩ মার্চ ২০১৪ রাত ০১:৫৪
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
146640
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File