হাত ভাঙ্গব পাও ভাঙ্গব
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৬ মার্চ, ২০১৪, ০২:৪৯:৪৮ রাত
বাংগালীর হাত ভাঙ্গব পাও ভাঙ্গব
তুলব পিঠের ছাল
শেখ বংশের পোলা আমি
চেতনায় বাকশাল।
মামু মরল ভাই মরল
কাঁদলনাতো কেউ
দুইটা বোনের একটা হল
মস্ত বড় ফেউ।
ভাইগ্না তুমি প্রতিবন্ধী
ছিলা আমেরিকাতে
কোন দুঃখে আসলা দেশে
রাজনীতি করিতে?
আসবে আসো একা আসো
নাইকো আসুবিধা
কৃষ্ণ হয়ে আনলে কেন
ইহুদী এক রাধা?
মুক্তিযোদ্ধার পোলা দেশে
থাকতে ঝাঁকে ঝাঁকে
কেন বুবু করলে জামাই
রাজাকার পোলাকে?
চেতনার নামে গোচোনার কথা
খাইছে যখন ধরা
বাচতে হলে ভাংতে হবে
বীর বাংগালীর দাড়া।
নারায় তাকবীর বলে জনতার
হুঙ্কার ছাড়ার আগে
যাব পালিয়ে দাদার দেশে
পাবেনা কেউ বাগে।
ধর বাকশালীদের ধর
বস্তার মধ্যে ভর
পাঁচটনি ট্রাকে করে
ওপারে চালান কর।
বিষয়: সাহিত্য
১২২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কিন্তু অন্য শেখ৷ বলে রাখলাম৷
ধন্যবাদ
ধন্যবাদ
ভালো থাকুন
They are also the doers
শেখদের কাছ থেকে শেখো
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন