আগামী বছর আইপিএল-এ খেলার জন্য জামায়াতের নতুন দল গঠন নাম 'এইএলপি'!!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ জানুয়ারি, ২০১৪, ০১:৪৬:৩৫ রাত
'আইএলপি' নাম নিনেয় নতুন দল কেন? জামায়াত কি ক্রিকেট খেলবে নাকি?
নুতন দল যদি করতেই হয় তাহলে ইসলামের গন্ধ আছে এমন কোন শব্দ থেকে একশ হাত দূরে থাকতে হবে।
নাম দিয়ে নয় ফল দিয়ে হবে বৃক্ষের পরিচয়।
নতুন সংগঠক করতে হলে এখনই ঘোষনা দেয়া দরকার। তাহলে সরকার জামায়াত নিষিদ্ধের দিকে এগবে না।
নতুন প্রজন্ম করবে প্রচলিত রাজনীতি আর জামায়াত করবে ব্যক্তিগঠনের কাজ।
ছাত্র জীবন শেষে যারা দাওয়াতি কাজে নিয়োজিত হতে চায় তারা জামায়াতে যোগ দিবে আর যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চায় তারা যোগদিবে রাজনীক ফোরামে।
ইসলাম আর রাজনীতির চর্চা এক সংগঠনের পক্ষ থেকে করার কারণে অনেক সময় সত্যকে চেপে যেতে হয় আক্বীদার ব্যাপারে ছাড় দিতে হয় আবার রাজনীতিতে ইসলামের প্রয়োগ দেখে অনেকেই ভিত সন্ত্রস্ত হয়ে পরে ফলে কোনটাই সঠিক ভাবে হয়না।
জামায়াত নিষিদ্ধের পর নতুন দল গঠন করা হলে কোন লাভ হবেনা। ইসলাম বিরোধী শক্তি তখন ৭১ এর সব দায় নতুন দলের উপর চাপানর অপকৌশল নিবে। তাই ৭১ এর দায় মাথায় নিয়ে জামায়তকে দাওয়াত ও সমাজ সেবার কর্মসূচী নিয়ে টিকে থাকতে হবে যাতে নতুন প্রজন্মের রাজনৈতিক ফোরামকে কথিত অপবাদ থেকে মুক্ত রাখা যায়। যদিও শতভাগ মুক্ত রাখা যাবেনা তার পরেও জামায়াত ময়দানে উপস্থিৎ থাকলে সহজেই বিরোধীরা নতুন দলকে অপবাদ দিতে পারবেনা।
সবচেয়ে ভালো হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী, কাজী জাফর আর আসম আব্দুর রবকে সামনে দিয়ে নতুন দল গঠন করতে পারলে।
শর্ট কার্ট আর সহজ রাস্তায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করা সম্ভব নয়। সে জন্য সময়ের প্রয়োজন। আল্লার রাসূল (সঃ) যেমন যাহিলিয়াত থেকে ওমর ও খলিদ (রাঃ) কে ইসলামের দিকে ফিরিয়ে এনেছিলেন তেমনি আমাদেরকেও একই ভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী, কাজী জাফর, আসম রবদের ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে।
জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার আগেই নতুন দলের ঘোষনা দেয়া দরকার যাতে সরকার জামায়াত নিষিদ্ধের দিকে অগ্রসর হওয়া প্রতি আগ্রহ হারায়।
সরকার কি করে তা দেখে সিদ্ধান্ত নেয়ার সময় শেষ হয়ে গেছে এখন সময় এসেছে অবৈধ সরকার কে ব্যস্ত রাখার।
আর একটা কথা মনে রাখা দরকার আর তাহল উপমহাদেশের কোন অংশে একক ভাবে ইসলাম কায়েম করা সুদুর পরাহত বরং গাজোয়ায়ে হিন্দের জন্য ক্ষেত্র প্রস্তুৎ করে পুরা হিন্দুস্তানে ইসলাম কায়েমের কর্মসূচী নিয়ে শ্লোমোশনে এগন দরকার।
বিষয়: বিবিধ
১৮৬৫ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয় না জামায়াত নাম পরিবর্তন করবে।
ধন্যবাদ।
ধন্যবাদ। সকলের চিন্তা থেকে আশা করি সুন্দর একটা সমাধান বেড়িয়ি আসবে ইনশা'আল্লাহ।
কিন্তু ইসলামকে ভালবাসলে, মুসলিমকে ভালবাসলে - জামায়াতের মধ্যস্থিত সিস্টেমেটিক পরিবর্তনের বাহিরে অন্য যে কোন গঠনমূলক ধ্যানধারনাকে গ্রহন করতে অসুবিধা হয়না।
আমি ব্যক্তিগতভাবে 'গঠনমূলক ভাবনা চিন্তা শেয়ারিং হিসাবে' আবু জারীর ভাইয়ের লিখা এ চিন্তাধারার সাথে দ্বিমত করার অপশান তেমন দেখছিনা। বরং যা দেখছি তা হল - এর মধ্যস্থিত কন্ট্রভারসিয়াল বিষয় সমূহ নিয়ে গঠনমূলক কাউন্টার প্রস্তবনা ও তার পক্ষে বিপক্ষে যুক্তি।
বাংগালী মুসলিম এর নির্যাতন ও নিষ্পেষন হতে মুক্তির জন্য - বাংগালী মুসলিম এর নির্যাতম ও নিষ্পেষকদের মুখোমুখি হবার জন্য যথার্থ কোন ব্যবস্থা নেওয়া সময়ের দাবী।
জামায়াত নিজেও নিশ্চয়ই তাই চায়? সো চলুক চিন্তা, গড়ুক দল, থেমে যাক মুসলিম নিধন, বন্ধ হোক ইসলাম বিদ্বেষ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
**আবু জারীর ভাইয়ের সব কথাই ঠিক আছে ,কিন্তু তিনি যে দল নিয়ে জামায়াতরে আগামী বছর আইপিএল-এ খেলতে আহবান জানাইছেন । সেই দল গড়ার সংবাদটা কে দিল? বা কোথা থেকে আসলো ?? কোন নউজ ফিডে তো দেখলাম না ..। কারো জানা থাকলে জানাবেন প্লিজ ।
খবরের সত্যতা নিয়ে সন্দেহ থাকার যথেষ্ঠ কারণ আছে।
ধন্যবাদ।
০ আইপিএলে যে খেলতে চান চিয়ার লিডার্স জোগাড় করছেন ?
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন