জয় বাংলা নৌকা সামলা
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৮:১৪ দুপুর
জয় বাংলা নৌকা সামলা
ওরে মাঝি ভাই
ইশান কোনে মেঘ জমেছে
বাঁচার উপায় নাই।
নারায় তাকবির আল্লাহু'আকবার
শ্লোগান লইয়া
জামায়াত শিবির খেলাফত কায়েমে
আসছে আগাইয়া।
নষ্ট বামের নর্তণ কুর্দণ
সবই ফাঁকা বুলি
জামায়াত শিবিরের ভয়ে যাচ্ছে
বাপের নামটাও ভুলি!
নষ্ট বামদের নৌকায় লইয়া
হইছে বড় ভুল
এখন বল শ্যাম রাখি, না
রাখি জাতের কুল?
নষ্ট বামদের নষ্টি ফষ্টি আর
ভ্রষ্টামী দেখিয়া
দেশের মানুষ এবার না জানি
বসে বাকিয়া?
তওবা কর মাফ চাও
ওহে মাঝি মাল্লা
জয় বাংলা ছেড়ে সবে
কর আল্লাহ আল্লাহ।
বিষয়: বিবিধ
২০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন