সাহস করে পদত্যাগ করে বেগম জিয়ার কাতারে আসুন জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ নভেম্বর, ২০১৩, ০৬:১৮:২৮ সন্ধ্যা
সাহস করে পদত্যাগ করে বেগম জিয়ার কাতারে আসুন জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে।
নির্বাচনকালীন সরকারে যোগ দিলে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যে যে মন্ত্রণালয় চান, তাকে তাই দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম খালেদা জিয়াতো মান্ত্রনালয় চাচ্ছেন না বারং দেশের ৯৯% মানুষের মত তিনিও চাচ্ছেন নির্বাচনের কয়টা দিন আপনিও তার মত ক্ষমতার ভর কেন্দ্র থেকে সামান্য একটু দূরে থাকবেন তা।
কিছুদিন পূর্বে আপনিও বলেছিলেন যে আপনি প্রধানমন্ত্রীত্ব চান না, চান জনগণের শান্তি।
আপনার প্রত্যাশা যদি তাই হয়, তাহলে দয়া করে আপনারা দুজন সম্মানিতা প্রধানমন্ত্রী ও বিরোধী দেলের নেত্রী, সামান্য এই কটা দিন একটু বিশ্রাম করুন এবং একটু টেস্ট করে দেখুন আপনাদের দুজন ছাড়া কোন যোগ্য লোক আছে কিনা যে একটা অবাদ সুষ্ঠ্য ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পরে?
আপনি যদি সাহস করে পদত্যাগ করে বেগম জিয়ার কাতারে আসতে পারেন তাহলে জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে। যেমনটা বাকশাল কায়েম করার পরেও আপনার বাবার প্রতি জাতি কৃতজ্ঞ ছিল এবং আেছে।
বেগম জিয়াকে মন্ত্রী বানিয়ে আপনার সমকক্ষ করার প্রত্যাশা জাতি আপনার কাছে করেনা বরং নির্বাচনের সময়টায় জাতি আপনাদের দুজনকে ক্ষমতার বাহিরে একটু সুখে থাকতে দিতে চায়। আশা করি জনতার এই সামান্য দাবীটুকু রাখবেন।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন