হলুদীয় লাইক
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ অক্টোবর, ২০১৩, ০৫:০৬:৫২ বিকাল
বাংলাদেশের সংবাদ পত্রের জগতে আলু মতি কণ্ঠ পরিচিত ব্রান্ড। তাদের যতটানা সুনাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তার চেয়ে বরং বেশী সুনাম দেশী বিদেশী দালালীতে। তারই একটা নমুনা তারা দেখিয়েছে গত কাল। কিন্তু দিন যে বদলে গেছে সে খবর হয়ত তারা বুঝেও না বুঝার ভান করছে। যদি সারা যায় সেই আশায়! কিন্তু না সারতে পারেনি বরং ধরা খেয়েছে একেবারে গো ধরা।
তাদের এমন আঁতলামিতে মানুষতো বটেই ইতর প্রাণীরাও লজ্জা পাচ্ছে। ইতর প্রাণীরা যদি তাদের মনোভব ব্যক্ত করতে পারত তাহলে হয়ত কুকুর শ্রেণী এভাবে বলতঃ
মতি মতি মতি
চোরের মুখে মতি
নামটা প্রথম আলো
দিনটা বেজায় কালো।
হলুদের তেজারতি
বুঝে গেছে জাতি
আলোর নিচে কালো
আবার প্রমাণ হল।
ছেড়ে ভেল্কি বাজি
হয়ে যা নামাজি
নইলে গোরে পার পাবিনা
আল্লাহ্ হেথা কাজী।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন