আমার ৩ বছরের কন্যার গুল্টুস সমাচার!

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ অক্টোবর, ২০১৩, ১২:৫১:৩৩ দুপুর



আমার ছোট বাচ্চাটার পড়ার প্রতি বেশ আগ্রহ ২/৩ বছর বয়স থেকেই নিজের ইচ্ছায় লেখা পড়া শুরু করেছিল। বড় বাচ্চার পড়া লেখার জন্য যা কিছু কিনতাম কার জন্যও তা কেনা ছিল বাধ্যতামূলক, বড় বাচ্চাকে পড়ালে তাকেও পড়াতে হত। সে নিজের থেকেই লিখত, অবশ্য তার লেখা ছিল আমাদের পাঠ অযোগ্য। বাধ্য হয়েই তার লেখার, পাঠুদ্ধারের জন্য তারই স্মরণাপন্ন হতে হত। তখন সে সুন্দর করে পড়ে শুনাত। সে এভাবে পড়ত, 'গুল্টুস গুল্টুস গুল্টুস......।'

ইদানিং টুডের বন্ধুরাও দেখি আমার বাচ্চার মত গুল্টুস গুল্টুস গুল্টুস......।' লেখা শুরু করেছে! তারা যদি সত্যিই গুল্টুস গুল্টুস গুল্টুস লেখে তাহলে আমার বলার কিছু নাই তবে নিম্নের পোস্টের মত সুন্দর একটা পোস্ট যদি গুল্টুস গুল্টুস গুল্টুস হয়ে যায় তাহলে বলব, ' সংখ্যা লিখে (।) দাড়ির পরিবর্তে () ব্রাকেট ব্যবহার করে স্পেস দিলে দেখবেন আর গুল্টুস গুল্টুস গুল্টুস হচ্ছে না।

ধন্যবাদ।

আযাচিত উপদেশ দেয়ার জন্য দুঃখিত।



* আল্লাহ তায়ালার অগণিত ফেরেশতার মধ্যে সেরা চার জন-

১। হযরত জিবরাঈল আ: ২। হযরত মিকাঈল আ: ৩। হযরত ইসরাফীল আ: ৪। হযরত আযরাঈল আ:।

* আল্লাহ তায়ালার অসংখ্য নবী রাসূলের মধ্যে সেরা চার জন-

১। হযরত মুহাম্মাদ সা: ২। হযরত ইবরাহীম আ: ৩। হযরত মূসা আ: ৪। হযরত ঈসা আ:

*আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে সেরা চার জন-

১। হযরত আবু বকর রা: ২। হযরত উমর রা: ৩। হযরত উসমান রা: ৪। হযরত আলী রা:

*অনেক ইমামের মধ্যে সেরা চার জন ইমাম হলেন-

১। ইমাম আবু ‍হানীফা রহ: ২। ইমাম শাফেয়ী রহ: ৩। ইমাম আহম‍‍দ ইবনে হাম্বল রহ: ৪। ইমাম মালেক রহ:

*আল্লাহ তায়ালার সবচেয়ে বড় চার খানা কিতাব-

১। কুরআনুল কারীম ২। তাওরাত ৩। যাবুর ৪। ইনজীল

*পৃথিবীর সবচেয়ে বড় চার মসজিদ-

১। মসজিদে হারাম ২। মসজিদে নববী ৩। মসজিদে আকসা ৪। মসজিদে কুবা

*ঈমানের পর চারটি বিষয় ফরজ-

১। নামায ২। রোযা ৩। হজ্ব ৪। যাকাত

*চারটি জিকির বড় ফযীলতের-

১। সুবহানাল্লাহ ২। আলহামদুলিল্লাহ ৩। লা ইলাহা ইল্লাল্লাহু ৪। আল্লাহু আকবার


* আল্লাহ তায়ালার অগণিত ফেরেশতার মধ্যে সেরা চার জন-

১) হযরত জিবরাঈল আ: ২) হযরত মিকাঈল আ: ৩) হযরত ইসরাফীল আ: ৪) হযরত আযরাঈল আ:।

* আল্লাহ তায়ালার অসংখ্য নবী রাসূলের মধ্যে সেরা চার জন-

১) হযরত মুহাম্মাদ সা: ২) হযরত ইবরাহীম আ: ৩) হযরত মূসা আ: ৪) হযরত ঈসা আ:

*আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে সেরা চার জন-

১) হযরত আবু বকর রা: ২) হযরত উমর রা: ৩) হযরত উসমান রা: ৪) হযরত আলী রা:

*অনেক ইমামের মধ্যে সেরা চার জন ইমাম হলেন-

১) ইমাম আবু ‍হানীফা রহ: ২) ইমাম শাফেয়ী রহ: ৩) ইমাম আহম‍‍দ ইবনে হাম্বল রহ: ৪) ইমাম মালেক রহ:

*আল্লাহ তায়ালার সবচেয়ে বড় চার খানা কিতাব-

১) কুরআনুল কারীম ২) তাওরাত ৩) যাবুর ৪) ইনজীল

*পৃথিবীর সবচেয়ে বড় চার মসজিদ-

১) মসজিদে হারাম ২) মসজিদে নববী ৩) মসজিদে আকসা ৪) মসজিদে কুবা

*ঈমানের পর চারটি বিষয় ফরজ-

১) নামায ২) রোযা ৩) হজ্ব ৪) যাকাত

*চারটি জিকির বড় ফযীলতের-

১) সুবহানাল্লাহ ২) আলহামদুলিল্লাহ ৩) লা ইলাহা ইল্লাল্লাহু ৪) আল্লাহু আকবার

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File