নীতির কথা বলবনা
লিখেছেন লিখেছেন আবু জারীর ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৫:২৪ বিকাল
নীতির কথা বলবনা, নীতি বাক্য লেখা থাকে ধর্মীয় পুস্তকে আর সেগুলো যারা মানে, সেকুলারদের দৃষ্টিতে তারা ধর্মান্ধ! নীতি বাক্য বলার সময় এখন না অন্তত যতদিন ধর্মহীন সেকুলার আর নষ্ট বামদের রাজত্ব চলে।
ধর্মহীন সেকুলার আর নষ্ট বামেরা যেহেতু যুক্তি পছন্দ করে তাই বলব যুক্তির কথাঃ
উচ্চ শিক্ষিত ধর্মহীন সেকুলার আর নষ্ট বাম বড় লোকেরা যখন গরীবের রক্ত চোষে, তাদের ভোলা ভালা মেয়েদের লাক্স সুন্দরী, গানরাজ ও নাগরাজ বানানর কথা বলে অবৈধ ভাবে লালসা চরিতার্থ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন গ্রাম থেকে আগত ছাত্রীদের চিবিয়ে খেতে চায়, রেগডের নামে যখন ছাত্রীদের সাথে ঢলা ঢলি করে, রাজনীতিক নেতারা যখন অবৈধ প্রভাব খাটিয়ে ও ভয় ভিতি দেখিয়ে সয্যাসঙ্গী করে,ফাইল ঠেকিয়ে যখন সুদ ঘুষ খায় তখন গরীবেরা প্রতিষোধ পরায়ন হয়ে যদি সমাজের তথাকথিত বড় লোকদের মরা মুরগী, ফর্মালিন যুক্ত ফলমূল এবং মিনারেল ওয়াটারের বোতলে টেপের পানি ভরে খাওয়ায় তাহলে সেগুলোকে অযৌক্তিক বলি কি করে?
ধর্মহীন সেকুলার সমাজের অনৈতিকতা এবং অব্যবস্থাপনার কারণে গরীবদের যদি ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরের সাথে কাড়াকাড়ি করতে হয় তাহলে যাদের কারণে গরীবদের এই দসা তাদের মরা মুরগী খাওয়ানোটাই বরং যৌক্তিক মনে হয়।
সাধারণ খেটে খাওয়া গরীব আর নেতৃস্থানীয় ধর্মহীন সেকুলার ও নষ্ট বামের মাঝে পরে আমরা যারা সিধেসাদা ডান তারা দুই পক্ষের সংঘর্ষের অনিবার্য শিকার। আমরা ভোগ করছি আমদের নিরবতার ফল। কারণ ঝামেলা মনে করে আমরা এসব এড়িয়ে চলি। অন্ধ হলে যে প্রলয় বন্ধ হয়না সে কথা আমরা ভেবেও দেখিনা!
আমরা যারা দুনিয়ার ঝামেলা এরিয়ে কবরের চিন্তায় মশগুল, দুনিয়াকে যারা তুচ্ছ জ্ঞান করে নিরহ গোবেচারা হয়ে সমাজে বসবাস করি তারা যতদিন স্বকৃয় না হব ততদিন এই ভোগান্তি আমাদের ললাটে রাজ টীকা হয়েই থাকবে।
বিষয়: বিবিধ
২০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন