নুনের গুন (শাহবাগ৪২০.কম)

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩৪:০৫ রাত

নুন খাবি আর গুন গাবিনা

তা হবেনা, তা হবেনা।

গাড়ি নিবি বাড়ি নিবি

বেতন নিবি নে

কথা মত সব কটাকে

ফাঁসি দিয়ে দে।

বিচার বিচার খেলা হবে

লোক দেখান মেলা হবে

সাক্ষী সাবুদ হাজির হবে

রায়টা কিন্তু ফাঁসি হবে!

যুক্তি বুদ্ধি পায়ে দলে

শাস্তি দিবি গায়ের বলে

শেষ সুযোগ ব্যার্থ হলে

সকল গর্জণ যাবে জলে।

উল্টা গলায় পরবে দড়ি

ঠাই পাবিনা দাদার বাড়ি

গণ ধিক্কার খেয়ে শেষে

শাহাবাগীরা যাবে ভেসে।

বিষয়: রাজনীতি

১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File