জামায়াতের নিবন্ধণ বাতিল! ভালো খবর(?)

লিখেছেন লিখেছেন আবু জারীর ০১ আগস্ট, ২০১৩, ০৬:১৩:০০ সন্ধ্যা

জামায়াতের নিবন্ধণ বাতিল!

ভালো খবর, কিন্তু তাদের দোষটা কি?

তাদের একমাত্র দোষ হল তারা ব্যক্তিগত এবং দলিয় ভাবে বিশ্বাস করে যে আল্লাহই একমাত্র রব। রাসূল (সঃ) একমাত্র আদর্শ নেতা। কুরআন হাদীসই অনুসরণ যোগ্য একমাত্র জীবন বিধান। সাহাবায়ে কেরামগণ রাসূল (সঃ) কে অণুসরণের একমাত্র আদর্শ মাপকাঠি এবং সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ।

আচ্ছা তাই নাকি?

যারা আল্লাহকে নিজেদের প্রভূ এবং সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে, দুনিয়ায় তাদের কোন অধিকার থাকতে নাই! কারণ তারা বোকা, নাহলে অদেখা এক সত্বার জন্য এমন পাগলপারাকি কেউ হয়?

যারা ভোগে বিশ্বাসী, ধর্মহীণ সেকুলার, যারা অদেখা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করেনা, আল্লাহর উপর যাদের আস্থা ও ভরসা নাই তাদের জন্যই দুনিয়ার সকল অধিকার! কারণ তারা বাস্তববাদী, তারা জ্ঞানী, তারা মৃত্যুর পরে কি হবে না হবে সে নিয়ে ভাবেনা, তারা হাতের কাছে যা পায় তা সকলে মিলে চেটে পুটে খায়। নিজেরাও খায় আর সাঙ্গপাঙ্গদের ও খাওয়ায়। এই না হলে বাস্তবতা আর বাস্তব জ্ঞাণ(?) তাছাড়া তারা নিজেরা বিশ্বাস না করলেও রাজনৈতিক স্বার্থে টুপি পড়ে, পট্টি বাধে এবং মদিনা সনদ বাস্তবায়ন করার কথা বলে। তাছাড়া তারা ইসলামের খাদেম বলেও নিজেদের জাহির করে।

ধরণী দ্বিধা হও! নাস্তিক ধর্মহীন সেকুলার আর নষ্ট নাস্তিকদের আসফালণ আর দেখতে ইচ্ছে করছে না।

যাহোক আজকের রায়ে এটা স্পষ্ট হল যে বাংলাদেশে একমাত্র জামায়াতই মুসলমানদের দল আর বাকী সব ইসলাম বিরোধী এখন মুখে যে যাই বলুকনা কেন আদালতে প্রমাণীত।

নতুন পলিসিতে ময়দানে নামতে হবে, বাতিলের যখন ইসলামের প্রতি এত অনিহা আর ইসলামের নাম শুনলেই যখন তাদের পিলে চমকে উঠে তখন ঈমানের কথা ইসলামের কথা অন্তুরে সূপ্ত রেখে নিরামিষ নাম এবং কর্মসূচী দিয়ে ইসলামের কাজ করে যেতে হবে।

আল্লাহর রাসূল (সঃ) ওমরা করার নিয়ত করে রওয়অনা হয়েও ওমরা না করেই ফিরে গিয়েছিলেন এবং সামান্য সময়ের ব্যবধানে পরাধীন ভাবে নয় বরং স্বাধীন ভাবে আল্লাহর রাসূল (সঃ) ওমরাহ এবং হজ্জ্ব করেছিলেন। তেমনি ভাবে আল্লাহ হয়ত চাচ্ছেন না বান্দারা আর পরাধিন ভাবে উচ্চস্বরে তাঁর পবিত্র নাম জপুক। বরং তিনি হয়ত চাচ্ছেন স্বাধীন ভাবে মুমিনারা গগণবিধারী চিৎকার দিয়ে তাদের প্রভূকে ডাকুক। হয়ত সেজন্যই সাময়িক বিরতি যাতে দমটা বেশী করে টেনে নিয়ে স্বজোড়ে আল্লাহর নাম স্বাধীন ভাবে উচ্চারন করা যায়।

সেকুলাররা যে ধর্মহীন সে ব্যাপারে দেশের সাধারণ জনগণ একটা গোলক ধাঁধায় ছিল আশাকরি এবার সেই ধোয়াসে ভাবটাও কেটে যাবে ইনশা'আল্লাহ।

বিষয়: বিবিধ

১৭৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File