ডিজিটাল খুণী
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩১ জুলাই, ২০১৩, ০১:৪২:১১ দুপুর
ডিটাল খুণি দেখ
সেকুলার হায়েনা
সহকর্মী খুণেও হাত
একটুও কাপেনা।
মানুষ খুণে ওরা
পায় বড় মজা
রাষ্ট্রপতি ক্ষমাশীল
হবেনাকো সাজা।
মানুষ খুণই যখন
তোমাদের কাজ
ধর্মীয় পোষক পড়তে
নাই কেন লাজ্জ?
ধর্ম নিয়ে ব্যবসা
তোমাদেরই সাজে
যদিও তোমরা মসজিদে
যাও মাঝে মাঝে!!
৭১ এ ও তোমরা
করেছ একই কাজ
সাধু সেজে বিচারক
হয়েছ আজ!!
তোমাদের আগেই বিচার
করবেন আল্লাহ
নৌকার চেয়ে ভাড়ি এবার
মুমিনের পাল্লা।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন