গণতন্ত্রকে কুফুরী মতবাদ আখ্যায়িত করে যারা নেটে ঝড় তুলছেন তাদের কাছে সবিনয়ে জানতে চাই?
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৮ জুলাই, ২০১৩, ০২:২৭:২০ রাত
গণতন্ত্রকে কুফুরী মতবাদ আখ্যায়িত করে যারা নেটে ঝড় তুলছেন তাদের কাছে সবিনয়ে জানতে চাই?
কুফুরি সরকার বলে যাদের আখ্যায়িত করছেন তাদের অধিনে কি চাকুরী করছেন না?
ব্যাবসার ক্ষেত্রে কি তাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিচ্ছেন না?
তাদের নিয়ন্ত্রিত দেশে কি বসবাস করছেন না?
তাদের তৈরী রাস্তাঘাট দিয়ে কি হাটছেন না?
তাদের তৈরী সুদী ব্যাংকের মাধ্যমে এলসি খুলে যে কম্পিউটর এবং মডেম আমদানী হচ্ছে সেই কম্পিটর এবং মডেম কি আপনারা কিনছেন না?
তাদের প্রতিষ্ঠিত কুফুরী আদালতে কি মামলা মোকদ্দমা এবং জমিজমার বিবাদ মিমাংশার জন্য যাচ্ছেন না?
তাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়া লেখা করছেন না?
তাদের নিয়োগকৃত ম্যারেজ রেজিস্টারে নাম লিখে বিয়ে করছেন না?
তাদের ইস্যুকৃত পাসপোর্ট নিয়ে কি বিদেশ এবং হজ্জে যাচ্ছেন না?
তাদের ব্যবস্থাধিনে যেহেতু এক কিছু করছেন সেহেতু তাদের পদ্ধতিতেই আপাতত নির্বাচনটাও করুন না?
এত কিছু করার পরেও শুধু নির্বাচনটা নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা কেন বুঝিনা?
মিশরে চুড়ান্ত যিহাদ শুরু হওয়ার পথে। যাদেরকে কুফুরি মতবাদের দোসর বলে আক্ষায়িত করছেন তারাই কিন্তু মাঠে আর যিহাদ যিহাদ বলে যারা এতদিন কম্পিউটর আর মডেম গড়ম করেছে তাদের কিন্তু খুজে পাওয়া যাচ্ছে না।
মোহাম্মদ মুরসির দল কুফুরি গণতন্ত্রের পথ মাড়িয়ে এসেছে বলেই কিন্তু তাদের উপর কেউ আলকায়েদা বলে ঝাপিয়ে পরতে পারছেনা। যদিও তারা প্রবল চাপ সৃষ্টি করছে কিন্তু কুফ্ফারের দল কিছুটা হলেও ব্যাকফিটে আছে।
অতএব লেবু বেশী না কচলিয়ে বুদ্ধিবৃত্তিক ভাবে আগান কাজে লাগবে। খালি কলসি বেশী না বাজিয়ে কলসিতে পানি ভরে রাখুন আগামী শীতের পরেই প্রচন্ড গড়মের মৌসুম আসছে কাজে লাগবে।
এশার সময় ফজরের আজান না দিয়ে সুবেহ সাদিক পর্যন্ত অপেক্ষা করুন। যুগের মুয়াজ্জিন আযান দিবে আর তখন একই জামায়াতে নামায হবে ইনশা'আল্লাহ।
বিষয়: বিবিধ
১৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন