রাজনীতি বুঝিনা, বুঝতেও চাইনা তাইতো কাউকে আমি ভোট দেইনা। আগামীতেও দেবোনা, কারো দোষের ভাগ, নিজের কাধে নেবোনা।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ জুলাই, ২০১৩, ০১:০৪:২৭ দুপুর
ডাঃ **********লিখেছেনঃ রাজনীতি বুঝিনা, বুঝতেও চাইনা তাইতো কাউকে আমি ভোট দেইনা। আগামীতেও দেবোনা, কারো দোষের ভাগ, নিজের কাধে নেবোনা।
স্যার দেখলেন তো একজন সমাজ সেচতন উচ্চ শিক্ষিত পেশায় ডাক্তার ভাই কি বলেছেন? উনি এমনি এমনিই বলেননি, বলেছেন অভিগ্যতার আলোকে। এরকম মতামত আমাদের অনেকেরই কারণ নির্বাচনের আগে অনেকের মাথায়ই আমরা টুপি, হাতে তজবিহ, এবং জায়নামাযে মুনাজাতরত দেখি, কেউ কেউ আবার ফজরের নামাযের পরে কুরআন তেলাওয়াতেরও দাবী করেন কিন্তু নির্বাচিত হওয়ার পরেই মাথার টুপিও আর মাথায় থাকেনা, হিজাব খুলে যায়, হাতের তজবিহও হাতে থাকেনা আর জায়নামাজে বসে মোনাজাতের তো প্রশ্নই উঠেনা বরং আল্লাহর বিধানকে চৌহুদ্দির মধ্য থেকেও কিভাবে বিদায় করা যায় সেই চেষ্টায় নির্ঘুম রাত কাটায়! ক্ষমতা লাভের পরেই, দুই হাতে শুধু জনগণের হক নিজেদের পকেটে ঢুকানর কাজে ব্যস্ত থাকে আর মাথার টুপির স্থান দখল করে স্বজন প্রিতি আর পেট প্রিতির কুচিন্তায়।
ভোটের রাজনীতির দফা রফা হওয়ার পর নির্বাচন পূর্বকার ওয়াদা নেতারা বেমালুম ভুলে যায়। আশা করি আপনাদের বেলায় তেমনটা হবে না। কারণ আপনারা শুধু অধ্যাপক আব্দুল মান্নান, আহসান হাবিব কামাল, আরিফুল হক চৌধুরী, মনিরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন বুলবুল নন বরং আপনারা আস্তিক, আলেম ওলামা, জামায়াত শিবির, হেফজতে ইসলাম সহ তৌহিদী জনতার সিম্বল। আপনারা এখন আর ব্যক্তি বিশেষ বা ১৮ দলিয় জোটের নেতা নন বরং আপনারা সারা দেশের প্রতিটি মানুষের অভিভাবক এবং সর্বপরি ইসলামপ্রিয় জনতার মুখপাত্র। আপনাদের একটা ভুল সিদ্ধান্ত প্রতিটি মুমিনের মুখকে কালীমা মলিন করবে তাও আবার সুধুমাত্র সাধারণ মুমিনদের নয় বরং আল্লামা শফি সাহেবদের মত বুজুর্গ ব্যক্তিদের মুখেও। তাই আশা করব প্রতিটি পদক্ষেপ হুশিয়ারির সাথে নিবেন। আপনারা নিজেদের ইসলাম ও ইনসাফের পক্ষের লোক বলে জানান দিয়েছেন, জনগণ এখন তার প্রমান দেখার অপেক্ষায়। ধর্মবর্ণ নির্বিশেষে ইসলাম যে ইনসাফ ও এহসানের শিক্ষা দেয় তার প্রতিফলন প্রতিটি মানুষ দেখতে চায়।
ডাঃ *********** বলেছেনঃ রাজনীতি বুঝিনা, বুঝতেও চাইনা তাইতো কাউকে আমি ভোট দেইনা। আগামীতেও দেবোনা, কারো দোষের ভাগ, নিজের কাধে নেবোনা।
ভোট না দেয়ার কারণে সকল প্রার্থীর অপকর্মের ভাগই নেয়া লাগে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।
বর্তমানে মাছ মাংশ এবং সব ধরণের তরি তরকারী এবং ফলমুলেই ফর্মালিন দেয়া হয় তাই বলে আমারা কিন্তু ওগুলো কেনা থেকে বিরত থাকিনা। মন্দের মধ্য থেকেই ভালোটা বাছাই করে কেনার চেষ্টা করি।
যারা আমাদের পরিচালনা করবেন তাদের মধ্য থেকে যদি মন্দের ভালোটা বেছে না নেই তাহলে আমাদের নিরবতার সুযোগ নিয়ে কিন্তু চরম খারাপ লোকটা পরিচালক হয়ে বসবে আর আমাদেরই ঘাড় মটকাবে তখন কেমন হবে?
ধরুন আমাদের মেডিকেল কলেজ থেকে একজন প্রিন্সিপাল নিয়োগ করা হবে। শর্ত হল শিক্ষকদের মতামতের ভিত্তিতে তা হবে। এখন আমাদের মত একাধিক শিক্ষক দেখল, যারা পদপ্রার্থী তারা সততার মাপ কাঠিত কেউই উত্তির্ণ নয় তাই আমরা সকলে নিরব থাকার সিদ্ধান্ত নিলাম কিন্তু যারা দুষ্ট প্রকৃতির তারা তাদের ভিতর থেকে সবচেয়ে নিকৃষ্ট লোকটাকে প্রিন্সিপাল নিয়োগের জন্য মত দিল এবং সে প্রিন্সিপাল হিসাবে মননীত হল। এবার সে ডাক্তার রুগী শিক্ষার্থী সহ সবার জীবন অতিষ্ঠ্য করে তোলা শুরু করল। অথচ আমরা যারা সৎ তারা যদি সঠিক পদক্ষেপ নিতাম তাহলে কিন্তু মন্দের ভালো লোকটা প্রিন্সিপাল হত এবং শিক্ষক ছাত্রছাত্রী এবং রুগী নির্বিশেষে সবাই তুলানমূলক কম হ্যারেজম্যান্ট হত। আমাদের নিরবতার কারনে দুষ্ট লোকটা যে দায়িত্ব পেল তার জবাব কি?
আর আমরা সরব হলে যে নিয়োজিত হত তার অপকর্মের দায়িত্বের ব্যপারে আমরা আল্লাহর কাছে বলতে পারতাম যে এ ছাড়া বিকল্প ছিলনা, হে প্রভূ আমাদের দূর্বলতাকে মাফ করে দাও, আমরা ওয়াদা করলাম আজ থেকে চেষ্টা করব যাতে আগামীতে সৎ এবং যোগ্য লোককে আমাদের পরিচালক বানাতে পারি, তুমি আমাদের দোয়া কবুল কর।
আসল কথা হল আমাদেরকে অবশ্যই সৎ ও যোগ্য লোক নির্বাচিত করার চেষ্টা করতে হবে কিন্তু যতদিন পর্যন্ত তা সম্ভব না হবে ততদিন সবে থাকার সুযোগ নাই বারং সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরীর প্রচেস্টার পাশাপাশি মন্দের ভালোটা বেছে নিতে হবে। নিরব থাকার কোন সুযোগ নাই। মৌনতাই সম্মতির লক্ষণ এবং সব প্রার্থীই সম লাভবান। আমাদের ভোটের ক্ষমতাটা যদি চরম জঘন্য ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে না যায় এবং আমরা মৌনতা অবলম্বন করি তাহলে কিন্তু অসৎ এবং ধর্মহীন সেকুলারেরাই লাভবান হবে।
অতএব নিরবতা নয় বরং সঠিক নেতৃত্ব তৈরী এবং নেতৃত্বের আসনে সমাসিন করার জন্য আসুন সকলে মিলে চেষ্টা করি এবং যতদিন মঞ্জিলে মকসুদে পৌছুতে না পারি ততদিন মন্দের ভালোটা বেছে নেই।
বিষয়: বিবিধ
১৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন