মুহতারাম জুনায়েদ বাবুনগরী আপনাকে আমি ভালবাসি
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৫ জুলাই, ২০১৩, ০৮:৪৬:৪৪ রাত
একটা মাত্র গালি দিতে পারলেই নির্যাতন থেকে রেহাই পেতেন বাবু নগরী কিন্তু মুমিন কি গালি দিতে পারে?
আমি ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ্য কর্মী যদিও আপনাদের রাজনৈতিক এ্যাজেন্ডা নাই এবং আমাদের রাজনীতিকে আপনারা বাকা চোখে দেখেন তার পরেও মুহতারাম আল্লামা জুনায়েদ বাবুনগরী আপনাকে আমি ভালবাসি। কারণ আপনি মুমিন মুসলমান। আপনার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু ঈমানের দাবীতে আমরা এক ও অদ্বিতীয়।
আপনার জন্য দেশরে অসংখ্য মানুষের মত আমিও শেষ রাতে চোখের পানি ফেলেছি এখনও চোখ ছলছল করছে। পুলিশ প্রহরায় আপনার পান্ডুর মুখ দেখার পর আপনার প্রতি আমার আরও একটা দূর্বলতা সৃষ্টি হয়েছে। আপনার মুখায়বে আমার জান্নাতবাসি আলেম বাবার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি এখনও পাচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে সহ দুনিয়ার প্রতিটি মুমিন মুসলমানকে হেফাজত করুন আর যালিমদের দুনিয়া ও পরকালে কঠিন শাস্তির মুখমুখি করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন