ভারতীয় ডাইলে ভেসে যাচ্ছে আমাদের পদ্মা সেতু!

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩১ জানুয়ারি, ২০১৩, ০৮:৫১:৫৭ রাত



দক্ষিনাঞ্চলের এমন কোন মানুষ নাই যে পদ্মা সেতুকে স্বাপ্নে দেখেনি। শুধু মাত্র বঙ্গবন্ধুই পদ্মা সেতুর পরিবর্তে যমুনা সেতুকে স্বপ্নে দেখেছে। এতদিন তিনি বেঁচে থাকলে হয়ত পদ্মা সেতুও স্বপ্নে দেখতেন কিন্তু তিনিতো চিরবিদায় হয়ে গেছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের কারনেই যমুনা সেতু হয়েছে। হোকনা যমুনা সেতু তাতে জাতি হিসেবে দক্ষিনাঞ্চলের মানুষও গর্বিত।

পদ্মা সেতু হলে যেমনে দক্ষিনাঞ্চলের মানুষ খুসি হত তেমনি উত্তরাঞ্চলের মানুষও গর্ববোধ করত। কিন্তু হায় গরিবের স্বপ্ন কি আর বাস্তবায়িত হয়। বিগত ৪২ বছর যাবৎ দক্ষিন বঙ্গের মানুষ আশায় বুকবেঁধে ছিল এই বুঝি বঙ্গবন্ধু তনয়া পদ্মা সেতু স্বপ্নে দেখে কিন্তু না তিনি তা দেখেন না!

তিনি স্বপ্নে দেখেন অড়িয়ল বিল। তিনি স্বপ্নে দেখেন পদ্মার চর কিন্তু পদ্মা সেতু স্বপ্নে দেখেন না। মানুষের বদ্দোয়র কথা ভেবেই হয়ত তিনি এক আবুলকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু শাকা বানায় ওয়ালা আবুল কি আর পদ্মা সেতু বানাবার যোগ্যতা রাখে?

যাহোক জাতি আশা ছাড়েনি কিন্তু পদ্মা সেতুও হয়নি। হঠাৎ ভারতীয় ডাইলে দেশ ছয়লাভ হয়ে গেল। অবৈধ ডাইলের বান ডাকল। পুলিশের এস আই, মন্ত্রীর এপিস , আদলতের বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! এক কথায় কোথায় পৌছেনি ডাইলের জোয়ার?

দেশে যখন ডাইলের বান ডেকেছে তখন তার আছর বা নেশা যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সভার সবাইকে বুদ করছে তাতে কোন সন্দেহ নাই। যদি তাই না হত তাহলে এক পদ্মাসেতুর ব্যাপারি তিনজন দায়িত্বশীল মন্ত্রী তিন ধরণের বক্তব্য দেয় কি করে?



পদ্মা সেতু নিয়ে তিন মত : এ সরকারের আমলেই সেতু নির্মাণ কাজ শুরু হবে - প্রধানমন্ত্রী



পদ্মা সেতু নিয়ে তিন মত : বিশ্বব্যাংক টাকা না দিলে বর্তমান সরকারের আমলে সেতু হবে না - অর্থমন্ত্রী



পদ্মা সেতু নিয়ে তিন মত : বিশ্বব্যাংকের চ্যাপ্টার শেষ, আগামী মাসে নতুন বিনিয়োগ চূড়ান্ত হবে - যোগাযোগমন্ত্রী

বিষয়: রাজনীতি

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File