শাহাবাগ নামা

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ এপ্রিল, ২০১৩, ০৮:২৭:৪৩ রাত



ঘর ভেঙ্গেছে এক প্রাচীর

শহীদ(?) থাবা বাবা

সেদে সেদে এমন অপমান

যায় বল কি ভাবা?

শাহাবাগের মধ্য মণি

এক যে ছিল শান্ত

হঠাৎ করেই চলে গেল

রণে দিয়ে খান্ত।

নারায়নগঞ্জে সেজে ছিল

মঞ্চ শাহাবাগী

নিষ্পাপ ত্বকী জীবন দিল

আপন বাপের লাগি।

গীতিকার আ.ই বুলবুল ছিল

এক সবার প্রিয় মুখ

ভাইয়ের মৃত্যু কেড়ে নিয়েছে

শাহাবাগের সুঃখ।

শ্লোগান কন্যা নামে খ্যাত

এক যে ছিল লাকী

আলোমতির পাল্লায় পরে

নাইকো ইজ্জত বাকী।

শাহাবাগে মঞ্চ গড়ে এক

বড় নাস্তিক জেলে

ঢের অপমান জুটবে আরো

বাকীদের কাপালে।

নাস্তিক দোসর রাজকন্যাও

হয়ত, মাহরুম হবেনা

শ্রষ্ঠার সাথে বিদ্রহ করা

সৃষ্টির সাজে না।

সময় থাকতে হও হুশিয়ার

নাস্তিক মোরতাদ যত

তওবা করে ঈমান আনো

আবু সুফিয়ানের মত।

আল্লাহতা'য়ালা দয়ার সাগর

রহমানুর রহীম

সব অপরাধ করবেন ক্ষমা

আস্তাগফিরুল্লাহিল আযিম।

বিষয়: বিবিধ

১৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File