বিএনপি আইএসআই টাকা নিয়েছে, প্রচারকারী কে এই দীপাঞ্জন রায় চৌধুরী?

লিখেছেন লিখেছেন এক্টিভিষ্ট ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৮:৫৩ দুপুর



ছবিঃ বিএনপি আইএসআই এর টাকা নিয়েছে, প্রচারকারী প্রথম আলোর সাংবাদিক দীপাঞ্জন রায় চৌধুরী

বিএনপি পাকিস্থানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাজ থেকে ৫০ মিলিয়ন রুপি (মানে ৫ কোটি রুপি) খেয়েছে। এটি হচ্ছে এখন টক অফ দ্যা কান্ট্রি। আসুন ঘটনাটি ধারাবাহিক ভাবে বিশ্লেষণ করা যাক,

১. ৩ মার্চ ২০১২ সংযুক্ত আরব-আমিরাত (দুবাই থেকে প্রকাশিত) ভিত্তিক ভারতীয়দের দ্বারা পরিচালিত পত্রিকা খালিজ টাইমের (Khalij Times)অনলাইন ভার্সনে খবরটি প্রথম প্রচার করা হয়। এতে বলা হয়, Another Rs50 million was allegedly paid to Bangladesh’s Khalida Zia to help her in polls against Hasina Wajid’s Awami League generally perceived by Pakistan’s security establishment as pro-India

(খালেদাকে আইএসআইয়ের পাঁচ কোটি রুপি দেওয়ার কথা উল্লেখ করেছে। পাকিস্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘ভারতপন্থী’ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ঠেকাতে ১৯৯১ সালের নির্বাচনে খালেদাকে পাঁচ কোটি রুপি দেয় আইএসআই। ) দেখুন এখানে, পরের দিন ৪ মার্চ ২০১২ প্রথম আলোর অনলাইন ভার্শনে খবরটি প্রচার করে।

প্রথম আলো লিখেছে, দুবাই থেকে প্রকাশিত খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য উল্লেখ করা হয়েছে। খালিজ টাইমস এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে খালেদাকে আইএসআইয়ের পাঁচ কোটি রুপি দেওয়ার কথা উল্লেখ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘ভারতপন্থী’ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ঠেকাতে ১৯৯১ সালের নির্বাচনে খালেদাকে পাঁচ কোটি রুপি দেয় আইএসআই। তবে পাকিস্তানের দ্য নিউজ ও প্রধান বিজনেস ডেইলি বিজনেস রেকর্ডার-এর প্রতিবেদনে খালেদাকে অর্থ দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য নেই।

মজার ব্যাপার হলো, প্রথম আলো লিখে, তবে পাকিস্তানের দ্য নিউজ ও প্রধান বিজনেস ডেইলি বিজনেস রেকর্ডার-এর প্রতিবেদনে খালেদাকে অর্থ দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য নেই। এমনকি পাকিস্থানের প্রধান পত্রিকা ডন (Daily Dawn) পুরো রিপোর্টি প্রচার করলেও বাংলাদেশ বা খালেদাকে টাকা দেয়ার বিষয় ছিল না। ডেইলী টাইমস (Daily Times)নামের আরেকটি পাকিস্থানী দৈনিক এ সংক্রান্ত কোন রিপোর্ট ছিল নয়া, প্রথম আলো ৪ মার্চ খবরটি প্রচারের পরেই মুলত আওয়ামী লীগ ও শেখ হাসিনা এটি লুফে নেয়। ৬ মার্চ ২০১২ জাতীয় সংসদে দাড়িয়ে তিনি বলেন, ‘৪ মার্চ প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে, বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে জেতার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিল।

২. ১৫ মার্চ ভারতীয় অনলাইন পত্রিকা ডেইলী মেইলে দীপাঞ্জন রায় চৌধুরী লিখেছে,

Pakistan ISI admits supporting insurgency in India’s Northeast

By Dipanjan Roy

Recently a UAE-based daily had alleged that ISI paid Rs 50 crore to BNP chairperson and former PM Khaleda Zia ahead of the 1991 elections in which the BNP won and formed the government. বিস্তারিত দেখুন এখানে,

খালিজ টাইমস

Click this link

ডেইলি মেইল

Click this link

৩ মার্চ খালিজ টাইম ৫০ লক্ষ রোপি বা ৫ কোটি টাকার কথা বলা হলেও ডেইলী মেইলে দীপাঞ্জন রায় চৌধুরী খালিজ টাইমের রেফারেন্স দিয়ে তাকে ৫০ কোটি বানিয়ে দিল! আরো মজার কথা হলো, তার পুরো নাম দীপাঞ্জন রায় চৌধুরী হলেও এখানে পরিচয় দিয়েছেন দীপাঞ্জন রায় হিসেবে। চৌধুরী বাদ । কিন্তু ডেইলী মেইল আর্কাইভ ও মি চৌধুরীর বায়োডাটা থেকে জানা যায়, তিনিই আসলে দীপাঞ্জন রায় চৌধুরী!!

৩. এর পর ১৬ মার্চ ভারতীয় সাপ্তাহিক Weekly India Today তে দীপাঞ্জন রায় চৌধুরী লিখেছে, Recently a UAE-based daily had alleged that ISI paid Rs.50 crore to BNP chairperson and former PM Khaleda Zia ahead of the 1991 elections in which the BNP won and formed the government. (মজার ব্যাপার হলো ডেইলী মেইল ও ইন্ডিয়া টুডেতে একই ব্যক্তি, একই নিউজ, একই ভাবে লিখেছে। দুই পত্রিকার প্যারা দুটি চেক করুন!!) দেখুন এখানে, http://news.in.msn.com/exclusives/it/article.aspx?cp-documentid=5933447 Updated: Fri, 16 Mar 2012 08:39:42 GMT | By Dipanjan Roy Chaudhury, Mail Today ISI admits to funding N-E

৪. একই দিন অর্থাৎ ১৬ মার্চ ২০১২ ভারতীয় পত্রিকা India Today এর পুরো কপি মেরে দিল বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত মাধ্যম বাসস (BSS)। এ মাসের প্রথম দিকে সংযুক্ত আরব-আমিরাত ভিত্তিক খালিজ টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশে নির্বাচনের সময় পাকিস্তানের সামরিক নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘ভারতপন্থী’ আওয়ামী লীগের বিরুদ্ধে বিজয়ী হতে সহায়তা হিসেবে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে ৫০ কোটি রুপি দেয়।দেখুন এখানে, এমনকি বাসস মাছি মারা কেরানীর মত ৫০ মিলিয়ন রুপিকে করে দিল ৫০ কোটি রুপি! আগেই প্রমানিত হয়েছে ডেইলী মেইল, ইন্ডিয়া টুডে নিউজের উতস একই ব্যক্তি, দীপাঞ্জন রায় চৌধুরী। আবার ইন্ডিয়া টুডেই বাসসের সোর্স। তাহলে কি দাড়ালো সব কিছুর গোড়া এই দীপাঞ্জন রায় চৌধুরী!!

কে এই দীপাঞ্জন রায় চৌধুরী ?

ক. কোলকাতায় জন্ম গ্রহনকারী এই বাংগালী সাংবাদিক বাংলাদেশের পত্রিকা প্রথম আলোর দিল্লী প্রতিনিধি। চরম বাংলাদেশী বিরোধী লেখক হিরন্ময় কার্লেকার তার বই



Bangladesh: Next Afganistan? কার্লেকার তার বইয়ের ভুমিকায় অনেকেই ধন্যবাদ দিয়েছেন তার মধ্যে শাহারিয়ার কবির ও দীপাঞ্জন রায় চোধুরী অন্যতম। কার্লেকার তার বইয়ে মি চৌধুরীকে পরিচিয় করিয়ে দিয়েছে, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ও বাংলাদেশে বিষয়ক এক্সপার্ট হিসেবে, দেখুন কার্লেকারের বইয়ের ভুমিকা [img|http://media.somewhereinblog.net/images/thumbs/Bangladesh_Zindabad_1331996608_3-Dip2]

ছবিঃ হিরন্ময় কার্কেকারের বাংলাদেশ বিরোধী বই



ছবিঃ দীপাঞ্জন রায় চৌধুরীঃ প্রথম আলোর সংবাদদাতা

আগেই বলেছি, প্রথম আলো মুলত বাংলাদেশে প্রথম নিউজটি প্রকাশ করে। এক্ষেত্রে দীপাঞ্জনই খবরটির সরবরাহকারী ও তাদের প্রতিনিধি হওয়াতে নিউজটা আগেই পেয়ে যায়। খ. জানা গেল, দীপাঞ্জন রায় চৌধুরী দৈনিক প্রথম আলোর নয়া দিল্লী প্রতিনিধি। দেখুন প্রথম আলোতে প্রকাশিত তার বহু রিপোর্টের কয়েকটি, http://www.prothom-alo.com/detail/date/2010-01-09/news/33509 http://www.prothom-alo.com/detail/date/2010-01-10/news/33851

গ. দীপাঞ্জন রায় চৌধুরী ভারতীয় ম্যাগাজিন Weekly India Today, বাংলাদেশ বিষয়ক সংবাদদাতা। দেখুন তার বাংলাদেশ বিষয়ক কয়েকটি লেখা,

Bangladesh Military-Coup Plot Sheikh Hasina, (হাসিনার বিরুদ্ধে মিলিটারী কু!)

Helping Sheikh Hasina in our interest (হাসিনাকে ভারতের স্বার্থেই সাহায্য করা দরকার)

PM Manmohan Singh applauds Sheikh Hasina govt’s war on terror (মৌলবাদ দমনে হাসিনার সাফল্যে অভিভুত মনমোহন!)

ঘ. দীপাঞ্জন রায় চৌধুরীকে চিনতে তার ফেইস বুকে ক্লিক করুন, http://www.facebook.com/people/Dipanjan-Roy-Chaudhury/549525725 এখানে পরিচয় দিয়েছে তিনি ডেইলী মেইল ও কুয়েত ভিত্তিক সংবাদ সংস্থা কুনার (KUNA) দিল্লী প্রতিনিধি। তার Interest এর মধ্যে শেখ হাসিনা প্রধান!আরো জানতে এখানে ক্লিক করুন, http://worldpress.org/freelancers/index.cfm/hurl/page=freelancerDetails/id=95 একই ব্যক্তি, একই নিউজ অনেক জায়গায় প্রচার করে হৈ চৈ ফেলে দিল কিভাবে তার প্রমান এই দীপাঞ্জন রায় চৌধুরী!!

বিষয়: বিবিধ

৪০৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268690
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
তারাচাঁদ লিখেছেন : চমৎকার এবং অনুসন্ধানী লেখা । যারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ক্রমাগত উস্কানী দিয়ে যাচছে, তাদের একজনের রূপ উন্মোচন করেছেন আপনি ।
268730
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৯
অয়ন খান লিখেছেন : তথ্যমূলক লেখার জন্য ধন্যবাদ। এই সাপ কিন্তু ভবিষ্যতেও ছোবল মারবে। চোখে চোখে রাখা দরকার।
268741
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
তিন লাখ তিনি মিলিয়ন হতে পারলে ৫০ মিলিয়ন ৫০ কোটি হতে আর প্রবলেম কি???
দিপাঞ্জন এর পুর্ন পরিচয় জানিনা। তবে তার পুর্বসুরি হিরন্ময় কারলেকার সম্পর্কে থুশবন্ত সিং এর আত্মজিবনি তে পরেছি। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রি ও কংগ্রেস নেতা সিদ্ধার্থ শন্কর রায় কে ধরে তিনি খুব অল্প বয়সেই বিড়লা দের মালিকানাধিন হিন্দুস্থান টাইমস এর সম্পাদক হন। কিন্তু তার বাড়াবাড়ি তাকে সেখান থেকে বিতারিত করে। তারপর থেকে তিনি পয়সার বিনিময়ে বই লিখে থাকেন।
282181
০৮ নভেম্বর ২০১৪ রাত ০২:৪০
সায়িদ মাহমুদ লিখেছেন : এইসব চুতিয়ারাই আজ বাংলাদেশে সর্বের্সবা।
299201
০৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই আপনার নাম হয়া উচিৎ Mr Perfectionist । আজ থেকে আপনি Mr Perfectionist। ভাই মাসে কমচেকম একটা post তো লিখুন !!!!
361516
০৫ মার্চ ২০১৬ রাত ০৯:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল
376048
০৯ আগস্ট ২০১৬ রাত ০৩:২২
কুয়েত থেকে লিখেছেন : চমৎকার অনেক ভালো লাগলো এবং অনুসন্ধানী লেখা ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File