স্ত্রীরা স্বামীর কাছ থেকে যা প্রত্যাশা করে Love Struck ( অবশ্যই ১৮+ )

লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ০১ জানুয়ারি, ২০১৫, ১০:৩৭:২৫ রাত



প্রেম বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌনতা নিঃসন্দেহে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীর কাছেও। নারীও ঠিক ততটাই যৌন ইচ্ছা রাখেন ও যৌন সুখ উপভোগ করেন, যতটা একজন পুরুষ। কিন্তু হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌনসুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা।

ছোট্ট ছোট্ট আদর

মিষ্টি চুমু, ছোট্ট স্পর্শ, গভীর আলিঙ্গন ইত্যাদি ব্যাপারগুলো নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যৌনতার চাইতে। এই ব্যাপারগুলো প্রিয় পুরুষের প্রতি নারীর আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে তোলে বহুগুণে।

অনেকক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকা

যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে শুয়ে থাকার ব্যাপারটি সব নারীই প্রচণ্ড পছন্দ করেন। এটা তাঁদের কাছে ভালোবাসার প্রকাশ। যদিও অধিকাংশ পুরুষ এই কাজটি করেন না। যৌন মিলনের প্রায় সাথে সাথেই পুরুষের মনযোগ অন্যদিকে চলে যায়।

প্রশংসা

নারীর প্রিয় পুরুষের চোখে নিজের জন্য প্রশংসা দেখতে ভালোবাসেন, তাঁর মুখে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। বিশেষ করে একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়।

বিশেষ মুহূর্তের "ভালোবাসি"

যৌন মিলনের সেই একান্ত মুহূর্তে মৌখিক ভালোবাসার প্রকাশ নারীর কাছে যৌন সুখের চাইতেও গুরুত্বপূর্ণ। সেই বিশেষ মুহূর্তের একটি "ভালোবাসি" সম্পর্ককে মজবুত করে তোলে ভীষণ।

নিজেদের কিছু বিশেষ ব্যাপার

প্রত্যেক দম্পতির সম্পর্কেই বিশেষ কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো একান্ত তাঁদের নিজের। মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

হাত ধরে থাকা

প্রিয় পুরুষের হাতে হাত রেখে সময় কাটানো নারদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি প্রিয় ও আকাঙ্ক্ষার।

মিষ্টি উপহার

একান্ত মুহূর্তে নারীরা উপহার পেতে খুব ভালোবাসেন। একটি ফুল, হয়তো একটি নূপুর, চকলেট ইত্যাদি ছোট্ট জিনিস মাঝে মাঝেই উপহার দিন সঙ্গিনীকে। আর দেখুন, তিনি কি ভীষণ খুশি হয়ে উঠছেন।

বুকে টেনে নেয়া

পছন্দের নারীকে কারণে অকারণে বুকে টেনে নিন। এই ব্যাপারটি মেয়েরা ভীষণ ভালোবাসেন, নিজেকে নিরাপদ বোধ করেন।

বিষয়: বিবিধ

১৭৯২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298662
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৪
হতভাগা লিখেছেন : নারী পুরুষের সাথে সেক্স করার চেয়ে তার থেকে টাকা খসানোকেই বেশী প্রাধান্য দেয়
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫০
241785
অনেক পথ বাকি লিখেছেন : Surprised Surprised Surprised ওমা তাই নাকি? কয়টা বিয়ে করেছেন?
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৭
241791
হতভাগা লিখেছেন : আপনি কি করেছেন ?
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৯
241792
অনেক পথ বাকি লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৭
241833
হতভাগা লিখেছেন : যদি না করে থাকেন তাহলে মন্তব্যটাকে উপদেশ হিসেবে নিতে পারেন - কারণ এটাই ঘটে থাকে এবং এটা বাস্তব।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৫
241852
ইসলামী দুনিয়া লিখেছেন : সব মেয়েরা অবশ্যই নয়। আমারটা আলহামদুলিল্লাহ।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০০
241860
হতভাগা লিখেছেন : সব মেয়েরাই এই রকম।

মানুষের অনেক সত্ত্বা থাকে । সন্তান হিসেবে আপনি তার এসেসমেন্ট করতে পারেন । কিন্তু সে তো কারও স্ত্রীও । স্ত্রী হিসেবে সে কেমন সেটা বলতে পারে তারই স্বামী । বাবা/মায়ের জায়গা থেকে এটা কখনই সেটা জাজ করতে পারবেন না ।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১০
241861
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো উচিত কথা বলে কেন আমার ভাইটা!!!
298673
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৪
udash kobi লিখেছেন : অনেক ধন্যবাদ Nail Biting Nail Biting Nail Biting
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:১০
241793
অনেক পথ বাকি লিখেছেন : আপনাকেও Love Struck Love Struck Love Struck বিয়ে করেছেন বোধহয় নাহলে এমন খুশী খুশী লাগতেছে কেনো আপনাকে?
298683
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৫
242581
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ Love Struck
298704
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : আপনি নারী বিশেষজ্ঞ।আসলেই মনে হয় তাই,বিয়ে করলে আরেকটু বুজবো।
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৫
242582
অনেক পথ বাকি লিখেছেন : Love Struck Love Struck Love Struck
298738
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিয়েটা করে নেই, তারপর...
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৫
242583
অনেক পথ বাকি লিখেছেন : তারপর কি করবেন? Crying Crying
299394
০৬ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বিয়ে করার আগে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। ধন্যবাদ
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৬
242584
অনেক পথ বাকি লিখেছেন : অর্জন করেন সময়মত কাজে লাগায়েন। কামে দিবো Love Struck Love Struck
320583
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০১
egypt12 লিখেছেন : জেনে উপকৃত হলাম
২২ মে ২০১৫ রাত ১০:০০
262955
অনেক পথ বাকি লিখেছেন : Big Hug Big Hug Big Hug
364487
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:১৮
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি
ফেইস বুকে ১৮+ দেখলে ই
১৮ - রা হুমরি খেয়ে পরে
অবশ্য ব্লগে মনে হয়
বিষয়টা ভিন্ন
372882
২২ জুন ২০১৬ রাত ১১:১৩
নাবিক লিখেছেন : অনেক গিয়ান হাসিল করলাম Big Grin ভবিষ্যতে হয়তো কাজে লাগবে, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File