জেনে নিন, কোন ঠোঁটের নারী কেমন হয় !
লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:০১:২১ সন্ধ্যা
নারীর ঠোঁটের গড়ন দেখেই তাদের ব্যক্তিত্ব চেনা যায়, বোঝা যায় তাদের মানসিকতা। বিষয়টি পুরোপুরি ধারণানির্ভর হলেও একেবারে অযৌক্তিক নয়।
সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দাবী করেছেন, নারীদের ঠোঁট দেখে তাদের ব্যক্তিত্ব, মানসিকতা, মন-মেজাজ ইত্যাদি ভালোভাবে চেনা যায়। তারা বলছেন, নারীদের ঠোঁট দেখে শতভাগ চেনা না গেলেও অন্তত তাদের যতটুকু চেনা দরকার ততটুকু চেনা যায়।
আসুন জেনে নেয়া যাক কোন ঠোঁটের নারী কেমন হয়-
১. যে নারীর ঠোঁটের আকার হৃদয়ের মতো, তিনি খুব সেক্সুয়াল ও কনফিডেন্ট।
২. যদি ওপরের ঠোঁট নীচের ঠোঁটকে কভার করে, তা হলে সেই নারীর স্বভাব এবং বিচার-বিবেচনা খুব ভালো।
৩. যে নারীর নীচের ঠোঁট মোটা, তিনি অনেক ভালোবাসা পেয়ে থাকেন। এ ঠোঁটের নারীরা কাউকে যত না ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা পান।
৪. শুকনো ঠোঁট হলে, সেই নারী খুব পরিশ্রমী হন। তারা নিজেকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করেন না।
৫. যাদের ঠোঁট মোটা, তারা খুব কঠিন স্বভাবের হন।
৬. নীচের ঠোঁট বাইরের দিকে বেরিয়ে থাকলে সেই নারী ঠোঁটকাটা হন
বিষয়: বিবিধ
১৯৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রহম করো
ভাগ্যিস
ফেইসবুকে কখনো ছবি দেইনি
তাইলে তো পোলাপাইন না জানি কত্ত
গবেষনা চালাইতো
মন্তব্য করতে লগইন করুন