বঙ্গবন্ধু কি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন?????? > >
লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০০:৫৯ দুপুর
দেশ আজ গভীর ষড়যন্ত্রের শিকার। দেশবিরোধী শক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের নানা চক্রান্তের নীল নঁকশায় দেশ হারিয়ে যেতে বসেছে সভ্যতার অতল গহব্বরে। তাদের ষড়যন্ত্রের জাল এতই বিস্তৃত যে টানা ১৮ দিন আন্দোলন করেও তাদের কিছুতেই দমানো যাচ্ছে না। আসলে বাচ্চা বয়সে ছেলেপেলেকে মানুষ করতে না পারলে বড় হয়ে যেমন করা যায় না তেমনি ৭১ এর পর এই স্বাধীনতা বিরোধী শক্তি নিমূল না করে শেখ মুজিব ক্ষমা করে দিয়ে হয়তো মারাত্মক ভুল করেছিলেন। নাহলে আজকে তাদের উৎপাতে দেশ অতিষ্ঠ হবে কেনো? যেখান দেশ আজ থাকার কথা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাতারে সেখানে বাংলাদেশ আজ এলডিসিভুক্ত দেশের কাতারে। দেশের সর্বত্র দেশবিরোধীরা ঘাপ্টি মেরে আছে বিধায় দেশে উন্নতির ছোয়া লাগছে না। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে এই অপশক্তির উত্থানে দেশ আজ মারাত্মক হুমকির সম্মুখীন। মানবতা ও যুদ্ধাপরাধীদের বিচারে দেশের মানুষ যখন সোচ্চার ঠিক সেই মুহূর্তে আলেম ওলামারা একটা মামুলি বিষয় নিয়ে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে। কোথায় তারা সহযোগিতা করবে না করবে সেখানে তারা শুরু করলো বিরোধীতা। তাহলে এই বিরোধীতার পিছনে স্বাধীনতা বিরোধী জামাত শিবির জড়িত কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তারা যেন কোন ধরনের নাশকতা করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজর দেওয়া দরকার। সবশেষে দেশের মঙ্গল কামনা করে এটাই বলতে চাই বঙ্গবন্ধু কি তাহলে ভুল করেছিলেন স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়ে????????
বিষয়: বিবিধ
১৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন