গণজোয়ারের প্রথম শহীদ রাজীব, আমরা তোমাকে ভুলবো না Sad Sad

লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১১:৪৬ রাত



ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজায় লাখো জনতা অংশ নিয়েছে।

মৃতদেহ শাহবাগের গণজাগরণ চত্বরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। কারো কারো চোখে পানি চলে আসে। শোকে ও ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। এ সময় শাহবাগ ও এর আশপাশের এলাকায় বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক সব বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। বিকেল ৫টা ৫৩ মিনিটে জানাজা পড়ান মাওলানা ড. সৈয়দ এমদাদ উদ্দিন।

এ সময় শাহবাগ থেকে টিএসসি, রূপসী বাংলাসহ আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।

এর আগে জাতীয় পতাকা নেড়ে রাজীবের মরদেহে শ্রদ্ধা জানায় উপস্থিত জনতা। বিকেল সাড়ে ৫টায় তার মৃতদেহ নিয়ে আসা হয়। রাজিবের বাবা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি জয়বাংলা স্লোগান দেন।

শুক্রবার রাতে শাহবাগ আন্দোলন থেকে মিরপুরের বাসায় ফেরার পথে খুন হন রাজীব।

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298615
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৮
মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন : ইসলাম বিদ্ধেষীর কারণে হত্যা হয় তবুও জানাযা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File