দেশ থেকে জঙ্গি জামাতকে নির্মূল করায় বর্তমান সরকারকে ধন্যবাদ Happy>- Happy>-

লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ০৮ এপ্রিল, ২০১৩, ০৫:৩৪:২১ বিকাল

বেশ কিছুদিন যাবৎ জামাতের সরাসরি কোনো এ্যাকশন দেখা যাচ্ছে না। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য তারা বেশ জোরেসোরেই রাজপথে নামে কিন্তু বর্তমান সরকারের পুলিশবাহিনীর সাহসী ভূমিকার জন্য তারা পেরে উঠতে পারেনি। যার ফলশ্রুতিতে তাদের কর্মকান্ড বেশ স্তিমিত হয়ে পড়ে, স্তিমিত মানে নাই বললেই চলে। আসলে তারা মুখে কুরআনের ঈমানী শক্তির কথা বললেও অন্তরে তারা সবসময় পাকিস্তানী ও মওদুদী নীতি অনুসরণ করে বলে আল্লাহ তাদের সাথে নাই। কারণ আল্লাহ নাফরমানীদের পছন্দ করেন না। ইসলামের ইতিহাস বা রাসুলুল্লাহ স. এর জীবনীতিহাস পর্যালোচনা করলে কোথাও দেখা যাবে না যে আজকে জামাতের মত দেশ ধ্বংসের কোনো নমুনা। মিথ্যা তথ্য পরিবেশন করে, গ্রামের সাধারণ মুসুল্লিদের রাতের ঘুম হারাম করে, মসজিদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে দেশবিরোধী কর্মকান্ড পরিচালিত করবে। আসলে মিথ্যার উপর ভর করে বেশীদিন টিকে থাকা যায় না সেটা জামাত আবার প্রমাণ করে দিল। সাইদীর ফাসির রায়ের সময় জামাতকে যতটা শক্তিশালী বলে মনে হয়েছিল বর্তমানে তাদের সে তেজ আর নাই। তাদের অন্তশক্তি যে ক্ষয়ে গেছে বর্তমানে তাদের নীরব অবস্থানই তা প্রমাণ করে। দেশ থেকে এইসব জঙ্গি তালেবানী শক্তিকে নিঃশেষ করার জন্য বর্তমান সরকারকে আশু ধন্যবাদ। অন্যদিকে জামাতেরই অঙ্গসংগঠন হেফাজতে ইসলামকেও শক্ত হাতে দমন করার জন্য সরকারের নিকট আবেদন জানাই। কারণ এটা জামাতের নতুন সংস্করণ বা ভার্সন। এদেরকে জামাতই নিয়ন্ত্রণ করছে। নাহলে এতদিন তারা তাদের ১৩ দফা নিয়ে জোরালো আন্দোলন করলো না কেন? এখন জামাত নিঃশেষ হওয়ার পর তারা আবার ব্যাঙের ছাতার মত গর্জে উঠার কারণ কি?

বিষয়: বিবিধ

১৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File