রেশমা উদ্ধারঃ মোল্লাদের গালে চপেটাঘাত
লিখেছেন লিখেছেন ফুল কুমারী ১০ মে, ২০১৩, ০৮:২৮:২৬ রাত
রেশমি উদ্ধারে মোল্লারা নানা কল্পকাহিনী রটাতে শুরু করেছে। তারা বলতে শুরু করেছে "কোন খাবার ছাড়া ১৭ দিন বেঁচে থাকাকিভাবে সম্ভব? মাটির নিচে অনেক অন্ধকার সে খাবার খুঁজে পেল কোথায়? তার কাপড় এবং তার চেহারা দেখে আমার মনে হয় না সে ১৭ দিন আটকে ছিল! সবচেয়ে বড় কথা সে অক্সিজেন পেল কোথায়? আমার ধারনা কিভাবে ১৭ দিন অক্সিজেন ছাড়া শুধু খাবার খেয়ে কোন মানুষ বাঁচে? এসব কথা এটাই প্রমাণ করে উপরওয়ালা যে একজন আছে সেটা তারা বিশ্বাস করতে চাচ্ছে না। কথায় আছে রাখে আল্লাহ মারে কে। একটি মানুষকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে কি আল্লাহ বাঁচাতে পারে না? তাহলে আমরা কি রাসুল (স.) -এর মিরাজকে বিশ্বাস করবো না? আসলে বর্তমান সরকার যে ইসলাম বান্ধব তা আল্লাহ নিজে প্রমাণ করে দেখালেন এই রেশমার দ্বারা। হেফাজতরা কুরআন পুড়ে আল্লাহর নাফরমানী করেছিল। তারপর হাজার হাজার মানুষ মারার মিথ্যা খবর প্রচার করছিল বিধায় আল্লাহ দেখিয়ে দিয়ে গেলেন হে তথাকথিত হেফাজতেরা তোরা দেখ আল্লাহর পথে থাকলে এভাবেই সাহায্য করে।
বিষয়: বিবিধ
১৬৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন