কলকাতায় বাংলাদেশী নায়িকা
লিখেছেন লিখেছেন চোথাবাজ ০২ মার্চ, ২০১৩, ০৪:৪২:০৭ রাত
টিভি নাটকে কাজ করে জয়া আহসানের অভিনয় জীবন শুরু হয়েছিল। এ মাধ্যমে অভিনয় করে জানান দিয়েছিলেন তিনি ভিন্ন পথের যাত্রী। তবে সাম্প্রতিক সময়ে জয়া চলচ্চিত্রে কাজ করে বেশি আলোচিত হয়েছেন। মাঝে ‘গেরিলা’ ও ‘চোরাবালি’ চলচ্চিত্র কাজের মাধ্যমে তিনি দেশীয় চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করেছেন। এবার দেশের বাইরের দর্শকদের মুগ্ধ করার পালা। গত ১ মার্চ ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে টালিগঞ্জে জয়ার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’। পরিচালনা করেছেন অরিন্দম শীল। আর এই চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় গত ২২ ফেব্রুয়ারি। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই মাঝে কলকাতা গিয়েছিলেন জয়া। এরপর গেল ২৭ ফেব্রুয়ারি আবার কলকাতায় গেলেন তিনি। উল্লেখ্য, শ্যামল, চারু, হরি, দুলি, রুনু ও শ্যামলেন্দু-সত্যজিত্ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের এই চরিত্রগুলোর নাম একই সঙ্গে রয়েছে ‘আবর্ত’ চলচ্চিত্রে। কলকাতায় মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়। এ ছবির পরিচালক অরিন্দম দা অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছেন। আমি আমার সবটুকু উজাড় করে কাজ করেছি। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। এখন দর্শক এতে আমাকে গ্রহণ করলেই আমি সার্থক মনে করব নিজেকে।’ এই চলচ্চিত্র ছাড়াও জয়া আহসান এখন দুটি নতুন চলচ্চিত্রের কাজ করছেন। এর মধ্যে একটি হলো সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, অন্যটি সামুরাই মারুফ পরিচালিত ‘পারলে ঠেকা’। প্রথম চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে কাজ করছেন শাকিব খান। আর পারলে ঠেকা চলচ্চিত্রে জয়া একজন ব্যান্ডশিল্পীর চরিত্রে অভিনয় করছেন। এই চলচ্চিত্রের কাজ করতে গিয়ে তাকে নিজ কণ্ঠে গান গাইতেও হয়েছে। এ প্রসঙ্গে জয়া আহসান বললেন, “পারলে ঠেকা ছবিতে আমাকে একটু ভিন্ন চরিত্রেই আবিষ্কার করবেন দর্শকরা। আমি আসলে একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে চাই না। নতুন এই ছবিতে অভিনয় করার সঙ্গে সঙ্গে আমি গানও করেছি। অবশ্য গানটা আমি অনেক আগে করতাম। আমি গান শিখেও ছিলাম। সেই অভিজ্ঞতাটা এবার কাজে লাগালাম। তবে নিয়মিত গান করার কোনো ইচ্ছে আমার নেই। আমি অভিনয় করতেই বেশি ভালোবাসি। অভিনয় নিয়েই থাকতে চাই।”
বিষয়: বিবিধ
১৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন