রংমশাল
লিখেছেন লিখেছেন চোথাবাজ ০৩ জানুয়ারি, ২০১৩, ০৬:০৮:০৫ সন্ধ্যা
যদি বলি নিয়মিত চিঠি দিও, নিশ্চিত আমি, তুমি মনে মনে হাসবে, ব্যাকডেটেড বলবে।
আমাদের ক্রমশ ক্ষয়ে যাওয়া সম্পর্কগুলো আজকাল লিপিবদ্ধ থাকে না কিছুই! তুমি আমাকে ঘন ঘন মেইল করো, ফোন করো, ম্যাসেজ পাঠাও। সভাবতই আমিও জবাব দিই। আমি ভাবি, শব্দের রহস্যশরীরে মিশে থাক তোমার একান্ত ছোঁয়া, হৃদয়ের অকৃত্রিম উত্তাপ। সাদা কাগজে লিখলে তোমার লেখা বেঁকে যায়, আমি জানি। এতে লজ্জার কিছু নেই। তবু বলব, সময় করে একটু চিঠি লিখো, প্লিজ। কথা দিচ্ছি- টু ইস্টু ফোর, অর্থাৎ তুমি দুটো, পরিবর্তে আমি লিখব চারটে, রাজি তো?
হৃদয়ের গহন থেকে উঠে আসা শব্দেরা সকলের থেকে আলাদা। তারা কখনও ভোর রাতে জেগে ওঠে, দিগন্তপ্রসারী ডালপালা মেলে দেয়, সুগন্ধি ছড়ায়, তারাদের সঙ্গে চোখে চোখে কথা বলে, অমরত্বের প্রার্থনা করে।
যখন নাগালে পাবোনা তোমাকে, তোমার শব্দশরীরের আঘ্রাণে জেগে থাকবে এক ছন্নছাড়া বাউল। শীতের কোনও এক দীর্ঘতম রাতে হয়তো আমাদের চিঠির প্রতিটি অক্ষরকে প্রদক্ষিণ করবে আবহমানের স্বপ্ন। হাতে লেখা চিঠির মধ্যে থেকে হয়তো ঝরে পড়বে সম্পর্কের অলীক রংমশাল।
একটি চোথাবাজি পরিবেশনা
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন