যুদ্ধাপরাধীদের ফাসি হলে জামাত-শিবিরেই লাভ। কিভাবে?

লিখেছেন লিখেছেন চোথাবাজ ২২ জানুয়ারি, ২০১৩, ০২:০৫:২২ দুপুর



গতকাল ফাসির আদেশ হওয়ার পর থেকে জামাত-শিবির ভক্ত ব্লগারদের মধ্যে এক ধরনের মনমরা ভাব দেখা যাচ্ছে। তারা দেখছে, এভাবে একে একে তাদের সব পুরোনো নেতাদের ফাসি হবে। আসলে এমনটা ভাবা ঠিক নয়। যুদ্ধাপরাধের বিচার হলে জামাতেরই লাভ। কিভাবে?

১। জাতি এই বিচারের ভার থেকে মুক্ত হবে, জামাত-শিবির দল হিসেবে যুদ্ধাপরাধি তকমা থেকে মুক্তি পাবে।

২। যাদের ফাসি হচ্ছে তারা কিন্তু সবাই বু ড়ো । এর না থাকলে দলটিতে নতুন নেতৃত্ব আসবে। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোন অভিযোগ থাকবে না। দল নতুন করে কাজ শুরু করতে পারবে।

৩। জামাত-শিবিরে কিছু ভালো ও সৎ মানুষ আছে এটা সত্য। কিন্তু এরা রাজাকারের দল হওয়া অনেক ভালো মানুষ এই দলে যোগ দিতে চায় না। তারা হয়তো যোগ দিতে পারে।

৪। সব চেয়ে বড় কথা এর ফলে ভবিষ্যতে যুদ্ধাপরাধ ইস্যুতে জাতি আর বিভক্ত থাকবে না

সুতরাং আমার মতে জাশির যে সব নবীন ব্লগার না বুঝে এই ফাসির বিরুধীতা করছেন, তাদের বলি, আসুন চিন্তা করুন, আর এই রায়কে সাপোর্ট করুন। লাভ আপনাদেরই

বিষয়: বিবিধ

১৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File