টুডে ব্লগে নতুন ফিচার ও কিছু সমস্যার সমাধান প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন সম্পাদক ১৯ মার্চ, ২০১৩, ০৪:০৭:০২ বিকাল

সুপ্রিয় ব্লগার,

টুডে ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সবার জন্য খুশির খবর যে, মাত্র দুই মাসেই টুডে ব্লগ বেশ জনপ্রিয় হয়ে ঊঠেছে। এক্ষেত্রে আপনাদের সক্রিয় অংশ গ্রহণ অনস্বীকার্য’। আমরা আগেও বলেছি নবীনতম ব্লগ হিসেবে এতে কিছু কারিগরী সমস্যা থাকা অস্বাভাবিক নয়। ইতিমধ্যে যে কারিগরি ত্রুটি আমাদের চোখে পড়েছে যেগুলো প্রায় সব সমাধানের পথে, সাথে কিছু নতুন ফিচারও এ্যাড করা হয়েছে--

১. প্রিয় ব্লগার অপশানপ্রিয় ব্লগারআপনি যাদের প্রিয় এই নামে দুটি অপশান যোগ করা হয়েছে

২. রেডি কমেন্ট ঃ ইন্টারনেট এক্সপ্লয়ার (Internet Explorer) ব্রাউজার থেকে অনেকের “রেডি কমেন্ট” করতে সমস্যা হচ্ছিলো সেটিও এখন সমাধান হয়েছে

৩. নোটিফিক্যাশান

৩.১ নতুন জবাবের সুবিধাটি এখন পুরোদমে কাজ করছে । এক্ষেত্রে আপনি আপনার পুরোনো নতুন জবাব গুলো পড়ে ফেলুন। তাহলে বক্সটি খালি দেখাবে।

৩.২ পড়ার আমন্ত্রন সুবিধাটিও পুরোদমে কাজ করছে । এক্ষেত্রেও আপনি আপনার পুরোনো আমন্ত্রন গুলো পড়ে ফেলুন তাহলে বক্সটি খালি দেখাবে।

৪. কোন কারিগরী ত্রুটির আপনার চোখে পড়ে তাহলে সেটি এখানে-ওখানে আলোচনা না করে আমাদের মেইলে () জানান। ব্লগকে আরো ব্যবহার-বান্ধব করতে আমরা আরো কিছু নতুন সুবিধা সংযোগ করার কাজ করছি। এক্ষেত্রে আপনাদের ধৈর্‍্য এ ও সহযোগিতা কাম্য ।

ধন্যবাদান্তে

টুডে ব্লগ টিম

বিষয়: বিবিধ

২৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File