আবারও নতুন ডোমেইনে বিডিটুডে
লিখেছেন লিখেছেন সম্পাদক ২৯ জানুয়ারি, ২০১৫, ০১:৩০:৪৭ দুপুর
সুপ্রিয় পাঠক,
আবারও সরকারের কালো থাবায় নিপতিত হলো bdmonitor.net নামের জনপ্রিয় ওয়েব পোর্টালটি। মাটি ও মানুষের পক্ষে সোচ্চার এই সাইটটি এর আগেও বেশ কয়েকবার বিনা কারণে সরকারের খড়গহস্তে পতিত হয়। যতবার ব্লক করা হয় ততবারই আমাদের নতুন ডোমেইনে চলে যেতে হয়েছে। সর্বশেষ (bdmonitor.net ) সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না বিধায় আমরা নতুন ডোমেইন http://www.bd-today.net চলে এসেছি । পাশাপাশি পূর্বের ডোমেইনেও দেখতে পাবেন।
নতুন সাইটে আসায় কিছু সমস্যা হতে পারে। আমরা সমাধানের চেষ্টা করছি ।
ধন্যবাদান্তে,
সম্পাদক
বিষয়: বিবিধ
২১৭৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। আমরা আছি আপনাদের সাথে।
ধর্মীয় পরিবেশ ও ব্লগ পরিবেশ নষ্টকারী কিছু ব্লগার ও ব্লগ নীতিমালা বিরোধী পোস্ট ও কমেন্ট দেখা যায় -এ ব্যাপারে আপনাদের মোডারেশন কোঠর হবে আশা করি। নতুন-পুরাতন কিছু কমেন্ট অদৃশ্য হয়ে আছে, তা ফিরে আসবে আশা করি। ব্লগারদের কিছু প্রস্তাব ছিল (যেমন ভালো লাগা বাটন, প্রিয় তালিকার কোটা বৃদ্ধি, বারতা সংযোজন ইত্যাদি) তা ভবিষ্যতে বাস্তবায়ন হবে আশা রাখছি।
এটি কী এই সমস্যার জন্য হয়েছে!? আমার মনে হয়না।
আমার লেখা তেমন চমকপ্রদ হয়না তবে কারনটা জানলে খুশি হতাম।
শুভ কামনা বিডি টুডে ব্লগ।
মন্তব্য করতে লগইন করুন