আবারও নতুন ডোমেইনে বিডিটুডে

লিখেছেন লিখেছেন সম্পাদক ২৯ জানুয়ারি, ২০১৫, ০১:৩০:৪৭ দুপুর



সুপ্রিয় পাঠক,

আবারও সরকারের কালো থাবায় নিপতিত হলো bdmonitor.net নামের জনপ্রিয় ওয়েব পোর্টালটি। মাটি ও মানুষের পক্ষে সোচ্চার এই সাইটটি এর আগেও বেশ কয়েকবার বিনা কারণে সরকারের খড়গহস্তে পতিত হয়। যতবার ব্লক করা হয় ততবারই আমাদের নতুন ডোমেইনে চলে যেতে হয়েছে। সর্বশেষ (bdmonitor.net ) সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না বিধায় আমরা নতুন ডোমেইন http://www.bd-today.net চলে এসেছি । পাশাপাশি পূর্বের ডোমেইনেও দেখতে পাবেন।

নতুন সাইটে আসায় কিছু সমস্যা হতে পারে। আমরা সমাধানের চেষ্টা করছি ।

ধন্যবাদান্তে,

সম্পাদক

বিষয়: বিবিধ

২২০০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302007
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৪
মাটিরলাঠি লিখেছেন :
অনেক অনেক ধন্যবাদ আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। আমরা আছি আপনাদের সাথে।

ধর্মীয় পরিবেশ ও ব্লগ পরিবেশ নষ্টকারী কিছু ব্লগার ও ব্লগ নীতিমালা বিরোধী পোস্ট ও কমেন্ট দেখা যায় -এ ব্যাপারে আপনাদের মোডারেশন কোঠর হবে আশা করি। নতুন-পুরাতন কিছু কমেন্ট অদৃশ্য হয়ে আছে, তা ফিরে আসবে আশা করি। ব্লগারদের কিছু প্রস্তাব ছিল (যেমন ভালো লাগা বাটন, প্রিয় তালিকার কোটা বৃদ্ধি, বারতা সংযোজন ইত্যাদি) তা ভবিষ্যতে বাস্তবায়ন হবে আশা রাখছি। Good Luck Good Luck

302009
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৫
হতভাগা লিখেছেন : সরকারের কালো থাবায় বার বার পড়ে কেন ?

302013
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। আমরা আছি আপনাদের সাথে।
302016
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : নতুন ডোমেইন এও প্রক্সি ছাড়া ঢোকা যাচ্ছেনা।
302019
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪২
অনেক পথ বাকি লিখেছেন : সাব্বাস Applause Applause Applause আগায়া যান সাথে আছি।
302031
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। নতুম ডোমেইনে লগইন করার পর আমার গতকালের "৭৮৬=বিসমিল্লাহ নাকি হরে কৃষ্ণ" শিরোনামে লিখা পোষ্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া পোফাইল ফটো নতুনটার পরিবর্তে পুরাতনটা শো করছে।
302040
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাননীয় সম্পাদক সাহেব। আপনাদের নিরলস প্রচেষ্টা ও অবিরাম উদ্যোগকে শ্রদ্ধা জানাই, যা সত্যিই প্রশংসনীয়। গত ২৮/০১/১৫ তাং এর বেশ কয়েকটি লিখা আমারটি সহ দেখতে পাচ্ছি না। সমাধানের অনুরোধ রইলো।
302071
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন :
একসাথে আমার একাধিক পোষ্ট রিমুভ করা হয়েছে। কিন্তু আমি বিডি টুডে ব্লগ থেকে কোনো ইমেইল বার্তা পাইনি যে, কোন কারনে আমার পোষ্ট রিমুভ করা হয়েছে।


এটি কী এই সমস্যার জন্য হয়েছে!? আমার মনে হয়না।

আমার লেখা তেমন চমকপ্রদ হয়না তবে কারনটা জানলে খুশি হতাম।

শুভ কামনা বিডি টুডে ব্লগ।
302095
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:০২
শেখের পোলা লিখেছেন : বিষয়টি প্রচারের জন্য ধন্যবাদ৷ আমি ব্লগটির দীর্ঘায়ূ কামনা করি৷
১০
302115
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি সাইট নতুন ডোমেইন ও সার্ভার এর স্থানান্তর এর জন্য যে সমস্যা হয় দির্ঘদিন টেলিকম সার্ভিস এ কাজের অভিজ্ঞতায় তা জানা আছে। অনেক কষ্ট ও ব্যায় স্বিকার করে আপনারা এই সাইট টিকে বাচিয়ে রেখেছেন সেই জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সাথে আছি এবং একদিন এর প্রতিদান পাবেন।
১১
320210
১৫ মে ২০১৫ বিকাল ০৫:৪৯
মাজহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম, ব্লগের নিক নেম পরিবর্তন করার জন্য তিনটা মেইল করেছি কিন্তু আপনাদের কোন প্রকার জবাব পাওয়া যায় নাই আশা করি বিষয়টা একটু দেখবেন, সর্বশেষ মেইল করেছি ১৩ই মে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File