মাকে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতা " প্রিয় মা" (আপডেট)

লিখেছেন লিখেছেন সম্পাদক ০৩ মার্চ, ২০১৩, ০২:৩৩:০১ দুপুর



প্রিয় ব্লগার,

প্রাণঢালা শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি সবাইকে।

হাজারো ব্লগারের লেখনির ছোঁয়ায় ছন্দে, গল্পে, ভিন্নধর্মী জীবনভিত্তিক আলোচনা, সুন্দর শালীন সুরুচিপূর্ণ সমালোচনা, তথ্য ভিত্তিক লেখা প্রভৃতি বিভিন্ন কিছুর সম্মিলনে সমৃদ্ধ হবে আমাদের প্রিয় বাংলাভাষা, সেই প্রত্যাশায়ই শুরু হয়েছে টুডে ব্লগের অগ্রযাত্রা। এক ঝাঁক কলম শিল্পী তৈরীর স্বপ্ন নিয়েই এর পথ চলা।

আপনাদের পর্যায়ক্রমিক ও উত্তরোত্তর আগ্রহ আমাদেরও আনন্দিত করেছে। আপনারা জেনে খুশী হবেন যে, আপনাদেরকে নিয়ে সারা বছর ব্যপী আমাদের ঝুলিতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন ধর্মী প্রতিযোগিতার এই চমকগুলো আপনাদের উৎসাহিত করবে বলে আমাদের একান্ত বিশ্বাস।

বলুন দেখি, কোন সে প্রিয় জন যার নিঃস্বার্থ ত্যাগ আর ভালোবাসার ছোঁয়ায় তিল তিল করে গড়ে উঠেছে আমাদের জীবন? কে তিনি? যিনি তার সারাটি জীবন নিজের শান্তিকে পীড়িত করে স্নেহের আঁচল বিছিয়ে রেখেছেন আমাদের চলার পথে? নিজের সমস্ত স্বার্থ আর সুখকে বিসর্জন দিয়ে আমাদেরকে মমতার ছায়ায় জড়িয়ে রেখেছিলেন শৈশবের দিনগুলোয়। জীবনের এ পর্যায়ে এসে ও যার বিনিদ্র রজনীর দোয়া আর প্রভুর দরবারে মিনতির ধর্ণা আর্শীবাদের ঝর্ণাধারা হয়ে সিক্ত রেখেছে আমাদের চলার পথকে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে/ মা'কে মনে পড়ে আমার মা'কে মনে পড়ে..........

সম্মানিত ব্লগার,

আপনারা নিশ্চয় বুঝতে পারছেন তিনিই আমাদের প্রিয় স্নেহময়ী 'মা'। যাকে নিয়ে কবিরা তুলেছেন ছন্দের জোয়ার, গীতিকার তুলেছেন সুরের মূর্ছনা। বহতা জীবনের পথ চলার বাঁকে আমাদের কারো জীবনে স্নেহময়ী মা'য়ের উপস্থিতি হয়তো এখনো সুখের কাঁপন ছড়ায়। আর কারো বা মাথার উপর হতে হারিয়ে যাওয়া সেই স্নেহের আঁচল বেদনার বারিধি জাগায় প্রতিক্ষণ। হারিয়ে যাওয়া সব মা'য়েদের জন্য আমরা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত জানিয়ে রাখলাম পরম করুণাময়ের দরবারে।

আমাদের টুডে ব্লগের প্রথম 'বিষয় ভিত্তিক' লিখা আমরা নির্ধারণ করেছি 'প্রিয় মা'

বিষয় ঃ

মা'কে নিয়ে আপনার শৈশবের কোন মধুর স্মৃতি, কোন বিষাদের ঘটনা, মা'কে অনুভবের অনুভূতি, মায়ের আদর, কিংবা মায়ের শাসন, মায়ের বিদায় ইত্যাদি যে কোন বিষয় নিয়ে আপনারা লিখতে পারেন।

লেখার পরিধিঃ

লেখার পরিধি ব্লগের পাঠকদের ধৈর্যের সাথে সঙ্গতি পূর্ণ হয় তেমন একটি অবস্থানে লিখলেই ভালো।

পুরস্কারঃ

এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয়তৃতীয় স্থান অধিকারকারীদের জন্য রয়েছে অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার।

সেই সাথে ধারাবাহিক ভাবে পরবর্তী ৫ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

এই প্রতিযোগিতা শুরু:- ৩ মার্চ, ২০১৩

প্রতিযোগিতার লেখা জমা দেবার শেষ তারিখ:- ২০ এপ্রিল, ২০১৩

লেখা পোষ্ট করার সময়, বিভাগ " প্রতিযোগিতা" নির্বাচন করলেই ব্লগ প্রতিযোগিতার পাতায় চলে যাবে আপনার লেখাটি।

একজন ব্লগার এই বিষয়ে সর্বোচ্চ দুটি লেখা দিতে পারবেন।

তবে আর দেরী কেন। আজই সচল করুন আপনার ভাবনার চাকা। লিখতে শুরু করুন আপনার প্রিয় মা'কে নিয়ে। আর হ্যাঁ প্রিয় মা'কে নিয়ে এই লিখাটি মা'কে দেখাতে ভুলবেন না কিছুতেই। টুডে ব্লগের পক্ষ হতে সব মায়েদের জন্য রইলো সশ্রদ্ধ সালাম।

ধন্যবাদান্তে

সম্পাদক

বিষয়: বিবিধ

৭৭৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File