জরুরী ঘোষণা : আবারও নতুন ডোমেইনে বিডিটুডে

লিখেছেন লিখেছেন সম্পাদক ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫৮:২৭ দুপুর



সুপ্রিয় পাঠক,

আবারও সরকারের কালো থাবায় নিপতিত হলো onbangladesh.org নামের জনপ্রিয় ওয়েব পোর্টালটি। মাটি ও মানুষের পক্ষে সোচ্চার এই সাইটটি এর আগেও বেশ কয়েকবার বিনা কারণে সরকারের খড়গহস্তে পতিত হয়। যতবার ব্লক করা হয় ততবারই আমাদের নতুন ডোমেইনে চলে যেতে হয়েছে। সর্বশেষ (onbangladesh.org ) সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না বিধায় আমরা নতুন ডোমেইন http://www.bdmonitor.net চলে যাচ্ছি। আজ রাত থেকে পাঠক সরাসরি এই ডোমেইনে সাইটটি সচল পাবেন। পাশাপাশি পূর্বের ডোমেইনেও দেখতে পাবেন।

ধন্যবাদান্তে,

সম্পাদক

বিষয়: বিবিধ

৩৩২১ বার পঠিত, ৭৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263631
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া, আপনাদের দেওয়া নতুন ডোমনইন এ প্রবশে করলে এইটা আসে
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
207252
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি আগের সাইটেই পাচ্চি আমার কোন সমস্যা আগেও হয় নাই, এখনো হচ্ছে না।
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫০
207333
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমি আগের ডোমেইনেই আছি বোধ হয় আজ রাতের পর এইটা কার্যকর হবে।
263633
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad ঘটনাটা দুঃখজনক। একটা সাইটকে সরকার সহ্য করতে পারছেনা তাহলে তাদের খুঁটির জোর কতটুকু সহজেই অনুমেয়।
263634
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
নানা ভাই লিখেছেন : সাবাশ বিডিটুডে!
এ লড়াইতে আমরাও আছি!!!
লড়াই চলবে........। Good Luck
263635
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সরকারের প্রচেষ্টা ঘৃণিত, এই সরকারের আগে পরের সব সরকার গুলোই তথ্য প্রবাহে আতঙ্কিত ছিল। নিজের অনেক মিথ্যা তথ্য ও তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বলে, সত্য কথাটিকে ভয় পায় ও সেটার মুখ রূদ্ধ করতে চায়।

সাহসী পদক্ষেপের জন্য টু'ডে ব্লগ ও ম্যাগাজিন কে ধন্যবাদ। আমরা সর্বদা পাশেই আছি। ধন্যবাদ।
263637
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
আমজনতার কথা লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose

এ লড়াইয়ে সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমি অবশ্য আগের সাইটে পাচ্ছি। Angel Angel
263639
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
বেআক্কেল লিখেছেন : সরকারের ফাজলামীর তীব্র নিন্দা জানাই। মুজিব কাকু চারটি পত্রিকা রাইখা বাকী সব পত্রিকা বন্ধ করছিল। কিন্তু পত্রিকা বন্ধ হয় নাই, মুজিব কাকু বন্ধ হইয়াছিলেন। আমরা আপনেদের সাথে আছি।
263641
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
সুশীল লিখেছেন : ঘটনাটা দুঃখজনক ।আমরা আপনেদের সাথে আছি।
263645
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
আবু ফারিহা লিখেছেন : সাহসী ও সুন্দর পদক্ষেপের জন্যে অাপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বদা পাশে আছি।
263646
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
কথার_খই লিখেছেন : এটা একটা নিন্দনীয় কাজ, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে অবৈধ সরকার! তিব্র নিন্দা জানাচ্ছি।
১০
263647
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
ইমরান ভাই লিখেছেন : এই প্রবলেম নিয়া আমি পোস্ট দিছি Crying
যাক সস্থি পেলুম :-) আমি ভাবছিলুম আমারি সমস্যা মনেহয় এখন দেখি সরকারের সমস্যা Big Grin
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
207238
ফেরারী মন লিখেছেন : আপনার না ব্লগ ছেড়ে যাওয়ার কথা। আবার ফিইর‌্যা আইছেন কিল্লাই? phbbbbt Punch Punch
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৪
207241
ইমরান ভাই লিখেছেন : আপনাদের মতো কিছু মানুষরে ক্যাচ ধরমু বইললা Tongue
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
207263
নোমান২৯ লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১১
263651
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
জাগো মানুস জাগো লিখেছেন : its too much.
১২
263652
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
ইক্লিপ্স লিখেছেন : এই জন্যই বলি ব্লগ খোলে না কেন? তীব্র নিন্দা জানাই সরকারের এই হীনমন্য আচরণের।
১৩
263655
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
আল সাঈদ লিখেছেন : সত্যকে তারাই ভয় যাদের কার্যকলাপ খারাপ। বন্ধ করে এটাই প্রমান করছে।
১৪
263657
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০২
প্রবাসী মজুমদার লিখেছেন : যার হায়া শরম নেই, সে সন্ত্রাস লালন করেনা শুধু, নিজেদের গড়া সন্ত্রাসের কারখানায় গড ফাদার তৈরী করে, তাদেরকে নিন্দা করে লাভ নেই।

ব্লগারদের হৃদয়ে নীড় হল ব্লগ। ব্লগারদের মত প্রকাশের একমাত্র মাধ্যম এ ব্লগের বিরুদ্ধে সরকারের ন্যাক্কার জনক পদক্ষেপ ব্লগ কতৃপক্ষকে নয়, আমাদের সবার কন্ঠ রোধের শামীল। তাই ব্লগাররা শুধুমাত্র নিন্দা করে বসে থাকলে চলবে না। তাদেরকে এগিয়ে আসতে হবে। বজ্র কন্ঠে আওয়াজ তুলতে হবে। প্রতিহিংসার এ রাজনীতি চর্চা বন্ধে ব্লগারদের লিখতে হবে। প্রয়োজনে নিজেদের অকুন্ঠ সাপোর্ট দিয়ে এটিকে এগিয়ে নেবার জন্য এক হতে হবে। এটি এখন সময়ের দাবী ব্লগারদের ঐক্য গড়ে তোলার মাধ্যমে ব্লগকে রক্ষা করা।

ধন্যবাদ কতৃপক্ষকে যারা হিংসুটে অযোগ্য অর্থর্ব একটি গোষ্ঠীর হাজারো প্রতিবন্ধকতায় টিকে আছে।
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
207257
ইবনে হাসেম লিখেছেন : সাথে আছি বস। দেশে গিয়া অনেক কিছু করলেন। দেখছি, পড়ছি। আবার আসছি।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
207262
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সংগ্রামী মজুমদার ভাইয়া। ঐক্যবদ্ধ কর্মসূচীর ডাক দিন। আশাকরি সকল কলম যোদ্ধারা এ বিষয়ে একযোগে ঝাঁপিয়ে পড়বে জাতির এই মূর্তিমান বিপদ ও চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে। এরা মানুষ নয় দেশের তথা গণমানুষের শত্রু আপনার আমার সকলের রক্তশোষক।
১৫
263659
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এইভাবে আর কয়দিন টিকে থাকা যায়? সরকারবিরোধী পোস্ট একটু কম ছাড়েন। ব্লগে এরকম নিন্দাজ্ঞাপনমূলক কথাবার্তা অনেকেই বলেন কিন্তু বিপদে পড়লে কেউ কোনদিন কোনোপ্রকার সাহায্য করবে না। যার মাল (সরিষা) তার তেল।
১৬
263660
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
আহমদ মুসা লিখেছেন : এর আগেও বেশ কয়েকবার বন্ধ করার ফলে কর্তৃপক্ষ নোটিস টাঙ্গিয়ে আমাদের জানান দিয়েছিল। তখন বিভিন্ন ব্লগার তীব্রঘৃণা মিশ্রিত প্রদিবাদী কমেন্ট করে সরকারী এসব গর্হিত কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমিও কয়েকবার প্রতিবাদ করে মন্তব্য/পোস্ট করেছিলাম। এখন আর এসব গর্হিত কাজ কারবারের প্রতিবাদ করতে মন চাই না।
অবৈধভাবে নির্বাচনী তামাশার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে জগৎদল পাথরের ন্যায় জাতির ঘাড়ের উপর বসে থাকা দেশ ও মাটির সাথে শেখড়হীন এক কৃত্রিম জানোয়ার বা হাইওয়ানে নালায়েক। আমাদের দেশীয় জাতের শিয়াল যেমন দিনের বেলায় সূর্যালোকে নিজেকে জাহির করতে পারে না তেমনই এসব অন্ধকার গলির রাজনৈতিক মন্দ কীটগুলোও আলোকিত পথ কি জিনিস তা দেখতে ও বুঝতে হিম্মত করে না। তাদের চিন্তা ভাবনায় যেমন পশ্চাৎমূখিতা খাসলত-স্বাভাবেও এরা মারাত্মকভাবে দড়ি ছেড়া বলদের মত। প্রতিবেশী ল্যান্ডিয়ান শেল্টারগান্ধী আর নরাধম মোদিরাই মূলত টেশ দিয়ে রেখেছে বাংলাদেশের ক্ষমতায়। এভাবে যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিন তারা দেশের ভাল যাকিছু আছে সবকিছুই ধ্বংস বা বন্ধ করার সিলসিলা চালু রাখবে। আওয়ামী জাহেল মুর্খদের এসব বজ্জাতগিরির মোকাবিলা করেই ঠিকে থাকতে হবে। এসব জ্ঞানপাপী মূর্খদের কোনদিনই বোধদয় হবে না যে কোন অনলাইন বিত্তিক আদর্শিক আন্দোলন বা সামাজিক মিডিয়াগুলোর আবেদন দিন দিন বাড়ছে বিরাম গতিতে। শত চেষ্ট করেও এসব এই গতিকে আকটিয়ে দেযা সম্ভব নয় তা আত্মবিকৃত, বিবেক বর্জিত রাজনৈতিক টাউটদের বুঝে আসার কথা নয়। তারা এখনো আছে সেই মান্ধাত্মার আমল তাদের তথাকথিত পিতার পলিসি তথা চারটি রাষ্ট্রীয় পত্রিকা খোলা রেখে বাকী সমস্ত বিরোধী/প্রতিবাদী মিডিয়ার কন্ঠরোধ করলেই সবকিছু দমিয়ে রাখা সম্ভব হবে জ্ঞান করে। প্রদীপের আলোতে সবকিছু আলোকিত হয়ে সবার দৃষ্টিগোচর হলেও কিছু কিছু গর্দভ আছে যারা নিজের চোখ বন্ধ রেখে বলতে থাকে কিছুই দেখা যাচ্ছে না!! আওয়ামী পলিসিও অনেকটা সেরকমই। এযাবত কতবারই না বন্ধ করার ব্যার্থ চেষ্টা করা হলো টুডে ব্লগকে। কিন্তু স্থায়ীভাবে কোন অবস্থাতেই টুডে ব্লগের অগ্রযাত্রা রোধ করা সম্ভব হয়েছে? কিন্তু এসব নির্বোধ বেকুবদের কে বুঝাবে তাদের অন্যায় কাজটাও চরমভাবে ব্যর্থ হতেই থাকবে। এসব লেজকাটা শেয়ালের বাচ্চাদের কখনো বুঝে আসবে না যে একটি ওয়েব সাইট বা তার ডোমেইন বন্ধ করলেই হাজার হাজার ব্লগার/ভিজিটর/পাঠকদের অন্তরের চাহিদার উপর নিয়ন্ত্রয়ণ আরোপ করতে পারবে না!
১৭
263662
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
ইবনে আহমাদ লিখেছেন : প্রতিবাদ করার কোন ভাষা নেই। ঘৃণা জানাবার কোন শব্দ নাই।এদের জন্য শুধু করুণা হয়। তাদের জন্য দোয়া করার ও প্রয়োজন।
সম্মানীতি সম্পাদক এবং এডমিনদের জন্য আমাদের প্রাণ ভরা দোয়া রইল।
আমাদের এই প্রিয় অঙ্গণটি যেন মহান আল্লাহ হেফাজত করেন। এবং টিকে থাকার জন্য আমরা সবাই ভুমিকা রাখতে পারি।
১৮
263665
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৭
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
207265
নোমান২৯ লিখেছেন : কান্না করে লাভ হবে না|হাতুড়ি নিয়ে দৌড়াতে হবে|Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Broken Heart |
১৯
263668
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমরা আপনার সাথে আছি।
২০
263675
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
মামুন লিখেছেন : আমি আগের সাইটই পাচ্ছি এখনো।
ঘটনাটি দুঃখজনক।
সাথে রয়েছি, ইনশা আল্লাহ থাকব। Good Luck
২১
263682
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
নূর আল আমিন লিখেছেন : সরকারের চুলকানী ব্লগ নয় সরকারের চুলকানী এই ব্লগে ইসলাম প্রচার করা হয়
২২
263690
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : গতকাল যখন আমি ব্লগে প্রবেশ ঢুকতে পারছিলাম তখনই কেন যেন মনে হল আবার সমস্যা হইনি তো? আজ অনেক চেষ্টার পর যখন ঢুকলাম অমনি নোটিশ টি নজরে পরল। তীব্র
নিন্দা জানাই
সরকারের এই হীনমন্য
আচরণের।
২৩
263691
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩০
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : গতকাল যখন আমি ব্লগে ঢুকতে পারছিলাম তখনই কেন যেন মনে হল আবার সমস্যা হইনি তো? আজ অনেক চেষ্টার পর যখন ঢুকলাম অমনি নোটিশ টি নজরে পরল। তীব্র
নিন্দা জানাই
সরকারের এই হীনমন্য
আচরণের।
২৪
263700
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
ইবনে হাসেম লিখেছেন : ব্লগটিকে আরো শক্তিশালী করতে হবে। সবার সহযোগিতা কাম্য।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
207261
সন্ধাতারা লিখেছেন : আপনার মন্তব্য অন্নেক অন্নেক গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট করে প্রস্তাব করুণ প্লীজ। সাথে থাকবো ইনশাল্লাহ।
২৫
263701
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
আবু নাইম লিখেছেন : আমিও বেশ কিছু দিন পাচ্ছিলাম না। আমাদের অফিসের আইটি সেকশনকে বললাম তারাও অনেক চেষ্টা করল কিন্তু পারল না। পড়ে আমি তাদেরকে বললাম এ সাইটটি না পেলে যাদের কাছথেকে আমরা নেট কানেকশন এনেছি ওদেরকে বলেন না হলে আইএসপি চেঞ্জ করেন। মোটামুটি ভালভাবে বলার পর এখন ঠিকই পাচ্ছি।

তাই অনেক আমরা যাদের কাছ থেকে নেট কানেকশন নেই ওরা যদি বিরোধী মতের হয় তাদের ওরাও অনেক সময় বন্ধ করে রাখতে পারে।
২৬
263703
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
জেদ্দাবাসী লিখেছেন : কয়েকদিন খুব শ্লো হচ্ছিল, মনে করেছিলাম নেটের দোষ। কিন্তু দেশটা যে অমাননীয় শেখ হাসিনা চালাচ্ছে ভুলে গিয়েছিলাম।
ধন্যবাদ

২৭
263705
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সংগ্রামী সম্পাদক সাহেব। আপনাকে আমার অনিঃশেষ প্রাণঢালা বীরত্বপূর্ণ অভিনন্দন। যে অশুভ গোষ্ঠীর নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে বিডি কর্তৃপক্ষ তথা ব্লগার ও পাঠকরা সর্বোতভাবে এক বিশেষ মহতী লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ তা যেকোন কিছুর মূল্যেই ঐক্যবদ্ধভাবে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। মহান রাব্বুল আলামীন আমাদের এই মহৎ উদ্দেশ্য পূরণে সাহায্যকারী হবেন। ইনশাল্লাহ। আমাদের দৃঢ় প্রত্যয়ী চেতনা ও সাহায্য সহযোগিীতা সবসময় আপনার সাথে থাকবে। রাব্বুল আলামীন আমাদের সকলকেই কবুল করুণ এবং মুসলমান নামের অদ্ভুদ শাসকদের ঈমানী জ্ঞান দান করুণ এই কামনা করি।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
207278
ইবনে হাসেম লিখেছেন : কঠিন বিপদে ফেললেন দেখছি। তবে একটা প্রস্তাব এখুনি মাথায় উঁকি দিয়েছে। আপনার মতো উদ্যমী এবং যত্নশীল ব্লগার দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। যেসব প্রতিশ্রুতিশীল এবং শক্তিশালী ব্লগাররা, যাদের আমরা মনে মনে শিক্ষকের মর্যাদা দিয়েছিলাম তাঁদের ফিরিয়ে আনতে যে কোনভাবে যোগাযোগ প্রতিষ্ঠা করুন। তাঁদের অভিযোগগুলোর শুনানী গ্রহন করুন এবং সমাধানের আশ্বাস দিন। আমার প্রিয়দের মাঝে রেহনুমা বিনতে আনিস আপুকে অনেক অনেক মিস করি। এরকম আরো আছেন।
২৮
263712
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
আবু সাইফ লিখেছেন : (ব্লগের)সিপাহসালার যদি সাহস না হারান তবে সিপাহিরা লড়তে পারে শেষ নিঃশ্বাস পর্যন্ত-

কিন্তু তাঁকে মাঝে মাঝে কেমন যেন হতোদ্যম মনে হয়-

জীবানুমুক্ত তাজারক্তের ডোনাররা তো লাইনে দন্ডায়মান আছেই - থাকবে ইনশাআল্লাহ
২৯
263717
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
নোমান২৯ লিখেছেন : কত নীচু মানসিকতা দেখাবে আর ??| Liar Liar phbbbbt phbbbbt
৩০
263720
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
নীল জোছনা লিখেছেন : জামাতি তালেবানদের অত্যাচারে অতিষ্ট হয়ে সরকার বার বার ব্লগ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ব্লগ থেকে এসব যুদ্ধাপরাধী জামাতি তালেবানদের ঝেটিয়ে বিদায় করেন দেখবেন আরামে বসে ব্লগিং করা যাবে।

তাই আজ থেকে স্লোগান হোক ---
দা ব্ল্লম হাতে ধরো
জামাতি তালেবান বিদায় করো
৩১
263729
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাদের বিপদের মুখেও ধৈর্যহারা না হয়ে আমাদের জন্য এই ব্যায়বহুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। যে নামেই হোক বিডিব্লগ এর সাথে অাছি ইনশাআল্লাহ।
৩২
263735
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ সম্পাদক মহোদয় ও ধন্যবাদ সাহসী ব্লগার ভাইবোন, চাচা,নানা, ভাতিজা, ভাতিজীরা৷ অনুরোধ, মনোবল যেন অক্ষুন্ন থাকে৷ ঢেঁকীকে সকলে লাথিই মারেে, তাতে তার চাহিদাই পূরণ হয়, কিছু বিগড়ায়না৷
মাঝে কয়েকদিন ব্লগে ঢুঁকতে পারিনি, কোনও দিনবা ম্যাগাজিন ঘুরে এসেছি৷ বুঝিকম তাই নিজের অক্ষমতাই ভেবেছি৷ এখন স্বস্তি পেলাম৷ সবাই ছিলাম, আছি, থাকব ইনশাআ্লাহ৷
৩৩
263737
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
জুমানা লিখেছেন : সাহসী পদক্ষেপের জন্য টু'ডে ব্লগ ও ম্যাগাজিন কে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আমরা সর্বদা আপনাদের পাশেই আছি।আপনাদেরকে ধন্যবাদ। Crying Crying Crying
৩৪
263743
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
লোকমান লিখেছেন : নির্লজ্জ সরকারের নির্লজ্জ কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সাহসী সম্পাদককে। বিডিটুডে'র সাথে ছিলাম সাথেই আছি এবং সাথেই থাকবো ইনশা আল্লাহ।
৩৫
263751
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
বাকপ্রবাস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up বেজন্মা সরকার থেকে ব্লগ যেন রক্ষা পায় সেই কামনা করি, এগিয়ে চলুক সাথে আছি
৩৬
263769
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৫
আতিক খান লিখেছেন : বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল মাঝে মাঝে। ভালো উদ্যোগ।
৩৭
263772
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৪
পবিত্র লিখেছেন : অনেক দিন থেকেই দেখছি ব্লগের সমস্যা! তাহলে একারণেই হচ্ছিল! Sad Sad
৩৮
263775
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : বিকল্প পথ তৈরী করার জন্য অনেক ধন্যবাদ।
৩৯
263785
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে বলছি এই ব্লগের নাম থেকে টুডে বাদ দিয়ে শুধু BD Blog অথবা বাংলাদেশ ব্লগ রাখলে ভাল হয়। ব্লগের কভার ফটোটি পরিবর্তন করুন।
৪০
263787
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
হতভাগা লিখেছেন : সরকার যদি জনপ্রিয় হয়েই থাকে তাহলে সমালোচনাকে ভয় করে কেন ?

যুক্তিকে যুক্তি দিয়ে ঠেকানো শিখতে হবে । তা না করে এর বিরুদ্ধে গলাবাজি করা মানে রেগে যাবার লক্ষণ । আর ''রেগে গেলেন তো হেরে গেলেন''

সত্যকে কখনও চাপিয়ে রাখা যায় না । একদিন না একদিন সে বের হয়ে আসবেই , হয়ত ঘরের লোকের মাধ্যমেই । হচ্ছেও তাই ।
৪১
263825
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৭
সরল কথা লিখেছেন : সরকার কতবার বন্ধ করতে পারে দেখা যাক

৪২
263828
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৭
মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছেন : আমার অনেক সহসিনিয়র ব্লগাররা এখনো হা হুতাশ করে ,এস বি ব্লগের জন্য, যেটা হায়েনার কবলে পড়ে আজ অবধি বন্ধ, প্রবীণ, সিনিয়র, নবীন ব্লগারদের প্লাটফর্ম এখন টুডে ব্লগ, এই ব্লগের উপর ও গেছে কয়েকটা ধকল। যদিও মানব রূপধারী কিন্তু তাদের চরিত্র কখনোই মানবীয় নয়, তাদের চরিত্র কুকুরের চেয়েও হীন, ওদের ধীক্কার জানিয়ে কোন লাভ নেই, আপনার ধীক্কার কখনোই তাদের কান পর্যন্ত যাবেনা। তাদের প্রতিহিংসাকে পূজি করে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কিছু একটা করার চেষ্টা করি। অন্তরের অন্তস্তল থেকে টুডে ব্লগ কতৃপক্ষকে অভিনন্দন, সদা জাগ্রত বিবেকের অধিকারী একরাশ কলম যোদ্ধাদের পাশে দাড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি।
৪৩
263829
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৮
মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছেন : আমার অনেক সহসিনিয়র ব্লগাররা এখনো হা হুতাশ করে ,এস বি ব্লগের জন্য, যেটা হায়েনার কবলে পড়ে আজ অবধি বন্ধ, প্রবীণ, সিনিয়র, নবীন ব্লগারদের প্লাটফর্ম এখন টুডে ব্লগ, এই ব্লগের উপর ও গেছে কয়েকটা ধকল। যদিও মানব রূপধারী কিন্তু তাদের চরিত্র কখনোই মানবীয় নয়, তাদের চরিত্র কুকুরের চেয়েও হীন, ওদের ধীক্কার জানিয়ে কোন লাভ নেই, আপনার ধীক্কার কখনোই তাদের কান পর্যন্ত যাবেনা। তাদের প্রতিহিংসাকে পূজি করে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কিছু একটা করার চেষ্টা করি। অন্তরের অন্তস্তল থেকে টুডে ব্লগ কতৃপক্ষকে অভিনন্দন, সদা জাগ্রত বিবেকের অধিকারী একরাশ কলম যোদ্ধাদের পাশে দাড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি।
৪৪
263837
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩০
ভোলার পোলা লিখেছেন : সম্মানীতি সম্পাদক এবং এডমিনদের জন্য আমাদের প্রাণ ভরা দোয়া রইল।
আমাদের এই প্রিয় অঙ্গণটি যেন মহান আল্লাহ হেফাজত করেন। এবং টিকে থাকার জন্য আমরা সবাই ভুমিকা রাখতে পারি।
৪৫
263838
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : Prio blogger vai ra sobsi ke new address ta share kore din
৪৬
263840
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৭
কাহাফ লিখেছেন : এই ব্লগের মাধ্যমেই আমার পথচলা,আমার প্রথম প্রেম-প্রথম অনুভূতি। এর বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের তীব্র‍ নিন্দা জানাই। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন.....আমিন। Rose
৪৭
263850
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১১
বুড়া মিয়া লিখেছেন : ইউ.এস.এ-র পোলাপান ওদের প্রেসিডেন্ট এবং সরকাররেও ধুমছে গাইল্যায় এবং সবাই জানে, তারা ব্যান করে না এসব – বরং এগুলোকে তারা নিজেদের সংশোধনের জন্য আমলে নেয়। আর আমাদের দেশের এসব মূর্খ-গরু-ছাগলের এসব ফাইজল্যামীর কোন মানে হয় না!

যাই হোক আপনারা আবার নতুন ডোমেইনে এসেছেন জেনে ভালো লাগলো!
৪৮
263853
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৫৯
চক্রবাক লিখেছেন : এগিয়ে যান সাথে আছি সব সময়।
৪৯
263862
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
onbangladesh.org সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না।
এরকম হলে শুধু দেশের ভিতরের পাঠকগণের সমস্যা হওয়ার কথা...... কিন্তু এখন, দেশের বাইরের অনেক পাঠকও তো ঠিক মতো ঢুকতে পারতেছে ব্লগে। তাহলে কি পৃথিবির সব দেশর (অধিকাংশ) ইন্টারনেট গেটওয়েথেকে onbangladesh.org কে ব্লক করে রাখা হয়েছে? নাকি ব্লগের হোস্টিং সার্ভারের কোন ক্রটিও আছে, সেটা পরিস্কার হলো না এখনও।
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
207488
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দেশের বাইরের অনেক পাঠকও তো ঠিক মতো ঢুকতে পারতেছে না ব্লগে।
৫০
263863
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২২
রেজাউল ইসলাম লিখেছেন : ভাইয়া, ঘটনাটা শুনে খুবই দুঃখ পেলাম, কিন্তু গোটা জাতি যেখানে শৃঙ্খলিত, সরকার যেখানে অবৈধ, সেই সরকারের নিকট থেকে ভালো আশা করা যায় না।

যা হোক, আপনাদের কাছে অনুরধ রইল, আপনারা এই ব্লগের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটা ফেসবুক গ্রুপ করুন আর আমাদের জানিয়ে দিন আপনাদের পদক্ষেপ সমুহ। শুভকামনা রইল আপনাদের প্রতি. Praying
৫১
263873
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৩
বাজলবী লিখেছেন : এগিয়ে চলুক টুডে ব্লগ সাথে অাছি থাকবো।
৫২
263878
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
আবু আশফাক লিখেছেন : সরকারের এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
৫৩
263888
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
সজল আহমেদ লিখেছেন : মাননীয় মডারেটর সাহেব...
ডোমেইন পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা সমস্যায় পতিত হয়েছি ।
সমস্যা হল এই ,আগে আমি মজিলা ফায়ারফক্স থেকে প্রতিমন্তব্য করতে পারতাম এখন সেটা হচ্ছেনা !
কেন হচ্ছেনা বুঝতে পারতেছিনা ।
৫৪
263902
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
আমি মুসাফির লিখেছেন :
৫৫
263905
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪২
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৫৬
263913
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
সত্য নির্বাক কেন লিখেছেন : bd today blog বন্ধ করা সরকারের নগ্নতার ই বহিঃপ্রকাশ ..........
৫৭
263918
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
ইয়াফি লিখেছেন : 5ই জানুয়ারীতে বিনা ভোটে নির্বাচিত সরকার জনমতকে ভয় পায়!
৫৮
263939
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
ইক্লিপ্স লিখেছেন :


It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
৫৯
263952
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ যানাচ্ছি বিডি টুডের সকল কর্মকর্তা ভাইদের , আপনাদের অক্লান্ত পরিস্রমে আমরা আবার দেখতে পাচ্ছি বিডিটুডে। আর ঘৃনা যানাচ্ছি যারা তাদের যাদের কালো থাবায় আমাদের বিডি টুমরো বার বার ক্ষতবিক্ষত হচ্ছে। ধর ধর লীগ ধর,একটা একটা জবাই কর ।
৬০
263998
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি পাচ্ছি কিন্তু এতো দেরি হয় আসতে মাঝে মাঝে বিরক্তি এসে যায়। অনেক ধন্যবাদ, আর ধিক্কার সত্যকে ভয় পাওয়া অবৈধ সরকার কে!
৬১
264094
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : অভিযোগ আসা মানেই সে দুর্নিতীবাজ এমন অবস্হা বাংলাদেশের। শত বাঁধা সত্ত্বেও বাঁধাহীন লেখার অঙ্গীকার নিয়ে টুডে ব্লগ খুব অল্প সময়ে দেশী ও প্রবাসী ব্লগার এবং পাঠকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই ব্লগ সাইটটি বন্ধ করার পিছনে যারা লেগে রয়েছে তাদের সমালোচনা সহ্য করার মত মানসিকতা তৈরি করা উচিত। অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা কখনো সমর্থনযোগ্য নয়। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ ব্লগের সম্পাদক, মডারেটর এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে। শুভ হোক ব্লগীং! Good Luck Good Luck
৬২
264376
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
মাজহারুল ইসলাম লিখেছেন : আওয়ামীলীগ কোন দিন এই দেশের সাধারন মানুষের সাথে পারে নাই আর পারবেও না। আর না পেরে শেষ পর্যন্ত ঐ জিনিস নিষিদ্ধ করে নিজেরা নিজেদেরকে ভীর মনে করে বাললীগ সরকার।
৬৩
264434
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩২
আবু তাহের মিয়াজী লিখেছেন : বিকল্প পথ তৈরী করার জন্য সম্পাদক, মডারেটর এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ।
৬৪
264505
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
মু নূরনবী লিখেছেন : স্যালুট...
উদ্যোক্তাকে...
অনবরত ফাইট করে যাওয়ার জন্য।
৬৫
264519
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
কাঠ পেন্সিল লিখেছেন : পাশে ছিলাম,আছি এবং থাকব ইনশাআল্লাহ…
৬৬
264702
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০২
ভিশু লিখেছেন : দেশটা তো স্বাধীন করা হয়েছিলো স্বাধীনভাবে চলতে, বলতে, শুনতে...তাই না? তাহলে মুক্তচিন্তা/কথা/চলার উপর বারবার এই আওয়ামী সরকারের কালো থাবা কেন? কিসের ভয় এতো তাঁদের?! 'উড়ে-এসে-জুড়ে-বসা' বিদেশি সরকারদের চেয়েও খারাপ অবস্থা দেখছি! বর্তমান পরিস্থিতি তো স্বাধীনতাবিরোধী পাকিস্তানী শাসনকেই মনে করিয়ে দেয়! আরেকটি স্বাধীনতা সংগ্রাম আজ অপরিহার্য হয়ে পড়েছে! বিডি এগিয়ে চলুক! নতুন ডোমেইনে অভিনন্দন... Thumbs Up অভিশপ্ত স্বৈরাচার নিপাত যাক... Thumbs Down
৬৭
264874
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : সরকার যখন আপনাদেরকে অচল করে দিতে চায় জানেন, তখন আর রাজনৈতিক পোস্টের প্রতি বিমাতাসুলভ আচরণ করেন কেনো ? সরকারের সমালোচনামূলক রাজনৈতিক পোস্ট স্টিকি করা হয়না কেনো ? এতো কৌশলে আসলেই কি কোন ফায়দা হয় ? ওরা যদি সত্য অস্বীকার করার জন্য দোষী হয়ে থাকে, তবে আপনারা সত্য গোপন করার অপরাধে যেনো দোষী না হোন- এটা খেয়াল রাখবেন । বাংলাদেশের অন্যতম প্রধান ব্লগ হিসেবে এখানে বিয়ের গল্প আর ভ্রমণ কাহিনীর চাইতে রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তাকে প্রমোট দেয়া কর্তৃপক্ষের দায়িত্ব বলে মনে করি । যাইহোক, লড়াইয়ের জন্য শুভকামনা, নতুন ডোমেইনের অভিনন্দন ! Good Luck ধন্যবাদ
৬৮
265385
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১১
egypt12 লিখেছেন : বিডি টুডে কতৃপক্ষকে ধন্যবাদ আমাদের জন্য এই প্লাটফর্মকে সচল রাখার জন্য... Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File