টুডে ম্যাগাজিনে লেখা পাঠানো প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন সম্পাদক ১৮ জুন, ২০১৪, ০২:১৭:০০ রাত
সুপ্রিয় পাঠক,
আপনারা জেনে আনন্দিত হবেন যে টুডে ম্যাগাজিন নিয়মিত দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, টিভি নিউজ, টকশো, পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ কলাম, মতামত, সাক্ষাৎকার ছাড়াও প্রতি সপ্তাহের শনিবারে গল্প, কবিতা, ছড়া, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ কাহিনী, চলমান রাজনীতি, অর্থনীতি বা বিদেশে পড়াশুনাসহ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানান বিষয়ে পাঠকের সুচিন্তিত ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়ে আসছে। পাঠকের মন ও মননের সুপ্ত মেধাকে সবার মাঝে অবারিত করে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ডানা মেলে সাহিত্যের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ুক আপনাদের চিন্তা। তাই এই আকাশে আপনিও উড়তে পারেন আপনার সৃষ্টিজগতের অনবদ্য সব ভাণ্ডার নিয়ে। হতে পারেন আমাদের একজন গর্বিত লেখক। তবে আর দেরি কেনো আজই মেইল করুন আপনার মূল্যবান লেখাটি।
তবে লেখা পাঠানোর আগে যে বিষয়গুলো পাঠকের নজরে থাকা দরকার--
১. লেখাটি অবশ্যই ইউনিকোডে হতে হবে। অন্যকোন
ফন্টে লিখলে ইউনিকোডে কনভার্ট করে পাঠান।
২. লেখাটি শুক্রবারের মধ্যেই পাঠাতে হবে।
৩. যে লেখাটা পাঠাবেন তা ইতোপূর্বে অন্য কোথাও প্রকাশিত হওয়া চলবে না।
৪. লেখাটি নিম্নোক্ত মেইলে ( ) পাঠাতে হবে।
ধন্যবাদান্তে,
সম্পাদক
বিষয়: বিবিধ
২৬৭০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাস্থ্য, রান্নাবান্না, রূপচর্চা, খেলাধুলা কই?
আর আপনাদের এই শুভ উদ্যোগ সফল হোক এই কামনা করি্
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন