মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

লিখেছেন লিখেছেন সম্পাদক ১৯ ডিসেম্বর, ২০১২, ১২:১১:২১ দুপুর





ঢাকা, ১৮ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজধানী ঢাকা শহরকে যানজট মুক্ত করতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বহুল আলোচিত এই প্রকল্প উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলনে কক্ষে একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকা মহানগরীতে সর্বপ্রথম মেট্রোরেল লাইন নির্মাণ ও পরিচালনার মাধ্যমে যানজট হ্রাস এবং গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানোই মেট্রোরেল প্রকল্পের মূল উদ্দেশ্য।

রেললাইন নির্মাণ কার্যক্রম তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে পল্লবী-সোনারগাঁও হোটেল অংশ ২০১৯ সালের মধ্যে, সোনারগাঁও হোটেল-মতিঝিল অংশ ২০২০ সালের মধ্যে এবং উত্তরা-পল্লবী অংশ ২০২২ সালের মধ্যে সম্পন্ন করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান হাওলাদার সাংবাদিকদের জানান, ‘জাপানী সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। জাইকা দেবে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা সরকার স্থানীয়ভাবে যোগান দেওয়া হবে।’

তিনি বলেন, ‘২০ দশমিক ১০ কিলোমিটার এই পথটি উত্তরার ৩ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট দিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।’

তবে এ রুটের কারণে সংসদ ভবনের মূল নকশায় কোন ধরনের পরিবর্তন আসবে না বলেও জানান মান্নান হাওলাদার।

সভায় ‘কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’ নামের অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। এর আওতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী ১২টি জেলায় জলবায়ু সহনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে।

এছাড়া প্রকল্প এলাকার গ্রামীণ দারিদ্র্য দূর করে জীবন-জীবিকার মান উন্নয়ন করা হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার সুবিধা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ড প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এডিবি, এসসিএফ, ইফাদ ও কেএফডব্লিউ ৯৭৪ কোটি টাকা প্রদান করবে।

সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো- ‘Reaching out of School Children Project’ (১১৪০ কোটি টাকা, জিওবি ৫৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১০৮২ কোটি টাকা); Transformation of Existing Non-Government Schools into Model Schools in Selected 310 Upazilla Headquarters (৪৬৬ কোটি টাকা-জিওবি); সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে উন্নীতকরণ প্রকল্প’ (৮৭ কোটি টাকা-জিওবি); বরিশাল-পটুয়াখালী সড়কে দপদপিয়া সেতু নির্মাণ, (৩০২ কোটি টাকা, ৯৬ কোটি টাকা-জিওবি এবং প্রকল্প সাহায্য ২০৬ কোটি টাকা); সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২, (৯৮০ কোটি টাকা, জিওবি-৪৩৫ কোটি টাকা, প্রকল্প সাহায্য-৫৪৫ কোটি টাকা) এবং উল্লাপাড়া-বেলকুচি সড়কের সোনাতলা ঘাটে করতোয়া নদীর ওপর ৩৪৭.২৯৫ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ, (৮১ কোটি টাকা-জিওবি)।

সভায় অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ একনেক- এর অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম

বিষয়: বিবিধ

১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File