টুডের জন্মদিনে একগুচ্ছ আয়োজন
লিখেছেন লিখেছেন সম্পাদক ০১ জানুয়ারি, ২০১৪, ০১:০৬:২১ দুপুর
প্রিয় ব্লগার,
দেখতে দেখতে টুডে ব্লগ পার করলো একটি বছর। নানা প্রতিকুলতার মধ্যেও টুডে আপনাদের প্রিয় ব্লগে পরিনত হয়েছে যা আমাদের জন্য প্রেরণা দেয়। টুডে ইতিমধ্যে শুধু ব্যক্তি জীবনেই নয়, জাতীয় জীবনেও আলোচিত হয়েছে। অন্যদিকে অন্ধকারের শক্তিগুলো আমাদের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করেছে বার বার। আমরা থেমে যাইনি, যাবোও না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতেও আমাদের সাথে থাকুন এই অনুরোধ রেখে কিছু ঘোষণা দিতে চাই--
১। জানুয়ারী মাসের মধ্যেই আপনারা আরো নতুন নতুন ফিচার সমৃদ্ধ টুডে ব্লগ দেখতে পারবেন
২। আগামী ২ জানুয়ারী থেকে নতুন ব্লগ লেখা প্রতিযোগিতা, বিয়ের গল্প চালু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় থাকছে আকর্ষনীয় সব পুরস্কার
৩। শীঘ্রই টুডে ব্লগে ইংলিশ ও আরবী ব্লগ নামে আলাদা দুটি ব্লগ চালু হচ্ছে
৪। পুর্বের লেখা প্রতিযোগিতার পুরস্কারগুলো এই মাসেই পেয়ে যাবেন ইনশাল্লাহ
টুডে পরিবারের সাথেই থাকুন ও পরিবর্তন গুলো লক্ষ্য করুন।
ধন্যবাদান্তে
সম্পাদক, বিডিটুডে
বিষয়: বিবিধ
৩৭৮৮ বার পঠিত, ১৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ঘোষানা শুনে খুশি হলাম। অনেক নতুন লেখক লেখিকা ব্লগে আসতেছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে, মোটামুটি মান সম্পন লেখা ষ্টিকি করে তাদেরকে সবার সাথে পরিচয় হবার সুযোগ দিতে পারেন।
ব্লগে যারা গালাগালি আমদানি করতে চাচ্ছে তাদের কমেন্ট ও পোস্ট মুছে দিতে হবে,এই জন্য চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে ব্লগে, এই কাজটা করার জন্য প্রয়জন হলে নিয়মিত ব্লগারদের সহযোগিতা নিতে পারেন ।
এগিয়ে যান সত্য সুন্দরের পথে যাজ্জাকাল্লাহ খায়ের
লেখাটা যখন পড়ছি তখন ষ্টিকিতে ছিল না তাই ষ্টিকির করতে বলেছিলাম।
শিতকালতো তাই শিতপিটা ।
ধন্যবাদ
ভাল মানের লেখাগুলি নিয়মিত স্টিকি করতে হবে।
ইসলামের উপর আঘাত হানে এমন লেখাগুলি মুছে দিতে হবে
এবং এই সমস্ত ব্লগারকেও ব্যান করতে হবে।
এর পাশাপাশি আরো দুটি বিষয় চাই- তা হল-
১। প্রিয় ব্লগারকে ম্যাসেজ বার্তা পাঠানোর ব্যবস্থা।
২। একটি কনভার্টার যোগ করা ইমুগুলির পাশে। যাতে ওয়ার্ডের লেখা আমরা সহজে কনভার্ট করে দিতে পারি।
সহমত।
এগিয়ে চলুক বিডি টুডে।
এগিয়ে যাক সভ্যতা।
এই প্রত্যাশায়-
সাফল্য কামনা করছি এই সুন্দর ব্লগটির।
টুডে-টুমরো-এর সাথে হারিকেনও এগিয়ে যাক.... সোজা পথে লাইন বেঁধে
কিন্তু এই যে একটা নতুন টপিক ঠিক করা হল তাতে মনে হচ্ছে সম্পাদক সাহেবের ভিন্ন কোন উদ্দেশ্য আছে। এই টপিক কোন সর্বজন গ্রাহ্য নয়। তাই অবিলম্বে এই টপিক প্রত্যাহার করে নতুন টপিক ঠিক করার অনুরোধ জানাই। তা না হলে আমরা এই প্রতিযোগিতা বর্জন করতে বাধ্য হব । আশাকরি সম্পাদক সাহেবের বিষয়টি বিবেচনায় আনবেন ।
টুড়ে ব্লগের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
তার সাথে সাথে সম্পাদক সাহেবের কাছে আমার আবেদন,যারা ইসলামের উপর আঘাত হানে তাদের লেখনির মাঝে এই ব্লগার কে বন্ধ করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব ।
আমাদের সবাইর জীবনে নতুন বছর বয়ে আসুন সুখ আর শান্তি।
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : এগিয়ে যাও টুডে-টুমরো
উপস আমিও দেখি কপিপেস্ট করি
মধু আই লাব য়্যু। ৫ বার বন্ধ করার পর ও আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য
বর্ষপুর্তিতে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছাও ভালবাসা রইল। শুরু থেকেই সাথে ছিলাম-আছি-থাকব ইনশাআল্লাহ। সবাইকে বিয়ের গল্প প্রতিযোগিতায় অংশ্রগ্রহন করার জন্য অনুরোধ রইল।
Hope it will be the most popular blog in bd,abroad.
Every good initiative , we are with u.
প্রাণ ফিরে পাই..প্রিয় এই ব্লগে...
অনেক অনেক শুভ কামনা।
নিশ্চয়ই একদিন আমরা মনজিদে মকসুদে পে্ৗঁছবোই....ইনশাল্লাহ।
গন্ধসুধা লিখেছেন : রেহনুমাপু লিখেছেন:অসংখ্য বাঁধাবিপত্তি পেরিয়ে একটি বছর সাফল্যের সাথে টিকে থাকা এবং প্রসারিত হওয়া উপলক্ষ্যে টুডে ব্লগকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী বছরগুলোতে আমাদের প্রকাশের মাধ্যম আরও সম্প্রসারিত হোক, আমরা সবাই এই লক্ষ্যে হাতে হাত দিয়ে এগিয়ে যাই, এই আশায়
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : রেহনুমাপু লিখেছেন:অসংখ্য বাঁধাবিপত্তি পেরিয়ে একটি বছর সাফল্যের সাথে টিকে থাকা এবং প্রসারিত হওয়া উপলক্ষ্যে টুডে ব্লগকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী বছরগুলোতে আমাদের প্রকাশের মাধ্যম আরও সম্প্রসারিত হোক, আমরা সবাই এই লক্ষ্যে হাতে হাত দিয়ে এগিয়ে যাই, এই আশায় .
বৃত্তের বাইরে লিখেছেন : আওণ রাহ'বার লিখেছেন: এগিয়ে যাও টুডে-টুমরো
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : এগিয়ে যাও টুডে-টুমরো।
ইয়ে সম্পাদক সাহেব, এ জন্য কি কোন পুরস্কারের ব্যবস্থা করা যায়!
মুড নিয়ে পড়তে বসলে আশা করি সমস্যা হতোনা! @হারিকেন
যাই হোক তারপরও বিডি টুডেতে ছিলাম আছি ইনশাল্লাহ আগামীতেও থাকব। এই ব্লগ সাফল্য ও ব্লগাদের ভালবাসা নিয়ে চির জাগরুক থাকুক আন্তরজালের প্রতি পরতে পরতে তাই কামনা করি।
১. আমি যে কম্পিউটার ব্যবহার করে এই সাইটে প্রবেশ করে লেখা দেই এবং মন্তব্য করি - সেই কম্পিউটারের আইপি এড্রেসকে ব্লক করেছেন কেন ?
আমি এই কম্পিউটার ছাড়া অন্যত্র ঠিকই এই সাইটে প্রবেশ করতে পারি ।
২. তার কয়েক সপ্হাহ আগে আমাকে ব্যান করেছিলেন বিনা নোটিফিকেশনে ।
৩. উপরন্তু আমার যেসব লেখা সর্বাধিক পঠিত হতে যায় ঠিক তখনই সর্বাধিক পঠিতের তালিকা হতে আমার লেখাকে বাদ দেওয়া হয় ।
আমার সাথে এডমিনদের এমন আচরন করার কারণ কি ?
একটা বিষয় আমি স্পষ্টভাবে লক্ষ্য করছি, একটা বিশেষ দল ও মতের ব্লগারদের এডমিনবৃন্দ বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন ।
অনেক নাস্তিক ব্লগারদের দিনের পর দিন এডমিনবৃন্দ লেখার সুযোগ দিয়ে যাচ্ছেন । অপর দিকে আমার সাথে এমন আচরন করার রহস্য কি ?
এসব উত্তর না পেলে আমি ধরে নিবো এই সাইটের এডমিনবৃন্দ একটা বিশেষ দলে ও মতের প্রতি পক্ষপাতদুষ্ট এবং নাস্তিকদের পৃষ্ঠপোষক ।
আর সর্বাধিক পঠিত বিষয়টি এর আগেও আপনাকে ব্যাখ্যা করা হয়েছে। একটি পোষ্ট সর্বাধিক পঠিত পাতায় এক সপ্তাহ থাকে, এর পর চলতি সপ্তাহের সর্বাধিক পঠিত পোষ্ট চলে আসে।
আমরাও সাথে থাকব ইনশা'আল্লাহ।
আমরা আছি আপনাদের সাথে সব সময়।
শুভ কামনা।
শব্দটা শুনলেই পুরস্কার নামক একটা চিজ মানস পটে ভেসে উঠে।
প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ। কিন্তু!
যা পুরো শিক্ষিত আর যারা আধা শিক্ষিত তাদের মাঝে দুইটা গ্রুপ না হলে আমরা আধা শিক্ষিতরা শুধু লিখবোই, কিন্তু পুরস্কার কপালে জুটবেনা।
মন্তব্য করতে লগইন করুন