একটি আবেদন
লিখেছেন লিখেছেন সম্পাদক ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:১৬:১৪ বিকাল
প্রিয় পাঠক,
বিডিটুডের লক্ষ লক্ষ পাঠক বিশেষ করে যারা বাংলাদেশে তারা সাইট দেখতে পাচ্ছেন না। তাদের কাছে নতুন সাইটকে পরিচিত করার দায়িত্ব আমরা যারা সাইট এখনো দেখতে পাচ্ছি তাদেরকেই নিতে হবে । এর জন্য আপনারা কয়েকটি কাজ করে আমাদের সাহায্য করুন,
১। আগামী এক মাস প্রতিদিন বিডিটুডের যে নিউজ,কলাম ও ব্লগের যে লেখা আপনার ভালো লাগে সেগুলো দিয়ে ফেইস বুকে ষ্টাটাস দিন
২। শুধু মাত্র এই ডোমেইনের http://www.bdtomorrow.net লিঙ্ক দিয়ে ফেইস বুকে আগামী দুই সপ্তাহ প্রতিদিন ষ্টাটাস দিন
৩। ফেইস বুকের যেসব জনপ্রিয় পেজের এডমিনের সাথে আপনার পরিচয় আছে তাদেরকে http://www.bdtomorrow.net লিঙ্ক অনুরোধ করুন
৪। গ্রুপ ও ব্যক্তিগত মেইলে বন্ধুদের কাছে
বিডিটুমোরো লিঙ্ক পাঠিয়ে দিন
৫। যারা এখনো সাইট দেখতে পাচ্ছেন তারা সাইট দেখতে পাচ্ছেন না এমন ভিজিটরদের মৌখিক ভাবে http://www.bdtomorrow.net নাম বলুন
আশাকরি দু-এক সপ্তাহের মধ্যেই বিডিটুডেকে আমরা আগের অবস্থানে ফিরে পাবো ইনশাল্লাহ।
বিডিটুডের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
সম্পাদক
বিষয়: বিবিধ
২৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন