মা"কে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
লিখেছেন লিখেছেন সম্পাদক ১২ মে, ২০১৩, ০৬:২০:১৮ সন্ধ্যা
প্রিয় ব্লগার,
কিছুটা দেরীতে হলেও আমরা মাকে নিয়ে আয়োজিত ব্লগ প্রতিযোগিতার ফলাফল চুড়ান্ত করতে পেরেছি।
যেভাবে নির্বাচন করা হলোঃ
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও আমরা আরো পাচটি লেখাকে নির্বাচিত করেছি। অর্থাৎ মোট আটটি লেখা পুরস্কার পাবে। নির্বাচন করার ক্ষেত্রে লেখার বিষয়বস্তুর সাথে সাথে মানকে গুরুত্ব দেয়া হয়েছে। মা'কে নিয়ে স্মৃতি চারণ মূলক লিখার প্রতিযোগিতা ছিলো তাই বাধ্য হয়ে কবিতা এবং গল্পগুলোকে বিচারের আওতায় রাখা হয়নি।
১.মায়ের চির বিদায়ের স্মৃতি-সিকদারর
Click this link
২.মা'য়ের নিখাদ ভালবাসা-প্রজাপতি
Click this link
৩. আমারই মা,মা জননি আমারই সুখের ঠিকানা-মা আমার এক অভিমানী মা- প্যারিস থেকে আমি।
Click this link
৪. স্মৃতিতে মা- পান্থ নজরুল
Click this link
৫. মা শুধুই মা -কবিতা।
Click this link
৬. আমার বায়না ও মায়ের চেষ্টা-রওশন জমির।
Click this link
৭. মা'কে খুঁজি সারাবেলা- মুহছিনা খান।
Click this link
৮.মা আমার অনুপম অস্তিত্ব- ডক্টর সালেহ মতীন।
Click this link
পুরস্কার পাবেন যেভাবেঃ
যারা বিজয়ী হয়েছেন তারা নিজেদের ঠিকানা, টেলিফোন নম্বর দিয়ে সম্পাদক বরাবর ই-মেইল করুন, । আগামী জুন ২০১৩ শেষের মধ্যেই আপনার হাতে পৌছে যাবে টুডের পক্ষ থেকে আকর্ষনীয় সব পুরস্কার।
সামনে আরো নতুন নতুন প্রতিযোগিতা আয়োজনের কাজ চলছে। টুডে ব্লগের সাথেই থাকুন।
ধন্যবাদান্তে
সম্পাদক
বিষয়: বিবিধ
৮৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন