উন্নতি মানেই উন্নয়ন নয়!-১

লিখেছেন লিখেছেন মোঃ মোকাররম হক ০৩ নভেম্বর, ২০১২, ০৯:০৫:৫৭ রাত

আমার নানা বাড়িতে ছিল রান্না ঘর সহ চারটি খড়ের বেড়ার ঘর যা একটা চতুর্ভুজের মত তৈরী করেছিল। কিন্তু কোন দুইটা ঘরের মাঝেই সংযোগ বেড়া ছিল না। ফলে বাড়িতে ঢুকবার জন্য চারটি ফাকা জায়গা ছিল, কোনটিতেই গেটের ঝামেলায় যাওয়া হয়নি, অর্থাত এরা টোয়েন্টি-ফোর বাই সেভেন খোলা থাকত। উনারা ঘরে একটা নড়বড়ে দরজা দিয়ে ঘুমাতেন কখনও সখনও…আর বেশী গরম পড়লে উঠানে দড়ির খাট (স্থানীয় ভাষায় খাটলা বলে) বিছিয়ে আরামে ঘুমাতেন। নিরাপত্তার অভাবে কোনদিন ঘুম ব্যাহত হয়েছে বলে শুনিনি।

সেই তুলনায় আমরা অর্থনৈতিক ভাবে অনেক এগিয়েছি, মাথাপিছু আয় মনে হয় আট-দশ গুণ বেড়েছে। যার বিভিন্ন বহিঃপ্রকাশও দেখা যায় আমাদের জীবনে। এখন বাড়িগুলো সুরক্ষিত, ফ্লাট এর মুল দরজায় তিন-চার রকমের আধুনিক তালা, নীচে মুল গেটে একাধিক তালা এবং দারোয়ান, বাইরে রাস্তায় স্থানীয় সমিতির উদ্যোগে নৈশ-প্রহরী, কোথাও কোথাও আবার বদ্ধ-বর্তনী ক্যামেরা। এর পরও চুরি-ডাকাতি হচ্ছে হর হামেশা আর মাঝে মধ্যে সংরক্ষিত বেডরুমেও খুন হয়ে যাচ্ছে মানুষ। রাষ্ট্র এর জন্য দুঃখিত তো নয়ই বরং প্রকান্তরে খুনীদের ধরে বিচারের দ্বায়িত্ব যেন অস্বীকার করছে।

চাঁপা রাণী অনেক কষ্ট করে বড় হয়েছেন। বাড়ির পাশে স্কুল ছিল না, বাবা-মা ছিলেন হত দরিদ্র। নিজের মনের জোরেই কিছুটা পড়া-শুনা, সেই সুবাদের ছোট একটি চাকরি করেন তিনি, দুটি মেধাবী মেয়ে হীরা – মুক্তার মা। স্কুলও এখন কাছে। তাঁর বাবা-মার তুলনায় তার আর্থিক অবস্থা ভাল বলা চলে, অন্তত মেয়ে দুটির পড়া চালিয়ে নেবার মত স্বপ্ন দেখতে পারেন। তার আর বেশি কিছু চাওয়া নেই, শুধু মেয়ে দুটিকে উচ্চ শিক্ষিত করে নিজের শিক্ষার সযোগ না পাওয়ার আক্ষেপ মিটিয়ে নিতে চান।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File