ইদ এলো
লিখেছেন লিখেছেন শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক ০৪ মে, ২০২২, ১০:৫৫:৪২ সকাল
ঈদ এলো গগনে
ঈদ এলো ভুবনে
মেঘের পালকিতে চরি ।
ঈদ এলো ফলে
ঈদ এলো ফুলে
হাওয়ায় নৃত্য করি ।
ঈদ এলো পথে
ভর দিয়ে রখে
লাগেনিতো কোন গাড়ি ।
ঈদ এলো মাঠেতে
ঈদ এলো ঘাটেতে
আনন্দ সুর ধরি ।
ঈদ এলো ঘরে
ঈদ এলো দোরে
সবার আঙ্গিনা ভরি ।
ঈদ এলো শ্যামল ঘাসে
ঘাস ফড়িংয়ের বেশে
খেলছেতো লুকোচুরি !
ঈদ এলো মনে
ঈদ এলো বনে
সুখের ছড়াছড়ি ।
ঈদ এলো দোয়েলের ঝাঁকে
তের শত নদীর বাঁকে
ঊর্মিমালা রুপ ধরি ।
গাছে গাছে ঈদ এলো
মনে লাগে কত ভালো
নিল যে দৃষ্টি কাড়ি ।
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
এক সাথে নামাজ পড়ি ।
সুখ নিয়ে এলো
ঢেলে ঢেলে দিলো
সকলের বাড়ি বাড়ি ।
বিষয়: বিবিধ
২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন