তুমি ছাড়া সর্বহারা
লিখেছেন লিখেছেন সাখাওয়াতুল আলম চৌধুরী ০৭ মার্চ, ২০২২, ০৯:২৯:৩১ সকাল
এখন আমি আকাশ দেখিনা,
বৃষ্টির পরে নীল জমিনে রঙধনুর সাজ দেখিনা ;
মেঘের ওপারে তেপান্তরের ঐ সীমানায় সুখ খুঁজিনা।
যে আমাকে আকাশ চেনালো
আকাশ মাঝে সুখ দেখালো
সে -ই যখন আমায় চেনেনা,
আমি এখন ঐ আকাশে দুঃখ ছাড়া কিছুই খুঁজিনা।
এখন আমায় সবুজ টানে না,
শিশির ভেজা দূর্বায় আঁকা পথটিতে আরযাওয়া হয়না ;
অরন্যের মাঝে সবুজ চাদর এখন আর ভালো লাগেনা।
যে আমার বুকে সবুজ জমালো
অরণ্য মাঝে ঘর বাঁধালো
সে -ই যখন দূরে সরলো
অরন্যে বুকে সবুজ আঙিনায় কষ্ট ছাড়া কিছুই পাইনা।
এখন আমি জোৎস্না মাখিনা,
ভরা যৌবনের চাঁদের আলোতে রাত্রি আর জাগা হয়না ;
জোনাক জ্বলা নিশির প্রহর আমায় আর ভালবাসে না।
যে আমাকে চাঁদ চেনালো
জোনাক আলোতে ঘুম শেখালো
সে -ই যখন ভালবাসে না,
চাঁদের আলোয় জোৎস্না প্রহরে কান্না ছাড়া কিছুই আসে না।
এখন আমি কবিতা লিখি না,
বসন্ত বাতাসে পুষ্পকাননে আমার আর ভাব জমেনা,
পাহাড় বুকে ঝর্ণার সুর কিছুই আমার কবিতা হয়না,
যে আমাকে ভাবের মাঝে ছন্দ দিতো
যায় ছোঁয়ায় পংক্তি গুলো কবিতা হতো
সে -ই যখন কবিতা শুনে না,
কবিতার মাঝে বর্ণ ছাড়া আমি আর কিছুই দেখি না।
25/8/14
বিষয়: সাহিত্য
৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন