পশ্চিমাদের পরাজয়ের ধারাবাহিকতার অংশই হল ইউক্রেন যুদ্ধ
লিখেছেন লিখেছেন উবায়দুল্লাহ জামিল ০১ মার্চ, ২০২২, ০১:১৮:৩৮ রাত
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের সংসদ সদস্য কিরা রুডিক জানিয়েছেন,
'তাদের যুদ্ধ কেবল ইউক্রেনের জন্য নয়, বরং (বিশ্বব্যাপী পশ্চিমাদের নের্তৃত্বাধীন) চলমান নিউ ওয়ার্ল্ড অর্ডার রক্ষার জন্য!
.
কাবুলের পর এবার কিয়েভ হোক পশ্চিমাদের অপদস্থতার প্রতীক!
খসে পড়ুক হলিউড আর মিডিয়ার তৈরী বানোয়াট 'রাজার পোশাক'!
বিষয়: বিবিধ
২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন