মুসলিম শরীফের একটি হাদীসের বাংলা অনুবাদ
লিখেছেন লিখেছেন উবায়দুল্লাহ জামিল ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ০১:০৭:৩২ রাত
الحمد لله و الصلاة والسلام على رسول الله و اله وصحبه أما بعد: فقوله صلى الله عليه وسلم: لا يجتمع كافر وقاتله في النار أبداً. رواه الإمام مسلم في صحيحه وأحمد في مسنده، وأبو داود في سننه وهو حديث صحيح
রাসূল (সাঃ) বলেছেন,"কাফের ও তার হত্যাকারী জাহান্নামে কখনো একত্রিত হবে না""((সহীহ মুসলিম,মুসনাদ আহমদ,আবু দাউদ) হাদীসটি সহীহ।
এই হাদীসের ব্যাখ্যায় মুসলিম শরিফের ব্যাখ্যাকার ইমাম নববী (রাঃ) তার স্বীয় গ্রন্থে বলেন।
সম্ভবত এই হাদীসটা জিহাদের ময়দানে যে কাফেরকে হত্যা করে তার সাথে সংশ্লিষ্ট।অর্থাৎ তার এই কাফেরকে হত্যা করাটাই হবে তার সমস্ত গুনাহ্ এর কফ্ফারা,যদি না সে এর পরে আর গুনাহ্ না করে।
অথবা তা হতে পারে কোন বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ অবস্থার জন্য।
আবার এটাও হতে পারে যে,জাহান্নাম ছাড়া অন্য কোথাও তার শাস্তি হতে পারে,যেমনঃ-সে জাহান্নামে প্রবেশ করবে না, জান্নাতে প্রথমে প্রবেশের সময় তাকে আ'রাফ (أعرف) নামক জায়গায় বন্দী করে রাকা হবে,
এটাও হতে পারে যে,তাকে কুফ্ফারদের যেখানে শাস্তি দেওয়া হবে সেখানে শাস্তি দেওয়া হবে না।অর্থাৎ এতেও তারা পরষ্পর নাগাল পাবে এমন জায়গায় শাস্তি দেওয়া হবে না।((ভিন্ন ভিন্ন জায়গায় শাস্তি দেওয়া হবে)) الله أعلم
(শরহে মুসলিম;ইমাম নববী)
বিষয়: বিবিধ
২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন