গল্প বিয়ে পর্ব ১ম
লিখেছেন লিখেছেন তরু ২৪ অক্টোবর, ২০১৯, ১০:৩৩:০৩ রাত
_কিরে এখানে একা একা বসে আছিস
যে?(শাহিন)
_না এমনি।অফিস ছুটি হয়ে গেল। সভাই
বাড়ি তে চলে যাচ্ছে। তুই যাবি না?
(আমি)
_হে যাব। তুই ও চল আমার সাথে।
_আমি যাব কেন?
_সালা।বাপ,মা ত সব খাইয়া ফালাইছো।
তিন কুলে ত আর কেউ নাই।যাওয়ার
যায়গা ও নাই।তাই বললাম আমার সাথে
চল।আর তর ত গ্রামের প্রতি লোভ বেশি।
ত চল গ্রাম থেকে ঘুরে আসবি।কাল
সকালের ট্রেনেই যাব।তর সবকিছু গুছিয়ে
নিস।
সকাল ৬ টা।কমলাপুর রেলস্টেশন এ এসে
ট্রেনের জন্য বসে আছি আমি আর
শাহিন।একটু পরেই ট্রেন আসবে।ভাবতেই
অবাক লাগছে আজ এতদিন পরে গ্রাম
দেখতে পাব।সারাদিন শহরে থাকতে
থাকতে অসয্য লেগে গেছে।
আমি তানিম।ছোটবেলাই বাবা মা মারা
যাওয়ার পর ফুফুর কাছেই মানুষ হয়েছি।
ফুফুর পরে শাহিন ই আমার খুব কাছের
মানুষ।
যাইহুক,ট্রেন চলে আসছে।ট্রেনে উঠে
পরলাম।ট্রেন চলতে শুরু করল।
অবশেষে,প্রায় চার টার দিকে ট্রেন
খুলনা স্টেশন এ। এসে থাম্ল।
_ইশশশ বসে থাকতে থাকতে কোমর
ব্যাথা শুরু হয়ে গেছে। এবার কই যাব।
(আমি)
_নৌকা য় করে আরো দুই ঘন্টা।(শাহিন)
_এএএএএএএ।বলিস কি।এমন জানলে ত
আসতাম ই না।
_আরে চল না।নৌকা য় নদী পাড় হবি।
দেখবি কত মজা লাগে।
_আরে রাখ তর মজা।বাইচা থাকলে কত
মজা যে পামু তার কোনো হিসাব আছে
নাকি।
_তুই যাবি নাকি থাকবি এখানে।
_এনেছিস যখন, তখন ত যেথেই হবে।
সন্ধার পরেই আমাদের নৌকা এসে একটা
ঘাটে ভিড়লে আমরা নেমে আসলাম।
_আমরা কুথায় এলাম রে।এত অন্ধকার
কেন।(আমি)
_এটা আমাদের ঘাট।চল আমার সাথে।
(শাহিন)
_এটাই তর বাড়ি নাকি।(আমি)
_হুম।
_কি বড় বাড়ি রে।কিন্তু বাড়ি এত
সাজানো কেন।কোনো অনুস্টান নাকি।
_পরশু আমার চাচাতো বোনের বিয়ে।
_কিহহহহ।কুত্তা তুই আমায় আগে বললি না
কেন।
_আগে বললে তুই আসতি নাকি।আমি
জানি ত তুই কোনো বিয়ে টিয়ে তে যাস
না।তাই আগে বলি নাই।
যাইহোক,বাড়ি তে ঢুকে সবার সাথে কথা
বলে ফ্রেস হয়ে খাওয়া দাওয়া করে
ছাদে গেলাম।বরষাকাল হওয়া সত্তেও
আজ আকাশে কোনো মেঘের ছাপ
দেখিনি।জ্যোৎস্না র চাঁদ র আলো নদী র
পানিতে পরে পানি চিকচিক করছে।
তখনি শাহিন আসলো.........
_কিরে এবার বল।কেমন লাগছএ গ্রাম।
আসার সময় ত দেখলি।
_যেমন লাগার লাগচে।
তখন সিঁড়ি তে কাদের পায়ের শব্দ শুনা
গেলো।
শাহিন জিজ্ঞেস করলো.....কে রে? রুবি?
একটা এগার-বার বছরের মেয়ে দরজায়
এসে দারালো।
শাহিন আবার জিজ্ঞেস করলো...........
আর কে রে তর পিছনে?
মেয়েটা বল লো........ সবাই
আছে,মেজুয়াপু,সেজুয়াপু,আয়শা,মাছ
ুমা......
তারপর শাহিন আমার দিকে তাকিয়ে বল
লো এটা আমার চাচার ছোট মেয়ে।এর ই
মেজু আপুর বিয়ে পরশু।
_রুবি...ডাক ত একবার #রিংকি কে
(শাহিন)
চলবে.............
বিষয়: Contest_priyo
৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন