ঠুনকো চাওয়া

লিখেছেন লিখেছেন নুরহোসেন ০৩ নভেম্বর, ২০১৯, ০৮:৩৬:০৬ রাত

আমি প্রেমিক বারুদ নই

তোমার তাপে জ্বলে উঠবো,

শুন্যতা আমাকে স্পর্শ করেনা

আমার পুরোটাই প্রেমে পুর্ন।

আমি চলতেই থাকি থামিনা

কখনো কষ্ট আমাকে ছাড়েনা,

আমি থামলে ভালবাসা থেমে যায়

তাইতো আমার থেমে থাকা দায়।

পুঁজিবাদের সমাজে তুমি অধিপতি

কপালের ফের আমাকে করেছে ফুটপাতী,

ব্যক্তিত্ত্ব আমাকে তোমার কাছে টানেনা

আমার অল্প চাওয়া তোমাকে কাছাকাছি আনেনা।

আজ খুব বুঝি সমাজ যন্ত্রনার তীর্থস্হান

এখানে ভালোর মুল্য নেই টাকার চলে গান,

যাযাবর না হয়েও সম্পদহীন

অনবরত খেটে চলি রাত দিন।

আবার যদি কখনো দেখা হয় এড়িয়ে যাবো

তোমাকে আর তোমার ইচ্ছা যা জগতে না পাবো,

আশায় থাকি এ সংসার আমাকে মুক্তি দিবে

সবাই হাফ ছেঁড়ে বাঁচবে যেদিন মাঠি আমায় তার কোলে নিবে।

বিষয়: বিবিধ

৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File