ধুসর বিকেল

লিখেছেন লিখেছেন নুরহোসেন ০১ নভেম্বর, ২০১৯, ১০:২৫:২৯ রাত

বেণী করা চুলে নেই ফুল

নাকে নোলক আছে কানে নেই দুল,

মলিন কাপড় আর ভেঁজা চোখ

অজানা চিন্তায় প্রিয়ার বাড়ছে শোক।

পালানোর পথ খোলা তবুও চলেনা পা

হারিয়েছে ভরসা টুকু বাকি ছিলো যা,

রংতুলি পড়ে আছে ছবি আঁকা হয়না

সুখ যার শুধু চাওয়া তার সুখ রয়না।

ভালবাসা শুধু আবেগ ঠুনকো হতাশা

প্রতারিত প্রেমিকার খুঁজে পাওয়া প্রত্যাশা,

তীব্র যন্ত্রনায় কাটে একাল সেকাল

বসন্ত বিরহের ধুসর বিকেল।

বিষয়: বিবিধ

৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File