মনের কিছু ভাবনা-১

লিখেছেন লিখেছেন নুরহোসেন ১৯ অক্টোবর, ২০১৯, ১১:৫১:৫০ রাত

(১) আমরা মৃত্যুকে ভয় পাই।

অথচ নেশা দ্রব্য সেবন করে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়াতে আমরা আনন্দ পাই!

(২) জীবনের প্রথম শর্ত নিজেকে ভালবাসা,

কিন্তু আমরা কখনোই নিজেকে ভালবাসতে পারিনা।

লাইলী-মজনুর জুটি বাঁধতে গিয়ে আমরা নিজেকে মোহে হারিয়ে ফেলি,

শেষ বয়সেও আমরা অন্যের ভালবাসা কামনা করি।

ফলে আমরা নিজেকে ভালবাসতে গিয়ে দেহত্যাগ করি।

(৩) কিছু মানুষ সর্বদা অন্যের দোষ ক্রটি খুঁজে বেড়ায়,

নিজেকে ভাল প্রমাণ করার মত কোন গুন তাদের নেই।

দুভার্গ্য এই যে, এই চরিত্রের লোক গুলোই আমাদের সমাজের কর্তা।

সমাজের নানা সমস্যার মুল কারন চরিত্রহীন লোকদের মহৎ আসনে বসিয়ে দেওয়া।

(৪) গরীবরা বেঁচে থাকে মিথ্যাবাদী নেতার ভাষনে,

কবির কবিতায় আর লোক দেখানো মানবধিকার স্লোগানে;

বাস্তবতায়, গরীব মৃত।

(৫) যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত,

যোগ্যতার বাহিরের স্বপ্ন মানুষকে অপরাধ প্রবণ বানায়।

উচ্চবিলাসী আঁকাঙ্খা পুরনে আপনাকে দুর্নীতিতে জরিয়ে পরতে হতে পারে এমনকী খুনও!

তাই যোগ্যতা অনুযায়ী ভাবা উচিত।

বিষয়: বিবিধ

৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File