সালাম : শান্তি ও কল্যাণের অন্যতম হাতিয়ার (পর্ব-২)

লিখেছেন লিখেছেন মো আব্দুল হামিদ ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬:৫৭ দুপুর

সালাম একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, রহমত নিরাপত্তা, মুক্তি, আরাম, আনন্দ, তৃপ্তি ইত্যাদি। সালাম একটি সম্মানজনক, অভ্যর্থনামূলক, অভিনন্দনজ্ঞাপক, শান্তিময় উচ্চমর্যাদা সম্পন্ন পরিপূর্ণ অভিবাদন। সমাজে যেসব অভিবাদন কথন ও বাক্য রয়েছে তার মধ্যে সালামই একমাত্র ব্যতিক্রম ও ভিন্নধর্মী যা মাবনজীবনে পারস্পারিক কল্যাণ ও মঙ্গল কামনার অন্যতম নিদর্শন। দুনিয়াতে যেমন এটি কল্যাণ ও শান্তির সূত্র হিসেবে কাজ করে তেমনি এটি আখেরাতের নেকির পাল্লাকেও ভারী করতে কাজ করে। উল্লেখ্য যে, ‘আসসালাম’ মহান আল্লাহর সুন্দর নামসমূহের এক অন্যতম নাম এবং জান্নাতগুলোর মধ্যে একটি অন্যতম জান্নাত।

মহান আল্লাহর কাছে সালাম এতই পছন্দনীয় যে, মহান আল্লাহ তার বান্দ হযরত আদম আ: কে সৃষ্টি করে সর্বপ্রথম সালামের শিক্ষা প্রদান করেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে রাসুল সা. বলেছেন, ‘মহান আল্লাহ আদম আ. কে সৃষ্টি করে বলেন, যাও ফেরেশতাদেরদলকে সালাম দাও এবং তোমার সালামের কি উত্তর দেয় তা মন দিয়ে শুন। এটিই হবে তোমার আর তোমার সন্তানদের সালাম। সে অনুযায়ী আদম গিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম (অর্থ- আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)।’ ফেরেশতারা উত্তর দেন, ‘আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ (অর্থ – আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক)’। ফেরেশতারা ‘রাহমাতুল্লাহ’ শব্দটি যোগ করেন। ( মেশকাত শরিফ, অধ্যায়-শিষ্টাচার, অনুচ্ছেদ- সালাম, হাদিস নং ৪৬২৮।

বিষয়: বিবিধ

৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File